আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম পান।
নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা
সামাজিক সখ্যতা ও বিভিন্ন অনুষ্ঠান আনন্দঘন করার জন্য নিমন্ত্রণপত্রের জুড়ি নেই | তাই নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে জানা যাক |
নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম | আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা
September 24, 2022 by মোঃ সোলেমান
নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণপত্র যাই বলি না কেন এটা সামাজিকতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা । মানুষ যেহেতু সমাজবদ্ধ প্রাণী , তাই সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা উচিত |
যেহেতু মানুষ ছাড়া মানুষের জীবন , আনন্দ , দুঃখ , সাফল্য সব কিছুই অপূর্ন , তাই বিশেষ মুহূর্তগুলোতে মানুষ চায় তার আশেপাশের মানুষ ও তার সাথে সেই বিশেষ মুহূর্ত উপস্থিত থাকুক । এরই ধারাবাহিকতায় , নিমন্ত্রণ পত্র লেখার প্রচলন শুরু হয় ।
অতীতে , যখন আধুনিক যোগাযোগ পদ্ধতি ছিল না তখন নিমন্ত্রণ পত্রের ব্যবহার ছিলো বর্তমানের চেয়ে অনেক বেশি | তবে হাতে লেখা নিমন্ত্রণ পত্রের জায়গা আজকাল ইলেকট্রনিক মেইল ব্যবহৃত হচ্ছে । তবে পদ্ধতি সনাতন হোক বা আধুনিক , নিমন্ত্রণ পত্রের আবেদন এখনো তেমনি উৎসবমুখর এবং অনুভূতি প্রাঞ্জল ।
সূচীপত্র
নিমন্ত্রণ পত্র কাকে বলে ? বা আমন্ত্রণ পত্র কি?
সামাজিক সদ্ভাব ও সুসম্পর্ক রক্ষা করার জন্য কোন আয়োজিত অনুষ্ঠানে , অথবা ব্যাবসায়িক আলোচনার প্রয়োজনে কাঙ্খিত ব্যক্তির উপস্থিতির জন্য নান্দনিকভাবে অবহিত করার উদ্দেশ্যে লিখিত চিঠিকে নিমন্ত্রণ পত্রে বলা হয়ে থাকে | ধর্মীয়, সামাজিক ,রাজনৈতিক ,ব্যবসায়িক যে কোন অনুষ্ঠানে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে | তাই নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে উক্ত আর্টিকেলে কিছু আলোচনা করা হলো l
নিমন্ত্রণ পত্রের ব্যবহার
আমন্ত্রণ পত্রের ব্যবহার মূলত সামাজিক রীতি | বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় , রাজনৈতিক , ব্যবসায়িক সমাবেশে মানুষকে আমন্ত্রণ করতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে । যেমন বিয়ে , জন্মদিন , ইফতার মাহফিল , শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা , বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান , সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান , রাজনৈতিক দলের কর্মী সমাবেশ , বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যেমন ঈদ দুর্গাপূজা নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবদের আমন্ত্রণের উদ্দেশ্য নিমন্ত্রণ পত্র ব্যবহার করা হয় ।
তাই ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান কে গ্রহণযোগ্য আনন্দঘন করে তোলার জন্য আন্তরিকভাবে নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে সবারই জানা উচিত ।
আরো পড়ুন;-দরখাস্ত লেখার নিয়ম ছবি এবং pdf সহ সকল প্রকার নমুনা
আবেদন পত্র লেখার নিয়ম বাংলা | pdf সহ সকল ধরনের নমুনা
সিভি লেখার নিয়ম pdf সহ | সিভি তৈরীর নিয়ম ও নমুনা
নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম
নিমন্ত্রণ পত্রের গঠন শৈলী অন্যান্য দাপ্তরিক পাত্র হতে আলাদা | নিম্নে নিমন্ত্রণ পত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলো আলোচনা করা হলো :
পত্রের শুরু : নিমন্ত্রণ পত্রের শুরুতেই , অনুষ্ঠানের নাম এবং বিষয়সূচি উল্লেখ করতে হবে । নিমন্ত্রণ পত্র যেহেতু , জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ করার উদ্দেশ্যে লিখিত হয় সুতরাং এ জাতীয় পত্র বিশেষ কোন ধর্মীয় বা কল্যাণ ব্যঞ্জক শব্দ ব্যবহৃত হয় না । তবে বিয়ের নিমন্ত্রণ এর ক্ষেত্রে ,” পরম করুণাময়ের নামে ” অথবা ” শ্রীশ্রী প্রজাপতয়ে নম” লেখা যেতে পারে শুরুতেই উল্লেখ করেছি পত্রের শুরুতে অনুষ্ঠানের শিরোনাম উল্লেখ থাকে । যেমন , ” পিঠা উৎসব 2022 “ সম্ভাষণ : নিমন্ত্রণ পত্রের শুরুতেই , প্রাপকের উদ্দেশ্যে সৌজন্যে সূচক অথবা স্নেহ মুলক কিছু শব্দ ব্যবহার করা হয় । শব্দগুলো মূলত আন্তরিকতা প্রকাশে সহায়ক । কিছু সম্ভাষণ হিসেবে ব্যবহৃত শব্দের উদাহরণ : সুধী , মহোদয় , শ্রদ্ধেয় , প্রিয়তমেষু , জনাব , সুজন প্রভৃতি । বয়স ও সম্পর্ক ভেদে সম্ভাষণ মূলক শব্দ নির্বাচনে সচেতনতা অবলম্বন করা শ্রেয় । পত্রের মূল অংশ : নিমন্ত্রণপত্রে অংশটি হয় তথ্য বহুল । সারসংক্ষেপে, অনুষ্ঠানের ধরন , সময়সূচী , স্থান প্রভৃতি উল্লেখিত থাকে পত্রের এই অংশে । তাই এটাকে পত্রের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয় । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে , অনুষ্ঠানের বিষয় ও সময়ের পাশাপাশি উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দর্শক হিসেবে কারা উপস্থিত থাকবেন সংক্ষেপে এসব তথ্য ও উল্লেখ থাকে ।বিয়ের নিমন্ত্রণ পত্রের ক্ষেত্রে , বর ও কনের পরিচিতি , কোন সময় শিক্ষাগত যোগ্যতা , ঠিকানা প্রকৃতি উল্লেখ থাকে । নিমন্ত্রণ পত্র লেখার সময় খেয়াল রাখতে হবে , পত্রের ভাষা যেন সহজ ও বোধগম্য হয় । প্রয়োজনীয় তথ্য যেন উল্লেখ থাকে । এছাড়াও এ ধরনের পত্রের ভাষায় বিনীত ভঙ্গি প্রকাশ পাওয়া জরুরি ।
পত্রের সমাপ্তি : পত্রের এই অংশে , প্রাপক কে বিনীতভাবে উপস্থিতির জন্য অনুরোধ জানানো হয় | এ অংশের শেষভাগে , বিনীত নিবেদক লেখার পর প্রেরকের নাম উল্লেখ থাকে । ঠিকানা ও তারিখ : নিমন্ত্রণপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো , অনুষ্ঠানে তারিখ অনুষ্ঠানে উদ্দেশ্যে নির্ধারিত স্থান । প্রচলিত রীতি অনুযায়ী , নিমন্ত্রণপত্রে সর্ববামে তারিখ এবং নিমন্ত্রণের প্রেরণকারীর নামের নিচে ঠিকানা লেখার নিয়ম রয়েছে । তবে সময়ের সাথে সাথে , অধুনা এই যুগে এ নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় । বর্তমানে , তারেক এবং ঠিকানা নিমন্ত্রণ পত্রের বামদিকে লেখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে । অনুষ্ঠানসূচি : নির্ধারিত দিনের বিশেষ আয়োজনে , কোন সময়ে কোন অনুষ্ঠান কত কতক্ষণ সময় ব্যাপী অনুষ্ঠিত হবে তার উল্লেখ নিমন্ত্রণপত্রে দেয়া হয়ে থাকে । এতে , আমন্ত্রিত অতিথি গণ আয়োজিত অনুষ্ঠান কতক্ষণ ব্যাপী চলবে তা ধারণা করে নিতে পারেন ।আমন্ত্রিত অতিথির ঠিকানা : নিমন্ত্রণ পত্রের এক পর্যায়ে , খামের উপর স্পষ্ট হরফে কাঙ্খিত ব্যক্তির ঠিকানা সম্ভব হলে ফোন নম্বর সংযোজিত করতে হবে যাতে করে সঠিক সময়ে পত্রখানা সঠিক ব্যক্তির নিকট পৌঁছাতে পারে ।সম্পর্কিতপ্রত্যয়ন পত্র লেখার নিয়ম ও নমুনা এবং আবেদন [pdf সহ]
প্রতিবেদন লেখার নিয়ম ও নমুনা
ছাড়পত্র লেখার নিয়ম | ছাড়পত্র জন্য আবেদন লেখার নিয়ম
অনুমতি পত্র লেখার নিয়ম ও নমুনা
নিমন্ত্রণ পত্র লেখার নিয়ম | আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা
নিমন্ত্রণ পত্র পত্রে প্রকারভেদ:
বিষয়ের উপর ভিত্তি করে নিমন্ত্রণ পত্র নানা রকম হয়ে থাকে।নিম্নে কিছু অধিক ব্যবহৃত নিমন্ত্রণ পত্র তুলে ধরা হলোঃ
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ্য নানা রকম অনুষ্ঠান আয়োজন করি। আর এসব অনুষ্ঠান উপলক্ষ্য আমন্ত্রণ পত্র লেখার নিয়ম আমন্ত্র আমন্ত্রন পত্রের নমুনা
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা | The Daily Learn
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ্য নানা রকম অনুষ্ঠান আয়োজন করি। আর এসব অনুষ্ঠান উপলক্ষ্য আমন্ত্রণ পত্র লেখার নিয়ম আমন্ত্র আমন্ত্রন পত্রের নমুনা
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা | The Daily Learn সম্পর্কে আরো জানতে গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের ওয়েব সাইটে অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন। তো চলুন আমাদের আজকের মূল বিষয়বস্তুগুলো এক নজরে পেজ সূচিপত্রতে দেখে নেয়া যাকঃ
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ্য নানা রকম অনুষ্ঠান আয়োজন করি। আর এসব অনুষ্ঠান উপলক্ষ্য আমন্ত্রণ পত্র লেখার নিয়ম অথবা আমন্ত্রন পত্রের নমুনা দেখার প্রয়োজন পড়ে। আয়োজনের জন্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রিয়জন কিংবা কখনো বিশিষ্ট ব্যক্তিবর্গ কে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়। যে পত্র দ্বারা কোন উৎসব বা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিগণকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয় সেই পদ্ধতিকে বলা হয় নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্র।
আমন্ত্রণপত্র বিভিন্ন ধরণের হতে পারে যেমন: বিয়ে ,জন্মদিন, রবীন্দ্র-নজরুল জয়ন্তী, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, বর্ষবরণ, পহেলা বৈশাখ, সাহিত্যসভা, শিক্ষা সপ্তাহ ,বইমেলা, সাংস্কৃতিক সপ্তাহ, নাগরিক সংবর্ধনা ,সুবর্ণজয়ন্তী উৎসব, উৎসব সাংস্কৃতিক উৎসব ইত্যাদি যা নানা উপলক্ষে হতে পারে।
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা লেখার বিভিন্ন গূরুত্বপূর্ণ অংশ :
সম্ভাষণ : নিমন্ত্রণ পত্রের প্রাপককে সম্মোধন করার জন্য বিশেষ কিছু শব্দ ব্যবহৃত হয় এমন জনাব সুদি মহোদয় মহাশয় বা নাম যেমন: সুজন,জাহিদ ইত্যাদি।মূল পত্রাংশ: নিমন্ত্রণ পত্রের মূল বিষয়বস্তু নির্ভর করে অনুষ্ঠানের প্রকৃতির ওপর যে উপলক্ষে আমন্ত্রণ পত্র জানানো হয় সে অনুষ্ঠানের স্থান, তারিখ, সময় সম্পর্কে উল্লেখ থাকতে হবে। প্রাথমিক ক্ষেত্রে উদ্বোধক ও প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচকের নাম উল্লেখ থাকে বাঞ্চনীয়। বিয়ের নিমন্ত্রণপত্রে বর ও কনের এর পরিচিতি উল্লেখ করা যেতে পারে। লেখনীর ভাষার ক্ষেত্রে অবশ্যেই সহজ,সরল এবং সাবলীল ভাষায় লিখতে হবে।ইতি বা সমাপ্ত: এ ধরণের আমন্ত্রণ পত্রে মূল পত্রাংশলেখার পর ' নিবেদন ইতি ' এসব লেখার প্রচলন ছিল একসময়। এখন ' বিনয় আরজ ' বা ' নিবেদক ' ইত্যাদি লেখাই ভালো।নাম স্বাক্ষরে সৌজন্য : চিঠির বিষয় অনুসারে পত্রে 'বিনীত' , ' বিনীতা ', ' বন্ধুত্ব ' 'শ্রদ্ধাবনত ', 'ভবদীয়' ইত্যাদি ডান দিকে লিখে তার নিচে আমন্তনকারীর লিখবেন।ঠিকানা ও তারিখ : নিমন্ত্রণ পত্রের বামদিকে তারিখ এবং ডানদিক আমন্ত্রণকারী নামে নিচে ঠিকানা লেখা ভালো সৌজন্যে শব্দ আমন্ত্রণ নাম-ঠিকানা তারিখ বাম দিকে চাইলে লিখতে পারেন।অনুষ্ঠানসূচি : কোন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আলাদাভাবে অনুষ্ঠানসূচী দেওয়ার প্রয়োজন ওদিক ভালো। এর ফলে আমন্ত্রিত ব্যক্তির অনুষ্ঠানের প্রকৃতি ব্যাপ্তিকাল ইত্যাদি সম্পর্কে ভালোভাবে ধারণা করে নিতে পারেন।পত্র-প্রাপকের ঠিকানা : আমন্ত্রণ পত্রের খামের উপর আলাদাভাবে পত্র প্রাপকের নাম, ঠিকানা, লিখতে হবে। পাঠানোর আগে অবশ্যই আবার দেখে নেওয়া ভালো। নাম, ঠিকানা, ভুল থাকলে তা প্রাপকের কাছে নাও পৌঁছাতে পারে।
একটি আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা নিচে পড়ুন:
15 ই মার্চ 2017 প্রিয় সুধী,
আগামী 26 মার্চ 2017 আমাদের কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে। এই মহতী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিয়াম আহমেদ এছাড়াও উক্ত অনুষ্ঠানের স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য।
নিবেদক, জাহিদ হাসান
সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক
বরিশাল সরকারি কলেজ, বরিশাল
অনুষ্ঠানসূচি :১. রেলি : সকাল 7: 00 ঘটিকা
২. অতিথিদের আসন গ্রহণ : সকাল 9: 00 ঘটিকা
৩. পবিত্র কোরআন থেকে তেলাওয়াত/গীত/পাঠ : সকাল 9: 30 ঘটিকা
৪. আলোচনা সভা : সকাল 10:00 ঘটিকা
৫. সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল 03:00 ঘটিকা
ডাকটিকিট
প্রেরক প্রাপক
জাহিদ খান নাহার ইসলাম
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোড নং ১২৫ ,বাড়ি নং52
বরিশাল সরকারি কলেজ, বরিশাল তেজগাঁও, ঢাকা
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম--আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ssc,,hsc সকল পরিক্ষার জন্য লিখতে পারবে আমন্ত্রণ পত্র এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে
Home Application
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম-আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ssc,hsc সকল পরিক্ষার জন্য
prothomit Nov 18, 2022
আস্সালামু আলাইকুম আসা করি আপনার সকলেই ভালোআছেন আজকে আলোচনা করব আমন্ত্রন পত্র কি ভাবে লিখতে সে বিষয় নিয়ে বিস্তারি আলোচনা করব। নিম্নক্ত আমন্ত্রন পত্র লেখার নিয়ম দেখুন
আমি অবশ্য দুইটি লেখার নিয়ম লিখে দিব।আপনার দেখুন
অন্য বিষয়
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত,আবেদন পত্র লেখার নিয়ম,স্কুলে ছুটির আবেদনহেডমাস্টর কাছে ছুটির আবেদন জানতে ক্লিক করুন
ব্যক্তিগত পত্র লেখার নিয়ম,চিঠির খাম লেখার নিয়ম
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
পত্র সাধারণত দুই প্রাকার। যথা -
১/ ব্যাক্তিগত পত্র ২/আনুষ্ঠানিক পত্র
আজকে এই পোষ্টে আলোচনা করব আমন্ত্রন পত্র নিয়ে। অব্যশ্য পরিক্ষা প্রশ্ন পত্রে বা সিলিবে বলা থাকে কি ধররেন পত্র লিখতে হবে।
পত্র লিখন,
’পত্র’ শব্দের আভিধানিক অর্ধ ‘চিহৃ’ বা ‘স্মারক’। কিন্তু ব্যবহারিক দিক থেকে পত্র হলো ব্যক্তিগত খবরাখবর এবং বৈষয়িক কাজ-কর্মের জন্য এক ধরনের লিখিত বিরনণী । তাই পত্রকে আমরা এভাবে সংঙ্গায়িত করতে পারি-
রীতিতসিদ্ধ পদ্ধিতিতে কোনো তথ্য আদান-প্রান বা অভিপ্যায় ব্যক্ত করার লিখিত রুপকেই পত্র বলে।
ব্যাক্তিগত প্রয়োজনে বা দায়িত্বরোধ থেকে কিংবা নিতান্ত কুশল-সংবাদ জানার প্রয়োজনে আত্মীয় - স্বজন বা বন্ধু -বান্ধবের কাছে লেকা পত্রই ব্যক্তিগত পত্র।
আনুষ্ঠানিক পত্র
বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নানা ধরনের কর্মকান্ড সম্পাদানের লক্ষ্যে যে সব পত্র লেখা হয তাকে আনুষ্ঠানিক বা ব্যবহারিক পত্র বলে।invitation letter
এ জাতীয় পত্রকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১/আবেদন পত্র
২/আমন্ত্রন পত্র/ নিমন্ত্রন পত্র
৩/পত্রিকার পত্র ৪/ব্যবসায়িক পত্র
৫/মানপত্র/ অভিনন্দন পত্র ইত্যাদি।
ব্যাক্তি গত পত্রের বাইরে যা থাকে তাই তলো প্রতিষ্ঠানিক পত্র।
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম-আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ssc,,hsc সকল পরিক্ষার জন্য
আমান্ত্রন পত্র ,,,,,,,,,, সুধী,
আগামী ২৫ শে মে ২০২০ , ১১ ই জৈষ্ঠ ১৪২৭ শুক্রবার বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের জনম্বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে ঐ দিন সকাল দশটায় ভিকারুননিসা নৃন স্কুল মিলনায়তনে এক আলোচনাসভা ও সৃংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্র জানাই।
Application
১২ ই মে ২০২০ বিনীত-
বেইলি রোহ, ঢাকা। ভিকারুিননিসা নূন স্কুলের
ছাত্রীদের পক্ষে, অর্চি অনন্দ্রিলা সাংস্কৃতিক সম্পাদক অনষ্ঠান সূচি
১.সকাল ১০ টা: অতিথিদের আসনগ্রহন
২. সকাল ১০, ১৫ মি : আলোনা সভা
মুখ্য আলোচক: নজরুল গবেষক ড.
করুনাময় গোস্বামী
আলোচনা সভার আমন্ত্রন পত্র
সুধী,
আগামী ২৫ শে বৈশাখ , ১৪২৮ বাংলা , রবিবার বিকেল ৪ টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবাষিকী উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয় মিলায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্যে সম্মতি ঙ্গপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের উপাচার্য িআ আ ম স আবেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে আপনার অংশগ্রহন আমাদের প্রানিত করবে।
শুভেচ্ছান্তে নওশিন চৌধুরী আহবায়ক
রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটি
আইডিয়াল ল্যবরেটরি কলেজ, ঢাকা ১২৩৬
১৫ বৈশাখ, ১৪২৮ “ অনুষ্ঠানের সূচি“
১. অতিথিদের আসন গ্রহন : বিকেল ৪:০০ টা
২. আলোচনা সভা: বিকেল ৪:৫ টা
৩. সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধা ৬ টায়।
,,,
আসা করি এই তথ্য আপনাদের অনেক ভালো লেগেছে আজ আলোচনা করা হয়েছে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম নিয়ে বিস্তারিতর আরোচনা করা হয়েছে ।
প্রতিনিয়ত এই ধরনের পোষ্ট পাওয়ার জন্য আমার এই অয়েব সাইটের সঙ্গেই থাকুন।
Next Post Previous Post NO COMMENT Add Comment Application
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?