if you want to remove an article from website contact us from top.

    আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি পান।

    লাইলাতুল কদরে যে দোয়া পড়বেন

    মর্যাদার রাত লাইলাতুল কদর। যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন কোরআনুল কারিম। এ রাতের উপস্থিতি কেউ জানতে পারলে তাকে নবীজি (স.) বিশেষ দোয়া পড়তে বলেছেন।

    লাইলাতুল কদরে যে দোয়া পড়বেন

    চ্যানেল 24 ডেস্ক

    প্রকাশিত : ১৭:১৬, ২৩ এপ্রিল ২০২২

    ফাইল ছবি

    মর্যাদার রাত লাইলাতুল কদর। যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন কোরআনুল কারিম। এ রাতের উপস্থিতি কেউ জানতে পারলে তাকে নবীজি (স.) বিশেষ দোয়া পড়তে বলেছেন।

    আরবি:

    اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي

    উচ্চারণ:

    ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।’

    অর্থ:

    ‘হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন।’

    উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (স.)-এর কাছে জানতে চেয়েছেন, ‘কোন রাতটি লাইলাতুল কদর, তা যদি আমি জানতে পারি, তখন কোন দোয়া পড়বো?’ তখন রাসুলুল্লাহ (স.) তাঁকে উপরোক্ত দোয়াটি পড়তে বলেন। (তিরমিজি: ৩৫১৩)

    Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

    আরও পড়ুন: উপুড় হয়ে ঘুমানো নিয়ে যা বলে ইসলাম

    সুতরাং মুমিন মুসলমানের উচিত, রমজানের শেষ দশকের প্রতিটি রাতে বেশি বেশি এ দোয়া পড়ার।

    শবে কদরে আরও যে আমল করা যেতে পারে

    শবে কদরের অন্যতম ইবাদত হলো দুই ব্যক্তির বিরোধ বা কোনও পরিবারের পারস্পরিক ঝগড়াবিবাদ মিটিয়ে দেওয়া। উবাদা ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত যে, রাসুল (সা.) ‘লাইলাতুল কদর’ এর ব্যাপারে খবর দিতে বের হলেন। এ সময় দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন নবী কারিম (সা.) বললেন, ‘আমি আপনাদের ‘লাইলাতুল কদর’ এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম। কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা (সেই জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি, উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। আপনারা সপ্তম (২৭ তম), নবম (২৯ তম) এবং পঞ্চম (২৫ তম) তারিখে এর সন্ধান করুন।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৯)

    এসএস

    সূত্র : www.channel24bd.tv

    শবেকদরে যে দোয়া পড়বেন

    পবিত্র রমজান মাসের পুরো সময় বরকতপূর্ণ। আর রমজানের শেষ ১০ দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ। এরমধ্যে লাইলাতুল কদর বা কদরের রাত সবচেয়ে মর্যাদাপূর্ণ। কোরআন ও...

    ইসলাম ও মুসলিম বিশ্ব

    শবেকদরে যে দোয়া পড়বেন

    প্রকাশ: ০৯ মে, ২০২১ ১৪:১৮

    শবেকদরে যে দোয়া পড়বেন

    অনলাইন ডেস্ক

    পবিত্র রমজান মাসের পুরো সময় বরকতপূর্ণ। আর রমজানের শেষ ১০ দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ। এরমধ্যে লাইলাতুল কদর বা কদরের রাত সবচেয়ে মর্যাদাপূর্ণ। কোরআন ও হাদিসে কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মানবজাতির সম্মানে এ রাতে আকাশের ফেরেশতারা ভূপৃষ্ঠে নেমে আসেন। তাই রাসুল (সা.) সবাইকে রমজানের শেষ ১০ দিনে তা অনুসন্ধান করতে বলেছেন।

    কোরআন অবতীর্ণের রাত : আল্লাহ তাআলা এ রাতে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এ রাতে পবিত্র কোরআন লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতরণ হয়। আল্লাহ ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতার রুহ [জিবরাইল (আ.)] অবতীর্ণ হন, প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।’ (সুরা : কদর, আয়াত : ১-৫)হাজার মাসের চেয়ে উত্তম যে রাত : লাইলাতুল কদর একটি মর্যাদাপূর্ণ রাত। মহান আল্লাহ এ রাতে মুসলিম উম্মাহর জন্য অগাধ কল্যাণ রেখেছেন। এ রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা বলেন, আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। (সুরা : কদর, আয়াত : ৩)

    আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় নামাজ পড়ে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস নং : ২০১৪)

    আয়েশা (রা.) বলেছেন, ‘রমজানের শেষ দশ দিন শুরু হলে রাসুল (সা.) লাইলাতুল কদর পাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতেন। রাত জাগতেন এবং নিজের পরিবার-পরিজনকেও জাগাতেন।’ (বুখারি, হাদিস নং : ২০২৪)

    কদরের রাতে পঠিত দোয়া : মহান আল্লাহর কাছে কদরের রাতে দোয়া করা জরুরি। হাদিসে রাসুল (সা.) ওই রাতের পঠিত দোয়া শিখিয়ে দেন। লাইলাতুল কদরের আমল সম্পর্কে আয়েশা (রা.) বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বললাম, হে আল্লাহর রাসুল! আমি যদি লাইলাতুল কদর পেয়ে থাকি তাহলে সে রাতে কী দোয়া করব? জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাঅফু আন্নি।’ অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করা পছন্দ করেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন। (তিরমিজি, হাদিস ৩৫১৩)

    উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুউ-উন, তুহিব্বুল আফওয়া, ফা‘ফু আন্নি।

    অর্থ : হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।

    উপকার : আয়েশা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! আমি যদি কদরের রাত পেয়ে যাই, তবে কী দোয়া পড়ব? তিনি তাঁকে এই দোয়া শিক্ষা দেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫০)

    ইসলাম ও মুসলিম বিশ্ব

    রমজানে এতিমদের জন্য ১০ লাখ ডলারের প্রকল্প

    প্রকাশ: সোমবার, ০৬ মার্চ, ২০২৩ ১৭:১৩

    রমজানে এতিমদের জন্য ১০ লাখ ডলারের প্রকল্প

    ইসলামী জীবন ডেস্ক

    পবিত্র রমজান মাসে অসহায় এতিম পরিবারের জন্য ৪০ লাখ সৌদি রিয়াল (১০ লাখ মার্কিন ডলার) খাদ্য সহায়তা দেওয়ার প্রকল্প শুরু করেছে সৌদি আরবভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইনসান। ‘পবিত্র রমজানে এতিমকে আহার দিন’ প্রতিপাদ্যের এই প্রকল্পে অন্তত ১০ হাজার এতিম পরিবারের খাদ্য সহায়তা দেওয়া হবে।

    সেবা গ্রহণকারীর মর্যাদার প্রতি লক্ষ্য রেখে সরাসরি খাদ্য দেওয়ার বদলে এর মূল্য পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এর মাধ্যমে রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন এমন জিনিস কেনারও সুযোগ পাবে পরিবারগুলো। এক্ষেত্রে কেউ চাইলেই ইনসানের এই দাতব্য প্রকল্পে সহযোগিতা করতে পারবে। ইনসানের দাতব্য প্রকল্পের আওতায় এতিমদের খাদ্য সহযোগিতা ছাড়াও জাকাতের অর্থ, ঈদ উপহার ও শীতের পোশাক কার্যক্রম রয়েছে।

    ইনসান চ্যারিটি কমিটি ফর অরফ্যানস কেয়ার সৌদি আরবের রিয়াদভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান। এতিম ও অসহায় ব্যক্তিদের সহযোগিতার জন্য ১৯৯৯ সালে রিয়াদের তৎকালীন গভর্নর ও বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় তা প্রতিষ্ঠা লাভ করে।

    সূত্র : আরব নিউজ

    টপিক

    রমজান প্রকল্প সৌদি আরব

    ইসলাম ও মুসলিম বিশ্ব

    আমিরাতে তিন ধর্মের প্রার্থনাগৃহ উদ্বোধন

    প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৩০

    আমিরাতে তিন ধর্মের প্রার্থনাগৃহ উদ্বোধন

    আন্তঃধর্মীয় সম্প্রীতির গড়ার লক্ষ্যে নির্মিত আমিরাতের ‘আবরাহামিক ফ্যামিলি হাউস’ উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আবুধাবিতে তা উদ্বোধন করা হয় বলে জানা যায়। আমিরাতের উপপ্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আলে নাহিয়ান এবং সম্প্রীতি ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আলে নাহিয়ান এই কমপ্লেক্স উদ্বোধন করেন।

    আনুষ্ঠানিকভাবে আগামী ১ মার্চ থেকে মসজিদ, গির্জা ও সিনাগগ নিয়ে তৈরি এই কমপ্লেক্সটি সবার জন্য উন্মুক্ত হবে। এই কমপ্লেক্সে যে কেউ বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে বুকিং দিয়ে তা জানিয়ে রাখতে হবে।

    আমিরাতের বার্তা সংস্থা সূত্রে জানা যায়,সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির স্মরক হিসেবে এই স্থাপনা নতুন দিগন্ত উম্মোচন করবে। তিন ধর্মের মানুষ এখানে সমবেত হয়ে নিজ নিজ বিশ্বাসের চর্চা করবে এবং জ্ঞানের ভাব বিনিময় করবে।

    এক টুইট বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, ‘সব সম্প্রদায়ের মধ্যে পারষ্পরিক সমঝোতা, সম্প্রীতি ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যপানে আমিরাত এগিয়ে চলছে। শান্তি ও মানবিক ভ্রাতৃত্বের জন্য আবরাহামিক ফ্যামিলি হাউস সাংস্কৃতিক সংলাপের সুউচ্চ প্রাসাদ হিসেবে কাজ করবে।’

    সূত্র : www.kalerkantho.com

    শবেকদরে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

    রমজানের ২৭তম রাত সাধারণভাবে লাইলাতুল কদর বা কদরের রাত হিসেবে পরিচিত। লাইলাতুল কদর অর্থ সম্মানের রাত। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি কাটিয়ে থাকেন। শবেবরাত বা শবেকদরে অনেকে এ রাতের আমল নিয়ে সন্দিহান থাকেন।

    শবেকদরে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

    যুগান্তর ডেস্ক

    ০১ জুন ২০১৯, ০৬:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

    103 Shares

    ShareShareShareTweetSharePrint

    ছবি: সংগৃহীত

    রমজানের ২৭তম রাত সাধারণভাবে লাইলাতুল কদর বা কদরের রাত হিসেবে পরিচিত। লাইলাতুল কদর অর্থ সম্মানের রাত। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি কাটিয়ে থাকেন। শবেবরাত বা শবেকদরে অনেকে এ রাতের আমল নিয়ে সন্দিহান থাকেন।

    বাজারে প্রচলিত মানহীন বিভিন্ন বইয়ে শবেকদরের আমল নামে অনেক আমল প্রচলিত রয়েছে। এসব বইয়ে বিভিন্ন নামাজ বা আমলের কথা লেখা রয়েছে। জানার কথা হল শবেকদরের নির্ধারিত কোনো আমল বা নামাজ কোরআন-হাদিসে বর্ণিত নেই। অর্থাৎ এ পদ্ধতিতে এত রাকাত নামাজ আদায় করতে হবে, এমন আমল করতে হবে নির্দিষ্টভাবে এমন কোনো আমলের কথা উল্লেখ নেই।

    এ রাতের মূল আমল হল নিজের গুনাহখাতা আল্লাহ থেকে মাফ করিয়ে নেয়া। হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন যদি আমি জানতে পারি যে, শবেকদর কোন রাতে হবে, তাতে আমি কী বলব? রাসুল (সা.) বললেন- তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ (অর্থ) হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। অতএব, আমাকে ক্ষমা করো। (তিরমিজি)।

    দুনিয়াবি ব্যস্ততা ও গুনাহের কাজ থেকে বিরত থেকে এ সময়ে বেশি বেশি ইবাদত ও দোয়ায় মগ্ন থাকতে হবে।

    কদরের তালাশে সঠিকভাবে ইবাদত-বন্দেগীতে মনোনিবেশ করাটাই মূল বিষয়। এ রাতে বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরী কাজা নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সাদকা, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, তাওবা-ইসতেগফার, দুয়া-দুরূদসহ ইত্যাদি নফল আমলের প্রতি মনযোগী হওয়া একান্ত জরুরি।

    103 Shares Share

    যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

    ঘটনাপ্রবাহ : রমজান ২০১৯

    ০৪ মে, ২০২০

    প্রতিজ্ঞা হোক ইনসাফপূর্ণ সমাজ গড়ার

    আরও খবর

    শবেবরাতে কী করা যাবে ও যাবে না

    ওয়েলকাম টিউনে কুরআনের আয়াত বা আজান ব্যবহার করা যাবে?

    মুমিনের পরিচয়

    এক মলাটে পাঁচ মুহাদ্দিসের জীবনী

    কুরআনের প্রভাব ও শাহ ওলিউল্লাহ দেহলবির চিন্তাধারা

    শবেবরাত কবে, জানা যাবে মঙ্গলবার

    শবেবরাতে কী করা যাবে ও যাবে না

    ওয়েলকাম টিউনে কুরআনের আয়াত বা আজান ব্যবহার করা যাবে?

    মুমিনের পরিচয়

    এক মলাটে পাঁচ মুহাদ্দিসের জীবনী

    সূত্র : www.jugantor.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 22 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন