if you want to remove an article from website contact us from top.

    ইউরোপের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে ইউরোপের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় পান।

    ReadBD

    বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ক) যুক্তরাজ্য খ) পূর্ব জার্মানী গ) স্পেন ঘ) গ্রীস উত্তর: খ) পূর্ব জার্মানী

    Messi vs Ronaldo, all goals, assists, trophies complete stats in single place

    প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

    ক. যুক্তরাজ্য খ. পূর্ব জার্মানী গ. স্পেন ঘ. গ্রীস উত্তরঃ খ

    সূত্র : www.readbd.com

    কোন দেশ কবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে

    স্বাধীনতা অর্জনকারী প্রতিটি দেশের প্রয়োজন হয় আন্তর্জাতিক স্বীকৃতি। বিজয় অর্জনের পর বাংলাদেশের প্রয়োজন ছিল বিভিন্ন স্বাধীন দেশের স্বীকৃতি।

    কোন দেশ কবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে

    March 26, 2021 | 9:05 pm

    268 Shares রাজনীন ফারজানা

    যুদ্ধ কিংবা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী প্রতিটি দেশের প্রয়োজন হয় আন্তর্জাতিক স্বীকৃতি। এভাবেই নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করার পর বাংলাদেশের প্রয়োজন ছিল বিভিন্ন স্বাধীন দেশ ও সংগঠনের স্বীকৃতি। একদিকে যেমন চলে রণাঙ্গনের যুদ্ধ অন্যদিকে তেমনি চলছিল স্বাধীনতা যুদ্ধ ও সদ্য স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি আদায়ে কূটনৈতিক যোগাযোগ।

    বিজ্ঞাপন

    বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ভুটান। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিসংগ্রামের ইতিহাসে এক মাইলফলক। এদিন সকালে ভুটানের তৎকালীন রাজা জিগমে দর্জি ওয়াংচুক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি জানিয়ে তারবার্তা দেন। সেখানে রাজা জিগমে দর্জি ওয়াংচুক  বলেন, বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের জনগণের মহান এবং বীরত্বপূর্ণ সংগ্রাম অদূর ভবিষ্যতে সাফল্য লাভ করবে। ভুটানের জনগণ এবং তার প্রত্যাশা, সৃষ্টিকর্তা বর্তমান বিপদ থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করবেন, যেন তিনি দেশের পুনর্গঠন এবং উন্নয়নের মহান কর্তব্যে দেশ ও দেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন।

    এরপরই স্বীকৃতি দেয় বাংলাদেশের আদি ও অকৃত্রিম বন্ধু ভারত। মুক্তিযুদ্ধের সময় কোটি বাঙালিকে আশ্রয় দেওয়া, অস্ত্র ও সর্বত সহযোগিতা দানের পাশাপাশি তারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

    বিজ্ঞাপন

    ভারতের স্থানীয় সময় বেলা ১১টায় ‘অল ইন্ডিয়া রেডিও’ তে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা আসে। ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব উত্থাপন করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ বিদ্রোহ এবং সেই সংগ্রামের সাফল্য এটা ক্রমান্বয়ে স্পষ্ট করে তুলেছে যে তথাকথিত মাতৃরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মানুষকে স্বীয় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সম্পূর্ণ অসমর্থ। ইন্দিরা গান্ধী বলেন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশাল বাধার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এক নতুন অধ্যায় রচনা করেছে। সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার বক্তব্য শেষ না হতেই ভারতের সংসদ সদস্যরা হর্ষধ্বনি আর ‘জয় বাংলাদেশ’ ধ্বনিতে মুখর করে তোলেন।

    ভারতের স্বীকৃতি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে। এ স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধের পরিচিতি থেকে মুক্তি দেয়। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এ স্বীকৃতির ফলে মুক্তিযুদ্ধের গতি আরও বেগবান হয়। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান।

    বিজ্ঞাপন

    ১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের আগে ২৬ মার্চ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর তারই প্রেক্ষিতে ভুটান আর ভারতের এই স্বীকৃতি। এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে।

    এরপর অবশ্য আর ১৯৭১ সালে কারও স্বীকৃতি পাওয়া যায়নি। পরে ধীরে ধীরে চার বছর ধরে প্রায় ১৫০ দেশ বাংলাদেশকে দেয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। ১৯৭২ সালে পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে ব্রিটেন থেকে ভারত হয়ে বাংলাদেশে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরই তিনি হাত দেন সদ্য স্বাধীন দেশ পরিচালনায়। ব্যাপক কূটনৈতিক যোগাযোগের ফলে একে একে বিশ্বের নানা প্রান্ত থেকে স্বীকৃতি আসতে থাকে স্বাধীন বাংলাদেশের।

    বিজ্ঞাপন

    ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় যেসব দেশস্বাধীনতা অর্জনের দ্বিতীয় বছরে এশিয়ার বাইরে থেকে স্বীকৃতি আসতে থাকে। এবছর ৮৭ দেশ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি জানায়।জানুয়ারি ১৯৭২

    এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি। ১১ জানুয়ারি আরও জানায় মঙ্গোলিয়া। ১২ জানুয়ারি পোল্যান্ড ও বুলগেরিয়া। ১৩ জানুয়ারি মিয়ানমার। ১৬ জানুয়ারি নেপাল। ২০ জানুয়ারি বার্বাডোস।  ২২ জানুয়ারি  যুগোশ্লাভিয়া (সার্বিয়া)। ২৪ জানুয়ারি টোঙ্গা ও চেকোস্লোভাকিয়া (চেকপ্রজাতন্ত্র) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। রাশিয়াসহ বাকি সোভিয়েত ব্লকও ২৪ জানুয়ারি তারিখেই স্বীকৃতি দেয়। একে একে ২৪ জানুয়ারি স্বীকৃতি দেয়। এরপর ২৬ জানুয়ারি সাইপ্রাস, ৩১ জানুয়ারি হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড।

    বিজ্ঞাপন

    ফেব্রুয়ারি ১৯৭২

    ১ ফেব্রুয়ারি স্বীকৃতি দেয় সেনেগাল। প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি। একই দিন স্বীকৃতি দেয় পশ্চিম জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড। এইদিন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি অস্ট্রিয়া ও পশ্চিম সামোয়া (সামোয়া), ৯ ফেব্রুয়ারি কিউবা, ১০ ফেব্রুয়ারি জাপান, ১১ ফেব্রুয়ারি লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আয়ারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরদিন ১২ ফেব্রুয়ারি স্বীকৃতি দেয় ইতালি, ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা, ১৬ ফেব্রুয়ারি দেয় সিঙ্গাপুর, ২০ ফেব্রুয়ারি দেয় মরিশাস, ২৪ ফেব্রুয়ারি ফিলিপাইন। মুসলিম দেশের মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপর ২৯ ফেব্রুয়ারি স্বীকৃতি জানায় মালাওয়ি (মালাবি)।

    মার্চ ১৯৭২২ মার্চ গাম্বিয়া, ৪ মার্চ শ্রীলঙ্কা, সোয়াজিল্যান্ড ১০ মার্চ, গ্রিস ১১ মার্চ, সুইজারল্যান্ড ১৩ মার্চ, লোসোনা ২১ মার্চ, বতসোয়ানা ২৩ মার্চ, জ্যামাইকা ২৫ মার্চ, তাইওয়ান ২৮ মার্চ স্বীকৃতি দেয়।এপ্রিল ১৯৭২

    বাংলাদেশকে ৪ এপ্রিল স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।  এরপর গ্যাবন ৬ এপ্রিল, মালাগাছি (মাদাগাস্কার) ১৪ এপ্রিল,  সিয়েরা লিওন ২১ এপ্রিল, লাওস ২৫ এপ্রিল, লাইবেরিয়া  ২৬ এপ্রিল বাংলাদেশকে স্বীকৃতি জানায়।

    মে ১৯৭২

    ২ মে কোস্টারিকা, ভেনেজুয়েলা, কলম্বিয়া স্বীকৃতি জানায়। এরপর মেক্সিকো ১১ মে, স্পেন ও দক্ষিণ কোরিয়া ১২ মে, ব্রাজিল ১৫ মে, আর্জেন্টিনা ২৫ মে, হাইতি ২৬ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

    জুন ১৯৭২

    ১ জুন চিলি স্বীকৃতি জানায়। এরপর ইকুয়েডর ৬ জুন, জাম্বিয়া ২১ জুন, রুমানিয়া ২৮ জুন বাংলাদেশকে স্বীকার করে নেয়।

    জুলাই ১৯৭২

    প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর তানজানিয়া ১২ জুলাই, মাল্টা ও ডোমিনিকান রিপাবলিক ১৯ জুলাই, গুয়াতেমালা ২২ জুলাই, ইয়েমেন ৩১ জুলাই স্বীকৃতি জানায়।

    সূত্র : sarabangla.net

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী

    সঠিক উত্তর : পূর্ব জার্মানি অপশন ১ : পূর্ব জার্মানি অপশন ২ : রাশিয়া অপশন ৩ : পোল্যান্ড অপশন ৪ : যুক্তরাজ্য বর্ণনা :বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মানি। দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি, পোল্যান্ড ১২ জানুয়ারি ১৯৭২, রাশিয়া ২৪ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

    Created: 4 years ago | Updated: 1 month ago

    পূর্ব জার্মানি রাশিয়া পোল্যান্ড যুক্তরাজ্য

    পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তর | একটি বাড়ি একটি খামার | মাঠ সহকারী | ২৬.০১.২০১৮ | সেট-ঘ সাধারণ জ্ঞান বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    ব্যাখ্যা 1 822 best ans

    বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মানি। দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি, পোল্যান্ড ১২ জানুয়ারি ১৯৭২, রাশিয়া ২৪ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

    4 years ago 1 Anonymous User

    বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    স্বীকৃতি দেশের নাম ও সময়

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ... ভারত (৬ ডিসেম্বর, ১৯৭১)

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভুটান (৬ ডিসেম্বর, ১৯৭১)

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই, ১৯৭২)

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম মালয়েশিয়া (২৫ ফেব্রুয়ারি, ১৯৭২)

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২)

    দক্ষিণ আমেরিকার প্রথম স্বীকৃতি দেয় ভেনিজুয়েলা (২ মে, ১৯৭২)

    উত্তর আমেরিকান দেশসমূহের মধ্যে প্রথম বার্বাডোস (২০ জানুয়ারি, ১৯৭২)

    বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ টোঙ্গা (২৫ জানুয়ারি, ১৯৭২)

    স্বাধীন বাংলাদেশকে রাশিয়া স্বীকৃতি দান করে ২৪ জানুয়ারি, ১৯৭২

    স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে কবে ৪ এপ্রিল, ১৯৭২

    স্বাধীন বাংলাদেশকে চীন স্বীকৃতি দান করে ৩১ আগস্ট, ১৯৭৫

    পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪

    সমাজতান্ত্রিক দেশ হিসাবে প্রথম স্বীকৃতি দেয় পোল্যান্ড (১২ জানুয়ারি, ১৯৭২)

    CONTENT ADDED || UPDATED BY

    Tamanna

    Related Question

    View More 1.

    আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

    Created: 5 years ago | Updated: 1 month ago

    ইরাক আলজেরিয়া সৌদি আরব জর্ডান

    বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990) সাধারণ জ্ঞান s বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    ব্যাখ্যা 3 200 2.

    বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?

    Created: 5 years ago | Updated: 3 weeks ago

    ভুটান ইরাক ভারত শ্রীলঙ্কা

    পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক-১১.০৯.২০০৯ সাধারণ জ্ঞান s বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    ব্যাখ্যা 1 415 3.

    বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

    Created: 5 years ago | Updated: 2 years ago

    রাশিয়া ভারত ভূটান জাপান

    পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২৭.০৬.২০১৬ সাধারণ জ্ঞান s বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    ব্যাখ্যা 0 80 4.

    বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -----

    Created: 5 years ago | Updated: 2 months ago

    ভারত রাশিয়া ভুটান নেপাল

    বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995) সাধারণ জ্ঞান s বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    ব্যাখ্যা 1 288 5.

    কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

    Created: 5 years ago | Updated: 2 years ago

    ইরাক মিশর কুয়েত জর্ডান

    বিসিএস প্রিলিমিনারি + রিটেন টেস্ট ২২ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-02-2001) সাধারণ জ্ঞান s বাংলাকে স্বীকৃতি দানকারী বিভিন্ন দেশ

    ব্যাখ্যা 0 282

    সূত্র : www.sattacademy.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 16 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন