ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৩
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে ইফতার ও সেহরীর সময়সূচী ২০২৩ পান।
জেলা ভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩
জেলা ভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩, এ আছে রমজান এর আজকের সেহরির শেষ সময় ও আজকের ইফতারের শেষ সময়
সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩
আজ ০৮ মার্চ, ২০২৩; বুধবার । আজকের সেহরি ও ইফতারের সময়সূচী দেখে নিন নিচের টেবিল থেকে । এটি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এর প্রকাশ করা সময়সূচী অনুসারে । এটি ঢাকা কেন্দ্রিক অর্থাৎ ঢাকা ও ঢাকার আশেপাশেরর এলাকার জন্য । আপনি ঢাকার বাইরে হলে উপর থেকে আপনার জেলা নির্বাচন করুন ।
২০২৩ সালের রমজান মাস এখন ও শুরু হয়নি । তাই আজকের ও আগামীকাল এর রোজার সময়সুচি ও নামাজের সময়সুচি নামাজের ক্যালেন্ডার অনুসারে দেয়া হলো ।
আজ ০৮ মার্চ, বুধবার সময়
সেহরীর সতর্কতামূলক শেষ সময় ৪:৫৫ am
ফজরের ওয়াক্ত শুরু ৫:০১ am
মাগরীব ও ইফতারের সময় ৬:০৮ pm
আগামীকাল ০৯ মার্চ, বৃহস্পতিবার সময়
সেহরীর সতর্কতামূলক শেষ সময় ৪:৫৪ am
ফজরের ওয়াক্ত শুরু ৫:০০ am
মাগরীব ও ইফতারের সময় ৬:০৮ pm
নামায ও রোযার স্থায়ী সময়সূচী মোতাবেক আজকের অন্যান্য নামাজ এর সময়সূচী
আজ ০৮ মার্চ, বুধবার সময়
সুর্যোদয় ৬:১৪ am
যোহরের ওয়াক্ত শুরু ১২:১৩ pm
আছরের ওয়াক্ত শুরু ৪:২৫ pm
এশা এর ওয়াক্ত শুরু ৭:২১ pm
ঢাকা জেলার ১৪৪৪ হিজরী বা ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার
ইসলামিক ফাউন্ডেশন গত ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ এ ২০২৩ ( ১৪৪৪ হিজরী ) সালের রোজার ক্যালেন্ডার প্রকাশ করেছে । আমরা সেই মোতাবেক প্রতি জেলার ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার আপডেট করেছি কিভাবে.কম এ ।
চাঁদ দেখার উপর রোজা নির্ভর করছে। সম্ভাব্য ২৩ এর রমজান ক্যালেন্ডার দেয়া হলো
রমজান এপ্রিল/মে বার সাহরীর সতর্কতামূলক
শেষ সময় ফজরের ওয়াক্ত
শুরু ইফতারের সময়
রহমতের ১০ দিন kivabe.com/ramadan/
০১ ২৪ মার্চ শুক্র ৪:৩৯ am ৪:৪৫ am ৬:১৪ pm
০২ ২৫ মার্চ শনি ৪:৩৮ am ৪:৪৪ am ৬:১৫ pm
০৩ ২৬ মার্চ রবি ৪:৩৬ am ৪:৪২ am ৬:১৫ pm
০৪ ২৭ মার্চ সোম ৪:৩৫ am ৪:৪১ am ৬:১৬ pm
০৫ ২৮ মার্চ মঙ্গল ৪:৩৪ am ৪:৪০ am ৬:১৬ pm
০৬ ২৯ মার্চ বুধ ৪:৩৩ am ৪:৩৯ am ৬:১৭ pm
০৭ ৩০ মার্চ বৃহস্পতি ৪:৩১ am ৪:৩৭ am ৬:১৭ pm
০৮ ৩১ মার্চ শুক্র ৪:৩০ am ৪:৩৬ am ৬:১৮ pm
০৯ ০১ এপ্রিল শনি ৪:২৯ am ৪:৩৫ am ৬:১৮ pm
১০ ০২ এপ্রিল রবি ৪:২৮ am ৪:৩৪ am ৬:১৯ pm
মাগফিরাতের ১০ দিন
বাকি দিন গুলো ২০ তারিখের পর দেয়া হবে...
উপরের সেহেরির সময় সূচি ও ইফতারের সময়সূচি -র তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এর প্রকাশ করা সময়সূচী থেকে। চাইলে সেটিও দেখে নিতে পারেন এই লিংক থেকে ।
আর ২৮.০৬.১৯৯৩ খ্রি. তারিখে প্রনীত ইসলামিক ফাউন্ডেশনের নামাজের সময়সূচি নির্ধারণ কমিটি কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ করা ১৪৪৩ হিজরী ( ২০২২ খ্রি. ) সাহরী ও ইফতার এর ক্ষেত্রে ঢাকার সময়ের সাথে জেলার সেহেরি এবং ইফতারের সময়সূচির সময়ের পার্থক্য উপরের টেবিলে অটো যোগ হয়ে গেছে ।
2023 সালের রোজার সময়সূচি
আমরা প্রতিবারের মতো এবারের 2023 সালের রোজার সময়সূচি কে ও তিন ভাগে ভাগ করেছি যা উপরের রোজার সময়সূচি তে দেখতে পাচ্ছেন । হাদিস শরিফ এ এসেছে, রমজান মাসের প্রথম ১০ দিন হল রহমত এর দশ দিন, মাঝের ১০ দিন হল মাগফিরাত এর দশ দিন এবং শেষের ১০ দিন হল নাজাত এর দশ দিন ।
রমজান মাসের সময় সুচীর পাশাপাশি আমরা পাচ ওয়াক্ত নামাজের সময় সুচি নিয়েও কাজ করেছি। আর সেই সময়সূচি ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নামাজের সময়সূচি এর সাথে মিল রেখে অর্থাৎ সেটি থেকেই প্রতি জেলার জন্য আলাদা আলাদা নামাজের ক্যলেন্ডার তৈরি করেছি । দেখে নিন পাচ ওয়াক্ত নামাজের সময়সূচি
২০২৩ সালের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
পবিত্র রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। চলতি বছর (১৪৪৪ হিজরি) রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন আগামী ২৪ মার্চ। যদিও তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে এ উপ...
ধর্ম
৪ টা ১৯ মিনিট, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
২০২৩ সালের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
পবিত্র রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। চলতি বছর (১৪৪৪ হিজরি) রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন আগামী ২৪ মার্চ। যদিও তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে এ উপলক্ষে সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মসজিদের প্রতীকী ছবি ধর্ম ডেস্ক ১ মিনিটে পড়ুন
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: কোন দেশে কত ঘণ্টা রোজা
এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। সম্ভাব্য ২৪ মার্চকেই প্রথম রমজান ধরে এ সূচি ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী, প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট এবং ইফতারির সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ সূচিতে সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ছোটদের রোজা পালনে উৎসাহ এবং প্রস্তুতি
তবে প্রকাশিত সময়সূচির সঙ্গে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে অন্যান্য জেলার সেহরি ও ইফতারের সময় নির্ধারণের সংক্ষিপ্ত নির্দেশনাও যুক্ত করে দেয়া হয়েছে।
সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।
Sehri Iftar Time 2023 : সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
শাওয়ালের শেষে চাঁদ দেখা সাপেক্ষে এবার (১৪৪৪ হিজরি) পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৩ বা ২৪ মার্চ। তবে ২৪...
Sehri Iftar Time 2023 : সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
ধর্ম ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২ এএম
211 Shares
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে মহাপরিচালক সাক্ষরিত এই সময়সূচি প্রকাশ করা হয়।
ADVERTISEMENT
সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৩৯ মিনিট এবং ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১লা রমজান চাঁদ দেখার্ উপর নির্ভরশীল। সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট পূবে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
ADVERTISEMENT
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Dhaka Ramadan Timings 2023
প্রসঙ্গত, রোজা পালনে সাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোজার নিয়তও জরুরি। তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত।
বস্তুত মনের ইচ্ছাই হলো- নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। (সূত্র : আল-বাহরুর রায়েক : ২/৪৫২; আল-জাওহারুতুন নাইয়্যিরাহ : ১/১৭৬; রাদ্দুল মুহতার : ৩/৩৩৯, ৩৪১; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৫)
বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ— যেটা মানুষ মুখে পড়ে থাকেন। তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি। তবে কেউ চাইলে পড়তে পারেন। (তবে জেনে রাখা উচিত যে, নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ।)
রোজার আরবি নিয়তنَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।রোজার নিয়তের অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।ইফতারের দোয়া আরবি উচ্চারণ :بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।ইফতারের দোয়ার বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)এনটি রোজা রমজান রমজান পরামর্শ ইবাদত আমল সওয়াব নামাজের সময়সূচি সেহরি ইফতার
সেহরি ও ইফতারের রেসিপি
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?