if you want to remove an article from website contact us from top.

    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পান।

    ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: উচ্চ শিক্ষা, ক্যারিয়ার, দায়িত্ব

    বর্তমানে আমাদের দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বেড়েই চলেছে যার প্রেক্ষিতে এই লেখাটিতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করা হবে।

    ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: উচ্চ শিক্ষা, ক্যারিয়ার, দায়িত্ব

    Share Facebook Twitter Pinterest WhatsApp

    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার – বর্তমানে আমাদের দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। কলেজ ভার্সিটি থেকে উচ্চ শিক্ষা নিয়ে অনেকেই বেকার বসে আছেন। গতানুগতিক পড়াশুনার বাইরে যারা চান গ্রাজুয়েশনের পর দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে তাদের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই আকর্ষনীয় একটি প্লাটফর্ম। আমাদের মত শিল্পায়ননির্ভর দেশে কারিগরি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। S.S.C পরীক্ষার পর পরই বিভিন্ন সরকারি এবং বেসরকারি পলিটেকনিকে ডিপ্লোমাতে ভর্তির সুযোগ রয়েছে।

    একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কর্মক্ষেত্রে কি কি কাজ করেন?

    ইলেকট্রিক্যাল  ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং এর এমন একটি ক্ষেত্র যেখানে সাধারণত ইলেক্ট্রিসিটি, ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রম্যাগনেটিজমের বিদ্যা এবং প্রয়োগ নিয়ে দক্ষতা অর্জন করা হয়।

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং কন্ট্রোল সিস্টেমের নকশা, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ করেন। তারা শুধুমাত্র মানের উপরেই ফোকাস করেন না, পণ্য এবং সিস্টেম টেকসই কিনা তাও নিশ্চিত করেন।

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অফিস, ল্যাবস, এমনকি শিল্পকারখানাগুলোতে বৈদ্যুতিক পাওয়ার সিস্টেম থেকে শুরু করে সিগন্যাল প্রসেসিং, কম্যুনিকেশন সিস্টেমে  কাজ করতে পারেন।

    প্রকৃতপক্ষে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজন মাল্টিটাস্কার – ক্রমাগত  ডিটেইল মডেল তৈরি করা, তাদের বাস্তবায়ন, পরীক্ষা করা এবং এমনকি সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে হয় তাদের। সুতরাং যদি আপনার টেকনিক্যাল বিশদের ক্ষেত্রে আগ্রহ থাকে এবং কাজ করতে আপনি পছন্দ করেন তবে  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনি উপযুক্ত।

    ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

    ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

    ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র

    বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন-  PDB, DESCO, BWBD, পল্লী বিদ্যুৎ,  শক্তি উৎপাদন কেন্দ্র, বিভিন্ন সরকারি মিল এবং ফ্যাক্টরি, Operation and Circuit Oriented কোম্পাণীগুলোতে।

    অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে সৌরবিদ্যুৎ কোম্পানি, হাউজিং কোম্পানি, Circuit-Oriented কোম্পানি, প্রাইভেট  পাওয়ার প্রোডাকশন কোম্পানি, ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক সামগ্রীর প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে।

    ইন্সট্রাকটর হিসেবে সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজগুলোতে।

    শিল্প প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ উপকেন্দ্রে।

    মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে।

    দেশের বাইরে সুপারভাইজার অথবা হেড ইলেক্ট্রিশিয়ান হিসেবেও কাজের সুযোগ আছে।

    কেমন হতে পারে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের আয়

    ডিপ্লোমা শেষে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ২য় শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে তিতাস, ডেসকোর মত সরকারি প্রতিষ্ঠানগুলোতে যোগ দিলে তার আয় হতে পারে ৩০,০০০-৫০,০০০ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এন্ট্রি লেভেলে আয় শুরু হয় ১৫-২০ হাজার টাকা থেকে। তবে বিভিন্ন কোম্পানি ভেদে আয় কম বেশি হয়।

    আর যাদের অভিজ্ঞতা এবং বিশেষ প্রশিক্ষণ আছে সেই সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের আয় বেসরকারি খাতে এবং কন্সালটেন্সিতে বেশ ভালো হয়ে থাকে।

    কোথায় করবেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

    সারা দেশ জুড়ে ৪৯ টি  সরকারি প্রতিষ্ঠানে সুযোগ রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং –এ ডিপ্লোমা করার। তাছাড়া ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট সহ আরও কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার সুযোগ রয়েছে।

    ভর্তির যোগ্যতা

    চার বছর মেয়াদি আট সেমিস্টারের এই কোর্সে এস এস সি পরীক্ষায় জিপিএ এবং এইচএসসি পরীক্ষার পাসকৃত শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে তবে এক্ষেত্রে পলিটেকনিকের ভর্তি নীতিমালা দেখে নিতে হবে। প্রতি বছর নীতিমালা পরিবর্তন আসতে পারে।

    এইচএসসি (বিজ্ঞান) শিক্ষার্থীরা সরাসরি ৩য় সেমিস্টারে ভর্তি হতে পারবে এবং এইচএসসি( ভোকেশনাল) শিক্ষার্থীরা সরাসরি চতুর্থ সেমিস্টারে ভর্তি হতে পারবে তবে এক্ষেত্রে নীতিমালা লক্ষ্য করতে হবে। নীতিমালা পরিবর্তন হলে এরকম নাও হতে পারে।

    উচ্চতর শিক্ষার সুযোগ

    একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার  ডিপ্লোমা কোর্সের পর EEE  টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন। এজন্য DUET (Dhaka University of Engineering & Technology), SUST (সিলেট), JUST(যশোর), RSTU (রাজশাহী) এর মত বেশ কিছু সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ  রয়েছে। এছাড়া AMIE (Associate Member of the Institution of Engineers) ডিগ্রীসহ বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগও তাদের রয়েছে।

    জেনারেল এডুকেশন সিস্টেম ছেড়ে কেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং?

    ভবিষ্যতে গতানুগতিক গ্রাজুয়েশন করতে অনিচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি আকর্ষনীয়। আর্থিকভাবে কম শক্তিশালী কিন্তু ইঞ্জিনিয়ারিং এ পড়তে ইচ্ছুক ছাত্রদের জন্যও একটি সম্ভাবনাময় পথ এবং এই ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে তাদের ক্যারিয়ার উজ্জ্বল সম্ভাবনায় এগিয়ে নিয়ে যেতে পারে।

    সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তিগুলো খেয়াল করলে দেখা যায় যে, ডিপ্লোমা এবং স্নাতক শিক্ষার্থীদের মধ্যে চাকরির বাজারে যোগ্যতার তেমন পার্থক্য নেই।

    যেখানে বিবিএ, অনার্সের শিক্ষার্থীরা ভাল ভার্সিটিতে পড়েও বেকার, সেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক কম কিন্তু সুযোগ অনেক বেশি।

    সূত্র : polytechnicbd.com

    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইলে যা জানা দরকার

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বৈদ্যুতিক যন্ত্রপাতি ও উপকরণ তৈরি করা, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা ও মেরামতের কাজ করেন। জেনে নিন এ পেশার কিছু তথ্য।

    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

    Updated on November 2, 2022 by ক্যারিয়ারকী

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বৈদ্যুতিক যন্ত্রপাতি ও উপকরণ তৈরি করা, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা ও মেরামতের কাজ করেন।

    এক নজরে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

    সাধারণ পদবী: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারবিভাগ: ইঞ্জিনিয়ারিংপ্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানিপেশার ধরন: ফুল-টাইমলেভেল: এন্ট্রি, মিড, টপএন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছরএন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৩০,০০০ – প্রতিষ্ঠানসাপেক্ষএন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২৫ – ৩০ বছরমূল স্কিল: বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ সম্পর্কিত জ্ঞান, গাণিতিক দক্ষতাবিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা

    ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পেশা সম্পর্কিত প্রশ্ন

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় কাজ করেন?

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কী?

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

    কোথায় পড়বেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং?

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় কাজ করেন?

    সরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান, যেমনঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Bangladesh Power Development Board)

    কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ উপকেন্দ্র

    টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান

    প্রতিরক্ষা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কী?

    বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণের নকশা বানানো

    বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ তৈরি করা

    বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণের কার্যকারিতা পরীক্ষা করা

    বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ রক্ষণাবেক্ষণ করা

    ত্রুটিযুক্ত বৈদ্যুতিক যন্ত্র ও উপকরণ মেরামত করা

    প্রতিষ্ঠানভেদেও আপনার দায়িত্ব আলাদা হতে পারে। যেমন, বিদ্যুৎ উৎপাদন বিভাগে চাকরি করলে উচ্চক্ষমতার জেনারেটর নিয়ন্ত্রণ ও উৎপাদন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। আবার টেলিকম কোম্পানিতে থাকে টাওয়ার পরিদর্শনের কাজ।

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

    শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়।বয়সঃ প্রতিষ্ঠানসাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়। সাধারণত আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

    টেকনিক্যাল জ্ঞানের মধ্যে রয়েছেঃ

    পাওয়ার ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত জ্ঞান (বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার ক্ষেত্রে)

    কমিউনিকেশনসের যন্ত্রপাতি সম্পর্কিত জ্ঞান (টেলিকম কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে)

    গাণিতিক দক্ষতা

    নন-টেকনিক্যাল জ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য হলো –

    সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা

    বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে

    অন্যদের সাথে কাজ করার মানসিকতা থাকা

    বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা

    ভারি যন্ত্রপাতি নিয়ে কাজ করার মানসিকতা থাকা

    কোথায় পড়বেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং?

    বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি ডিগ্রি নিতে পারেন। আবার ডিপ্লোমা কোর্সেও পড়াশোনার ব্যবস্থা আছে। এছাড়া বাংলাদেশে বহু সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানকার বিশেষায়িত প্রশিক্ষণ আপনাকে নির্দিষ্ট কিছু কারখানা ও শিল্পাঞ্চলে কাজ পেতে সাহায্য করবে।

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিক আয় কেমন?

    প্রতিষ্ঠানের ধরন সম্ভাব্য বেতন সীমা

    সরকারি বিদ্যুৎ বিভাগ ৳৩২,০০০

    সরকারি মালিকানাধীন কোম্পানি ৳৪০,০০০ – ৳৫০,০০০

    বেসরকারি প্রতিষ্ঠান (যেমন, টেলিকম কোম্পানি) ৳৩৫,০০০ – ৳৪০,০০০

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

    সরকারি প্রতিষ্ঠানে সাধারণত বিদ্যুৎ উৎপাদন, পরিবেশন বা সংরক্ষণ বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে আপনার ক্যারিয়ার শুরু হবে। সর্বোচ্চ পর্যায়ে প্রধান প্রকৌশলী পর্যন্ত হওয়া সম্ভব।

    শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী প্রকৌশলী থেকে ম্যানেজার কিংবা জেনারেল ম্যানেজার, হেড অফ অপারেশনস পর্যন্ত হতে পারেন।

    সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে সরাসরি মেজর পদে নিয়োগ দেয়া হয়, যা থেকে ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল পর্যন্ত পদোন্নতি পাওয়া সম্ভব।

    সূত্র : www.careerki.com

    কিভাবে একজন দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায়?

    ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার; সার্টিফিকেট অর্জন করার মানেই একজন প্রকৌশলী হওয়া নয়, সেই পথে পরিভ্রমণের টিকিট লাভ করা। আর এই পথ পাড়ি দেয়া কঠিন।

    চাকরি প্রস্তুতি (Pro)চাকুরী তথ্য(Pro)সাধারণ (Pro)

    কিভাবে একজন দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায়?

    2 5239 Facebook Twitter Pinterest WhatsApp

    আরমান একটি সরকারি ভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। সে ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত। তার এক মামা বেক্সিমকো ফার্মার খুব অভিজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাই আরমান তার মামার সাথে দেখা করল নিজের ক্যারিয়ার নিয়ে আলোচনা করার জন্য। মামা খুবই ব্যস্ত মানুষ। তবুও ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করলেন ভাগ্নের সাথে ক্যারিয়ার সংক্রান্ত আড্ডা দেয়ার জন্য। আরমান এবং তার মামা একটি চাইনিজ রেস্তোরায় দেখা করল এবং চাইনিজ খেতে খেতে ক্যারিয়ার সংক্রান্ত আড্ডা দিতে লাগল। আজ সেই আড্ডার সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করব।

    মামার কথার মূল মর্ম হল সার্টিফিকেট অর্জন করার মানেই একজন প্রকৌশলী হওয়া নয়, সেই পথে পরিভ্রমণের টিকিট লাভ করা। আর এই পথ পরিভ্রমণ কিন্তু এতটা সহজতর নয়। খুব ধৈর্য, প্রবল মনোবল আর পরিশ্রমী মনোভাব থাকতে হবে। তাই খুব কম লোকই এই পথ পাড়ি দিতে পারে। আর পরিভ্রমণের এই পথকে সুগম করতে হলে একজন ইঞ্জিনিয়ারকে যে কাজগুলো সম্পর্কে ধারণা থাকা আবশ্যক সেগুলো নিচে উল্লেখ করা হলঃ

    হাউজ ওয়্যারিং

    একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুধু PLC, VFD নিয়ে ব্যস্ত কিন্তু হাউজ ওয়্যারিং সম্পর্কে ভাল ধারণা নেই যা অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক একটি ব্যাপার।

    তাই আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সবার আগে হাউজ ওয়্যারিং সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপর অন্যান্য সিস্টেমে যান। হাউজ ওয়্যারিং সিস্টেমটা জানা থাকলে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব না করলেও বিভিন্ন কনসাল্টিং ফার্মের সাথে যুক্ত হয়ে হাউজ ওয়্যারিং, ড্রয়িং করেই অর্থ উপার্জন করতে পারবেন।

    IPS

    আপনার বাসায় একটি IPS নিয়ে এসেছেন । এখন কি 500/ 1000 টাকা দিয়ে একটি মিস্ত্রি এনে IPS setting এর কাজগুলো আপনি করাবেন ?

    অবশ্যই না। আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাকে এই কাজটি জানতে হবে এবং নিজে নিজেই করতে হবে। এতে করে কাজটি নিজের মনের মত করতে পারলেন এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেক সাশ্রয়ী হলেন।

    ধরুন একটি কোম্পানিতে আপনি চাকরি করেন । আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন না কেন আপনার প্রতিষ্ঠানে একটি IPS আছে। হঠাৎ সমস্যা হল ।

    আপনার প্রতিষ্ঠানের কোনো কলিগ অথবা ম্যানেজমেন্ট আপনাকে মেনশন করে বলল ইঞ্জিনিয়ার সাহেব তো আছেই দেখেনতো IPS টির কি হয়েছে ?

    এখন আপনি অফিসে মাঞ্জা মেরে সাদা শার্ট পড়ে গিয়েছেন আর নষ্ট হল আইপিএস। আপনিতো IPS এর কাজ জানেন না কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। অনেক চেষ্টা করেও IPS ঠিক করতে পারলেন না ।

    আপনার সাদা সার্ট টি ইঞ্জিন লুব্রিকেটিং অয়েল লাগলে যেমন কালো হয়ে যায় তেমন কালো হয়ে গেছে। তারপরও কোন কাজ হল না।

    তখন একটি ইলেকট্রিশিয়ান ডাকা হলো। ইলেকট্রিশিয়ান 5 মিনিটের মধ্যে চেক করে দেখলেন IPS Machine ঠিক আছে কিন্তু ব্যাটারি ডিস্টিল ওয়াটার নেই একেবারে শুকিয়ে গেছে যার ফলে ঠিকমতো Power দিচ্ছে না।

    ইলেকট্রিশিয়ান ডিস্টিল ওয়াটার ঢেলে দিলেন এবং কিছু সময় পর চার্জ হওয়ার পরে IPS ওকে।

    অথচ আপনি ব্যাটারি ধারে কাছেও যাননি। শুধু কানেকশন নিয়ে গুতাগুতি করেছেন না বুঝেই। তখন নিজের চুল নিজেই ছিঁড়তে মনে চাইবে অফিসের মধ্যে। পারলে হিরো না পারলে জিরো।

    আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠবে সামান্য একটি কাজের জন্য। তাই অবশ্যই IPS এর কাজ যারা আপনার জন্য অত্যাবশ্যকীয়। তার সাথে সাথে আপনাকে IPS এর Load calculation, Battery capacity, কত ঘন্টা Back up ইত্যাদি অবশ্যই জানতে হবে।

    আইপিএস

    UPS

    আপনার বাসা কিংবা অফিসে হোক যখন আপনি কোন কম্পিউটার বা ডেক্সটপ চালাবেন তখন অবশ্যই আপনাকে এক্সট্রাপাওয়ার ব্যাকআপের জন্য ups ব্যবহার করতে হবে ।

    তাই টুকিটাকি UPS এর কাজ জানা আপনার অনেক দরকার।

    যেমন হঠাৎ পাওয়ার চলে গেল ইউপিএস এর। চেক করে দেখা গেল ফিউজ কাটা। এটা আপনাকে জানতে হবে।

    ব্যাটারি চেঞ্জ করা জানতে হবে ইত্যাদি।

    ইউপিএস

    সিংগেল ফেজ মোটর কানেকশন এবং ট্রাবলশুটিং

    আপনার নিজের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক বা আত্মীয়স্বজনের বাড়ি হোক অথবা অফিসে হোক অনেক সময় একটি সিঙ্গেল ফেজ পানির মোটরে সমস্যা দেখা দিতে পারে। এই কাজটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং করতে হবে।

    ফ্রিজ

    ফ্রিজের কিছু টুকটাক সমস্যা আপনার জানা একান্ত দরকার।

    এটা নিজের বাড়ি হোক বা ছোট বোনের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক অনেক সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে এ কাজটি দেয়া হতে পারে। ফ্রিজের সবচেয়ে বড় সমস্যা হল ফ্রিজে পাওয়ার পাচ্ছে না অথবা ফ্রিজের এয়ার ঠান্ডা হচ্ছে না।

    এই সমস্যাগুলো আপনাকে চেক করতে হবে। ফ্রিজের ভিতরের ফিউজ কাটা, রিলে কাজ করতেছে না, কম্প্রেসর চলে না বা কোন লাইন ইঁদুরে কেটে ফেলেছে, ফ্রিজের নিউট্রাল পাচ্ছে না, আর্থিং সমস্যা ইত্যাদি জিনিসগুলো আপনাকে চেক করতে হবে।

    ফ্রিজ

    টিভি

    আধুনিক সভ্যতায় বাংলাদেশের কমবেশি সব ঘরেই টিভি খুঁজে পাওয়া যাবে।

    তাই টিভির টুকটাক সমস্যা আপনাকে জানতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন আর টিভি দেখছেন।

    হঠাৎ টিভি বন্ধ হয়ে গেছে যদি টিভির উপর কমবেশি ধারণা থাকে তাহলে টিভিটা রিপেয়ার করতে পারবেন। তখন এক্সট্রা একটা যত্ন পাবেন।

    টিভি

    সিলিং ফ্যান

    সূত্র : blog.voltagelab.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 16 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন