ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস পান।
কষ্টের স্ট্যাটাস ২০২৩ ছেলেদের ও মেয়েদের রাতের ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস সমগ্র
পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যার কষ্ট নেই। আমরা কষ্টে থাকলে প্রায়ই স্ট্যাটাস দিয়ে থাকি। আমাদের কষ্ট গুলো আরো বেশি দ্বিগুণ হয় গভীর রাতে। সেগুলো
কষ্টের স্ট্যাটাস ২০২৩ ছেলেদের ও মেয়েদের রাতের ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস সমগ্র
শাহরিয়ার হোসেন5 days ago0
পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যার কষ্ট নেই। আমরা কষ্টে থাকলে প্রায়ই স্ট্যাটাস দিয়ে থাকি। আমাদের কষ্ট গুলো আরো বেশি দ্বিগুণ হয় গভীর রাতে। সেগুলো প্রকাশের ভাষা খুঁজে পাওয়া যায় না। অনেক সময় অন্যের দেওয়া ফেসবুক স্ট্যাটাস আমাদের ভালো লাগে। কিন্তু আমরা তা কপি করতে ইতস্তত বোধ করি। সে সমস্যা সমাধানের জন্যই আমাদের আজকের প্রয়াস।
আপনি কি কষ্টের স্ট্যাটাস খুঁজছেন? তাহলে আপনি এই পোস্ট থেকে সেরা সেরা এবং সুন্দর সুন্দর খুব কষ্টের স্ট্যাটাস ডাউনলোড করে নিতে পারবেন। ছেলে এবং মেয়েদের কষ্টের স্ট্যাটাস। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন স্ট্যাটাস গুলো দেখে নেয়া যাক।
কষ্টের স্ট্যাটাস
মানুষের জীবনে যেমন সুখ খুবই গুরুত্বপূর্ণ বিষয় তেমনিভাবে সুখের আস্বাদ পাওয়া যায় কষ্টের ভেতর দিয়ে। তাই আপনারা যারা বাস্তবে জীবনে বিভিন্ন দিক থেকে কষ্ট পেয়েছেন অথবা বিভিন্ন মানুষের থেকে কষ্ট পেয়ে দিনে দিনে আপনার অবস্থা জরাজীর্ণ হয়ে যাচ্ছে তাদেরকে বলব যে আপনারা এই কষ্ট যদি কাছের কোন মানুষের কাছে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে অনলাইন টাকা ইনকাম করার প্রক্রিয়া বা কিভাবে টাকা আয় করবেনকষ্টের কারণে বুকের ভেতরে যে পাথর চাপার সমান দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছেন তা খুব সহজে বের হয়ে যাবে। তাই আপনারা যারা কষ্টে কষ্টে দিন পার করছেন অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ কষ্টগুলো আপনাদের যখন দিনে দিনে কুরে কুরে খাচ্ছে তখন আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো আপনার কষ্টের কথা লিখে পোস্ট দিতে চাইবেন।
যদিও নিজেদের মতো কষ্টগুলো বলা উচিত নয় তারপরও আপনারা যখন বলার মত মানুষ খুঁজে পাবেন তখন তাদের কাছে বললে হয়তো অনেক হালকা লাগবে। কারণ মানব জীবনের কষ্টগুলো ক্ষেত্রবিশেষে এমন পর্যায়ে গিয়ে থাকে যেগুলো আমাদের স্বপক্ষে সহ্য করা সম্ভব হয় না এবং মনে হয় কারো কাছে বলতে পারলে আমাদের বুকের ভিতরে যে পাথর চেপে বসে আছে সেটা অনেকটাই নেমে যাবে এবং আমরা শান্তি অনুভব করব।
বাস্তবিক জীবনে যখন আমরা বিভিন্ন বিষয়ে কষ্ট পেয়ে থাকি তখন ছেলে অথবা মেয়ে হিসেবে এই কষ্টের কারণ গুলো লিখে ফেসবুক বন্ধুদের যখন এ বিষয়ে আমরা সতর্ক করবো তখন তারা এ বিষয়ে জানতে পারবে। পিকচার আকারে কষ্টের স্ট্যাটাস পিকচার সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন।
আমরা এখানে কষ্টের স্ট্যাটাস উপস্থাপন করতে চলেছি। এগুলো আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। এককথায় এগুলোকে ফেসবুকে পোস্ট করার ইমোশনাল স্ট্যাটাস বলা যেতে পারে।
১।
মনে রাখবো তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাকো যতদিন,
Related Articles
ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা
4 days ago
অসুস্থ ব্যক্তির জন্য স্ট্যাটাস
4 days ago
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর,
যদিও তুমি হয়ে গেছো আমার পর,
তবুও মিস করবো তোমায় জীবন ভর।
২।
টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরো আজ সারাদিন।বিষন্ম ভাবনায় কাটেনা সময়,
তাকে শুধু মনে পড়ে ৩।
একা একা সারাক্ষন পথ চেয়ে থাকি,
কল্পনাতে শুধু তারই ছবি আকি।
বর্ষার কাব্য লাগেনা যে ভালো
কেন বার বার তোমাকে মনে পরে বলো?
৪।
কিছুরাত কেটে যায় স্বপ্নবিহিন,
কিছু আশা ভেঙে যায় নিরবে,
কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে,
কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে।
৫। আকাশ ভরা কষ্ট আমার, সাগর ভরা ঢেউ।
এতো কষ্ট আমার বুকে দেখে না তো কেউ।
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,
স্মৃতি দিয়ে আকি।
স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি।
মেয়েদের কষ্টের স্ট্যাটাস
একটা ছেলে যেমন একটা মেয়ের থেকে কষ্ট পেয়ে থাকে তেমনি ভাবে একটা মেয়েও একটা ছেলের থেকে কষ্ট পেয়ে থাকে। ছেলেদের কষ্টের কারণগুলো হলো অর্থ এবং বিভিন্ন ক্ষেত্রে তারা পরিবারের দায়িত্ব গ্রহণ করে থাকে বলে অথবা জীবন সংগ্রামের টিকে না থাকতে পারার কারণে অনেক দিক থেকে তারা কষ্ট পায়। এটা সত্য যে ছেলেদের অর্থ এবং মেয়েদের রূপ দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ভেতরে কোন একটি যদি কমতে থাকে তাহলে দেখা যাবে যে একটি মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষের থেকে কষ্ট পেতে থাকবে। তাই কষ্ট আসবেই এবং সেই কষ্টকে দূর করে খুব সুন্দর ভাবে জীবনকে পরিচালনা করার নামই হলো আসল মানুষের পরিচয়।
আমরা জানি মেয়েরা খুব বেশি আবেগপ্রবণ হয়। ছেলেদের তুলনায় তাদের আবেগ বেশি হয়। সে কারণেই তারা বেশি কষ্ট পায়। মেয়েদের মন অল্পতেই কষ্টে কাতর হয়ে যায়। প্রিয়জনের একটু খারাপ আচরণ তাদের মনকে ভেঙে দেয়।
মনকে হালকা করার জন্য মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে। আমাদের কষ্ট একটু হলেও কমে যদি আমরা তা আমাদের ভাষায় প্রকাশ করতে পারি। বর্তমানে নিজের কথা প্রকাশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ফেসবুকে আমরা আমাদের কষ্টের কথা বন্ধুদের জানিয়ে একটু হলে হালকা হতে পারি।
সেরকম কিছু স্ট্যাটাস কালেকশন থাকছে আজকে। নিচে থেকে বেছে নিন আপনার পছন্দের ফেসবুক স্ট্যাটাসটি। এবং এখনই পোস্ট করে ফেলুন ফেসবুকে।
১।
কেউ ঘুমাচ্ছে,কেউ ঘুম খুজছে আর
কেই ঘুমিয়ে পড়া মানুষটাকে খুজছে।
২।
বিশ্বাস ভেঙোনা কারণ তা একবার ভেঙে গেলে
আর ফিরে পাওয়া যায়না।
আর সম্পর্ক ভেঙোনা কারণ
বন্ধনহীন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা খুব কস্টের।
৩।
কারো মনের এতো গভীরে প্রবেশ করোনা যেখান থেকে সে বের করে দিলে তুমি অসহায় হয়ে পরবে।
৪।
আবেগের কাছে আমি পরাজিত।
বাস্তবতার কাছে আমি ব্যর্থ,
অতীতের কাছে আমি লাঞ্চিত,
আর আমার কাছে আমি এক নিঃস্ব পথিক।
৫।
জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটি লাইন পরা সহজ কিন্তু বোঝা অনেক কঠিন।
কিছু কষ্টের উক্তি ও ফটো
আপনারা যখন বিভিন্ন ধরনের পিকচার সংগ্রহ করতে আসেন তখন আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের পিকচার ডাউনলোড করার ব্যবস্থা করে থাকি। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা যখন কষ্টের স্ট্যাটাস পিকচার আকারে সংগ্রহ করবেন তখন আপনাদের জন্য এই পিকচারগুলো আমরা প্রদান করব।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
Maimuna Khan February 7, 2023 0 স্ট্যাটাস
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন এক অন্যরকম পোস্ট। আজকাল সবাই বিভিন্ন কষ্ট বুকে থাকে। সেই কষ্টকে অন্যের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস প্রয়োজন হয়। কিন্তু সকল স্ট্যাটাস গুলো খুজে বের করা খুবই কঠিন। তাই আমরা আপনাদের কাজ সহজ করার জন্য কষ্টের স্ট্যাটাস নিয়ে একটি পোস্ট নিয়ে চলে এলাম।
বর্তমানে অনেক ছেলেরাই কষ্টে থাকলে তা অন্যের সামনে তুলে ধরার জন্য এ ধরনের স্ট্যাটাস সার্চ করে থাকেন। কিন্তু ভালো স্ট্যাটাস খুজে না পেলে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় স্ট্যাটাস দেওয়া। তাই আমরা সেই সকল কষ্টে থাকা ছেলেদের কষ্টের স্ট্যাটাস গুলো আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন তাহলে শুরু করা যাক।
এখানে যা যা পাবেন
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
মানুষের জীবনের কখনো কোনো গ্যারান্টি নেই। কখনো সুখ কখনো বা দুঃখে ভরে যায় মন। মানুষ বিভিন্ন ধরনের কষ্টে ভুগে থাকে অনেক সময়। কিন্তু সেই কষ্ট বুকের মধ্যে চেপে রাখা খুবই কঠিন একটা কাজ। বিশেষ করে ছেলেদের জন্য সেই কষ্টটা বেশি বুকে চেপে রাখতে হয়। সে শত কষ্টের মধ্যে থাকলেও তা কখনো কাউকে বলে না।
কিন্তু সেই কষ্টকে মানুষের সামনে তুলে ধরার জন্য আরও অনেক উপায় রয়েছে। অন্যের কাছে কষ্টের কথা বললে যদি অশান্তি সৃষ্টি হবে কষ্ট পায় কষ্ট পায় তাই কাউকে কিছু বলে না। তবে স্ট্যাটাসের মাধ্যমে সেই কষ্টকে অন্যের কাছে সাথে ভাগাভাগি করে নেওয়া যায়। যাতে কেউ জানতে না পারে এত কষ্টের কথা। কিন্তু সবাই যেন সেই কষ্টের কথা বুঝতে পারেন। তাই আজকে আমরা ছেলেদের কষ্টের স্ট্যাটাস নিয়ে একটি পোস্ট লিখতে চলেছি।
কষ্ট তো এই মনের ভিতর তখনি হয়,
যখন কেউ মনের খুব কাছে চলে এসে আবার
অনেক দূরে চলে যায়।
সম্পর্ক যখন টিকে থাকে তখন তুমি বুঝতে পারবে না,
কিন্তু যখন সম্পর্কটা ভেঙে যাবে তখন তুমি বুঝতে পারবে
এই জীবনে একে অপরকে তোমাদের কতটা প্রয়োজন ছিল।
Link – কষ্টের স্ট্যাটাস বাংলাএই জীবনে আবেগ হলো এক ধরনের মোমবাতি, যারা একসময় নিভে যায়
কিন্তু মানুষের বিবেক হলো ওই সূর্য, যার আলো কখনো নিবেনা।
প্রেম শব্দটাকে যতটা ছোট মনে হয়, সে ততটাই ব্যাখ্যা বহুল একটি শব্দ
কারণ এই ছোট্ট শব্দটাই একজন মানুষের জীবনকে নিঃশেষ করে দিতে পারে।
আবেগি কষ্টের স্ট্যাটাস
মানুষ যখন ঐ কষ্টে থাকে এবং কষ্টের স্ট্যাটাস লেখার চেষ্টা করে তখন তার মানুষের আবেগকে রয়েছে। তাই সেই আবেগ কে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন আবেগি কষ্টের স্ট্যাটাস রয়েছে। সেই স্ট্যাটাসগুলো আমরা এবার আপনাদের সামনে বিশ্লেষণ করতে চলেছি। আপনি যদি আবেগি কষ্টের স্ট্যাটাস দেখতে চান তবে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
কোন মানুষের ম্যাচুরিটি তার বয়স থেকে আসে না,
ম্যাচুরিটি তখনই আসে যখন সে
তার জীবনে বড়একটি অভিজ্ঞতা কে পার করে আসে
যে কাউকে ধোকা দেয়, সে চালাক হতে পারে
কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে হলো বিশ্বাস।
যদি তুমি আমায় ছেড়ে চলে যাবে, তবে কেন এই মনকে
এত স্বপ্ন দেখিয়ে বিধ্বস্ত করে চলে গেলে।
কষ্টের স্ট্যাটাস বাংলা
আমরা যেহেতু বাংলা ভাষাভাষী তাই আমাদের বাংলাতে কষ্টের স্ট্যাটাস মানায়। আমরা সবাই বাংলাতেই কথা বলি এবং বাংলাতেই সবকিছু বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই বাংলায় কিভাবে কষ্টের স্ট্যাটাস দেওয়া যায় সেগুলো এবার আপনাদের সামনে উল্লেখ করব।
মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকতে পারে
কিন্তু তাদের বুক ভরা ভালবাসা আর, স্বপ্ন অবশ্যই থাকে।
মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি থাকে না
কিন্তু মাথাভর্তি থাকে টেনশন।
কেউ কখনো কাউকে ভুলে যায় না,
প্রয়োজন শেষ হয়ে যায়।
তাই তখন আর তার সাথে কোন যোগাযোগ করে না।
ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
স্ট্যাটাস গুলোর মধ্যে সবচেয়ে বেশি স্ট্যাটাস হয়ে থাকে ভালোবাসা নিয়ে। কারণ বর্তমানে বেশিরভাগ মানুষ ভালোবেসে কষ্ট পেয়ে তখন স্ট্যাটাস দিতে চায়। তাই ভালোবাসা নিয়ে কষ্টের স্ট্যাটাস দিতে গেলে আপনারা নিজেরাই অনেক বিভিন্ন স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তবুও আপনাদের কষ্ট পেয়ে লাভ করার জন্যই আমরা ভালোবাসার কষ্টের স্ট্যাটাস নিয়ে লিখতে চলেছি।
আমি তোমার জন্য দোয়া করি, তুমি এতো সুখে থাকো
যেন সেই সুখের মাঝে আমার কথা তোমার আর মনে না পরে।
আমরা সবাই বন্ধু বান্ধবদের বলি প্রেমে পড়া ভালো,
কিন্তু একবার প্রেমে পরলে সেই প্রেমেতে কাঁদতে কাঁদতে সারা জীবন গেল।
কাউকে ভালবাসি বলাটা যত সহজে বলা যায়,
আসলে ভালোটা কি এতো সহজে থাকা যায়।
এই ছিল আজকের আমাদের এই কষ্টের স্ট্যাটাস নিয়ে পোস্ট। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব দের মাঝে শেয়ার করে দেবেন। যাতে তারাও এ ধরনের পোস্ট করে স্ট্যাটাস দিতে পারে কষ্ট থাকলে। আর আপনার মনে যদি কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Link – সত্য কথা নিয়ে উক্তি , স্ট্যাটাস ও কবিতাগভীর প্রেমের কবিতা – হাসির ছন্দ কবিতাছেলেদের কষ্টের স্ট্যাটাস ২০২৩
আমাদের আজকের এই নতুন পোস্টে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা আলোচনা করব ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মনে কষ্ট নেই। সবার মনেই কোন না কোন কষ্ট আছে। এই কষ্ট মানুষের জীবনের ক্ষণস্থায়ী। বর্তমানে বিপুলসংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে থাকেন কিছু কষ্টের ছবি স্ট্যাটাস সম্পর্কে ।তাই আমরা আজকে আপনাদের এই …
ছেলেদের কষ্টের স্ট্যাটাস ২০২৩ | কষ্টের ফেসবুক স্ট্যাটাস Read More »
ছেলেদের কষ্টের স্ট্যাটাস ২০২৩ | কষ্টের ফেসবুক স্ট্যাটাস
Leave a Comment / স্টাটাস / By Alamgir Islam
আমাদের আজকের এই নতুন পোস্টে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা আলোচনা করব ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মনে কষ্ট নেই। সবার মনেই কোন না কোন কষ্ট আছে। এই কষ্ট মানুষের জীবনের ক্ষণস্থায়ী। বর্তমানে বিপুলসংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে থাকেন কিছু কষ্টের ছবি স্ট্যাটাস সম্পর্কে ।তাই আমরা আজকে আপনাদের এই পোস্টে ছেলেদের কিছু কষ্টের ছবি স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি। মানুষ অনেক বড় সময় কষ্ট মনের মধ্যে চেপে রাখে এতে তাদের কষ্ট বাড়ে এবং এতে তাদের মানসিক চাপ সৃষ্টি হয়। তাই এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে এই কষ্ট অন্যের সাথে শেয়ার করতে হয়। আর এই কষ্ট শেয়ার করার প্রধান অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের কষ্টের ছবি স্ট্যাটাস ভালো লাগে এবং তা ডাউনলোড করে নিতে আমরা সংকোচ বোধ করি।
কিন্তু আমাদের আজকের এই পোস্টটি থেকে আপনারা ছেলেদের বিভিন্ন ধরনের কষ্টের ছবি স্ট্যাটাস খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
মানুষ নিজের আপনজনদের কাছ থেকেই বেশী কষ্ট পায়। মানুষ অনেক সময় মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এই দুঃখ বা কষ্ট হতে পারে শারীরিক মানসিক অথবা আর্থিক। অতএব আপনারা যদি ছেলেদের এসব কষ্টের ছবি স্ট্যাটাস ডাউনলোড করতে চান তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং গুরুত্বপূর্ণ এই পোষ্টটি অবশ্যই সম্পূর্ণ করবেন আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে। অর্থাৎ আমাদের আজকের এই পোস্টটিতে ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।
Contents hideছেলেদের কষ্টের স্ট্যাটাস
কষ্টের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের কষ্টের মেসেজ
ছেলেদের কষ্টের কথা
Share this post with your Friends & Family Members
Like this: Related
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
আমাদের আজকের এই নতুন পোস্টে আপনাদেরকে স্বাগতম ।আজকের এই পোস্টে আমরা আলোচনা করব ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে।পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মনে কষ্ট নেই। সবার মনে কোন না কোন কষ্ট আছে ।
এই কষ্ট মানুষের জীবনের ক্ষণস্থায়ী ।বর্তমানে বিপুলসংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে থাকেন কিছু কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। তাই আমরা আজকে আমাদের এই পোস্টে ছেলেদের কিছু কষ্টের ছবি ও স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি। মানুষ অনেক সময় কষ্ট মনের মধ্যে চেপে রাখে এতে তাদের কষ্ট বাড়ে এবং এতে তাদের মানসিক চাপ সৃষ্টি হয় । তাই এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে এই কষ্ট অন্যের সাথে শেয়ার করতে হয় ।আর এই কষ্ট শেয়ার করার প্রধান মাধ্যম হলো ফেসবুক ।অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের কষ্টের স্ট্যাটাস ভালো লাগে এবং তার ডাউনলোড করতে আমরা সংকোচ বোধ করি ।
দুখেঃর সুখের মাঝেই মানুষ বড় হয় কখনো মানুষকে সুখে অনেক আনন্দে রাখে, সুখ যখন আসে তখন আপনার চারদিক দিয়েই সুখ আসবে এবং দুখঃ যখন আসবে আপনার চারদিক দিয়ে অন্ধকারের ছায়া নেমে আসবে।
“কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”
“সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।”
“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”
“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।” “প্রেম, শব্দটি ছােট হলেও, এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”
“ম্যাচুরিটি বয়সের সাথে আসেনা, আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।”
“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”
“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”
“কেউ ভুলে যায় না! প্রয়ােজন শেষ…
তাই আর যােগাযােগ রাখে না!”
“অতিরিক্ত কোন কিছুই ভালাে না। ‘অতি’ শব্দটাই খারাপ!” “যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে! তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
“মধ্যবিত্ত পরিবারের সন্তান
গুলাের পকেট ভরা টাকা নাই থাকুক…
বুক ভরা স্বপ্ন থাকে।”
“যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”
কিন্তু আমাদের আজকের এই পোস্টটি থেকে আপনারা ছেলেদের বিভিন্ন ধরনের কষ্টের স্ট্যাটাস খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। মানুষ নিজের আপনজনদের কাছ থেকে বেশি কষ্ট পায়। মানুষ অনেক সময় মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ।
এই দুঃখ-কষ্ট হতে পারে শারীরিক মানসিক আর্থিক। অতএব আপনার যদি ছেলেদের এইসব কষ্টের স্ট্যাটাস ডাউনলোড করতে চান তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সুতরাং গুরুত্বপূর্ণ এই পোষ্টটি অবশ্যই সম্পূর্ণ পড়বেন ।আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পোষ্ট টি।
কষ্টের ফেসবুক স্ট্যাটাস
কষ্ট ছাড়া কেউ চোখের পানি ঝরাতে পারে না,
সত্যিকারের ভালবাসা ছাড়া কোন বন্ধন তৈরি হয়না.
জীবনে একটা কথা মাথায় রেখো,
কাও কে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না.
তুমি বলেছিলে এই পৃথিবীর সব কিছু বদলে গেলেও বদলাবে না তুমি.
এই কথা সরল হৃদয়ে বিশ্বাস করে ছিলাম আমি…
আজ আমার সবাই আছে শুধু বদলে গেলে তুমি |
চলেই যদি যাবে তবে কেন এসেছিলে,
আমার এই সাজানো জীবনে ?
ভালই তো ছিলাম একা এই জীবনে,
কেন এই সাজানো জীবন চলে যেয়ে নষ্ট করলে.. এখন আমি শুধু একা………
তুমি কী বুঝতে পারো আমার জীবনে তুমি ঠিক কতটা গুরুত্বপুর্ন ।
কে তুমি কোথায় তোমার বাড়ি জানিনা জানতে চাইও না।
শুধু এটাই জানি জীবনে তোমার মত করে
কাউকে কখনো খুব করে ভালোবসি বলতে ইচ্ছা করেনি।
আমিতো এখনো তোমায় ভালোবাসি,
আমি সুখে নেই, তাতে কি ?
তোমার সুখই আমার সুখ ।
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?