জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ পান।
৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৪৬তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয় ২০২১ সালে বাংলাদেশের সেরা সিনেমা
পুরস্কার প্রদান করে বাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিত তথ্য মন্ত্রণালয়
ঘোষণা ৬ জানুয়ারী ২০২৩
আলোকপাত আজীবন সম্মাননা ডলি জহুর ইলিয়াস কাঞ্চন
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ এবং মীর সাব্বির
শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং তাসনোভা তামান্না
সর্বাধিক পুরস্কার (৭)
← ৪৫তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪৭তম →
৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৪৬তম আয়োজন; যা ২০২১ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১]বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: নুরুল আলম আতিক
পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রেজা গালিব
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র কাওসার চৌধুরী
শ্রেষ্ঠ পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত
শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ
মীর সাব্বির
শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন
তাসনোভা তামান্না
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফজলুর রহমান বাবু
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী শম্পা রেজা
শ্রেষ্ঠ খলনায়ক আবদুল মান্নান জয়রাজ
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা মিলন ভট্টাচার্য্য
শ্রেষ্ঠ শিশু শিল্পী আফিয়া তাবাসসুম
বিশেষ বিভাগে শ্রেষ্ঠ শিশু শিল্পী জান্নাতুল মাওয়া ঝিলিক
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (পদ্মাপুরাণ)
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার (পদ্মাপুরাণ)
শ্রেষ্ঠ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার (যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ কাহিনীকার রেজওয়ান শাহরিয়ার সুমিত
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নুরুল আলম আতিক
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক সামির আহমেদ
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নুর নবী
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু
শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ
শ্রেষ্ঠ মেকআপ মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন
আজীবন সম্মাননা[সম্পাদনা]
বিভাগ বিজয়ী
আজীবন সম্মাননা ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন
তথ্যসূত্র[সম্পাদনা]
↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সাব্বির-সিয়াম-বাঁধন-তামান্না"। । সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩১।
আড়াল করুন দেস
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মেধা পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রশ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকশ্রেষ্ঠ অভিনেতাশ্রেষ্ঠ অভিনেত্রীশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীশ্রেষ্ঠ শিশু শিল্পীশ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতাশ্রেষ্ঠ কৌতুক অভিনেতাশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকশ্রেষ্ঠ সুরকারশ্রেষ্ঠ গীতিকারশ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীশ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী
কারিগরী পুরস্কার
শ্রেষ্ঠ কাহিনীকারশ্রেষ্ঠ চিত্রনাট্যকারশ্রেষ্ঠ সংলাপ রচয়িতাশ্রেষ্ঠ চিত্রগ্রাহকশ্রেষ্ঠ চিত্রসম্পাদকশ্রেষ্ঠ শিল্প নির্দেশকশ্রেষ্ঠ শব্দগ্রাহকশ্রেষ্ঠ নৃত্য পরিচালকশ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জাশ্রেষ্ঠ রূপসজ্জাকারশ্রেষ্ঠ স্পেশাল এফেক্ট
বিশেষ পুরস্কার
আজীবন সম্মাননাবিশেষ জুরি পুরস্কার
অনুষ্ঠান
১৯৭৫ (১ম)১৯৭৬ (২য়)১৯৭৭ (৩য়)১৯৭৮ (৪র্থ)১৯৭৯ (৫ম)১৯৮০ (৬ষ্ঠ)১৯৮২ (৭ম)১৯৮৩ (৮ম)১৯৮৪ (৯ম)১৯৮৫ (১০ম)১৯৮৬ (১১তম)১৯৮৭ (১২তম)১৯৮৮ (১৩তম)১৯৮৯ (১৪তম)১৯৯০ (১৫তম)১৯৯১ (১৬তম)১৯৯২ (১৭তম)১৯৯৩ (১৮তম)১৯৯৪ (১৯তম)১৯৯৫ (২০তম)১৯৯৬ (২১তম)১৯৯৭ (২২তম)১৯৯৮ (২৩তম)১৯৯৯ (২৪তম)২০০০ (২৫তম)২০০১ (২৬তম)২০০২ (২৭তম)২০০৩ (২৮তম)২০০৪ (২৯তম)২০০৫ (৩০তম)২০০৬ (৩১তম)২০০৭ (৩২তম)২০০৮ (৩৩তম)২০০৯ (৩৪তম)২০১০ (৩৫তম)২০১১ (৩৬তম)২০১২ (৩৭তম)২০১৩ (৩৮তম)২০১৪ (৩৯তম)২০১৫ (৪০তম)২০১৬ (৪১তম)২০১৭ (৪২তম)২০১৮ (৪৩তম)২০১৯ (৪৪তম)২০২০ (৪৫তম)২০২১ (৪৬তম)
বিষয়শ্রেণীসমূহ: জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)২০২১-এর চলচ্চিত্র পুরস্কার
অমিতাভের ‘মা’ হতে আপত্তি ছিল বিদ্যার
চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য ১৯৭৫ সাল থেকে নির্মাতা ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
টকিজ
টকিজ তবু আক্ষেপ বাঁধনের
প্রিন্ট করুন ফিচার প্রতিবেদক মার্চ ১১, ২০২৩
ছবি: আজমেরী হক বাঁধনের ফেসবুক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন আজমেরী হক বাঁধন। রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত সিনেমাটি তিন ক্যাটাগরিতে (সেরা অভিনেত্রী, শিশুশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার) জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। জীবনে প্রথম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। কিন্তু তবু দুঃখবোধ রয়ে গেছে বাঁধনের। সিনেমাটি আরো বেশি বিভাগে পুরস্কৃত হতে পারত বলে মনে করেন তিনি।
সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে তার মা-বাবাও গর্বিত। তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বাঁধন বলেন, ‘অবশ্যই আমি ভীষণ খুশি এবং গর্বিত প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে। এ সম্মাননা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছি। নিশ্চয়ই এটা আমার ভীষণ ভালো লাগার। আর জীবনের এই সেরা মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার মা-বাবা এবং আমার একমাত্র আদরের কন্যা উপভোগ করেছে। এ মুহূর্ত জীবনে আর কখনো আসবে কিনা জানা নেই। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার মা-বাবা ভীষণ সম্মানিত বোধ করেছেন।’
সিনেমাটি আরো বেশি বিভাগে পুরস্কৃত হতে পারত বলে মনে করেন বাঁধন। এ নিয়ে তিনি বলেন, ‘আমার অভিনীত সিনেমা রেহানা মরিয়ম নূর সিনেমাটি বিশ্বে বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিকভাবে আরো সমাদৃত করেছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আরো সম্মানিত করেছে। বিশ্বের বিভিন্ন উৎসবে সিনেমাটি সম্মানিত হয়েছে। সেদিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে, দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিনেমাটিকে আরো কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া যেত। এ দুঃখবোধটা আমার রয়ে গেছে।’
রেহানা মরিয়ম নূরের পুরো টিমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আমার এ পুরস্কার আমি সারা পৃথিবীতে যারা স্বাধীনতা থেকে, অধিকার থেকে বঞ্চিত তাদের উৎসর্গ করেছি। আমি এমন একটা পৃথিবী দেখতে চাই যেখানে নারী-পুরুষ যেন সমঅধিকার, সমসম্মান এবং সমমর্যাদা পায়।’
২০২১ সালের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ সিনেমার প্রধান চরিত্রে ছিলেন বাঁধন। সিনেমাটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায়। প্রথমবারের মতো এ উৎসবে বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে অফিশিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়েছিল।
চলচ্চিত্র পুরস্কার আজমেরী হক বাঁধন অভিনেত্রী সিনেমা
টকিজ
টকিজ অমিতাভের ‘মা’ হতে আপত্তি ছিল বিদ্যার
প্রিন্ট করুন ফিচার ডেস্ক মার্চ ১১, ২০২৩
আর. বালকি পরিচালিত ‘পা’ সিনেমায় বিরল এক রোগে আক্রান্ত (প্রোজেরিয়া) ১২ বছর বয়সী এক কিশোরের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র বিগ বি হলেও পার্শ্বচরিত্র হিসেবে অনেকখানি আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন বিদ্যা বালান। সিনেমায় তিনি অরোর (অমিতাভ) মায়ের চরিত্রে (ড. বিদ্যা) অভিনয় করেছিলেন। তবে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয়ে আপত্তি ছিল বিদ্যার। তিনি তার দুই বন্ধুকে সিনেমাটির চিত্রনাট্য পাঠিয়ে তাদের মতামত চেয়েছিলেন। তাদের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই কেবল তিনি সিনেমাটিতে কাজ করার ব্যাপারে রাজি হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা এসব কথা বলেন।
হিউম্যানস অব বোম্বেকে দেয়া সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ‘সিনেমাটিকে হ্যাঁ বলতে আমি দীর্ঘ সময় নিয়েছিলাম। আর. বালকি আমার কাছে সিনেমাটির প্রস্তাব নিয়ে এসেছিলেন প্রথমে আমি ভেবেছিলাম, ‘এটি কোন ধরনের গল্প? সে কি পাগল! অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য সে আমার কাছে কেন আসবে? সেটিই একমাত্র চিত্রনাট্য, যা আমি আমার দুই বন্ধুকে দেখিয়েছিলাম। তবে প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি চমৎকার চিত্রনাট্য।’
বিদ্যা আরো বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি এতে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম আরো কিছু মানুষ এটি পড়ুক এবং তাদের ভাবনা আমাকে জানাক। আর তারা প্রত্যেকে উচ্ছ্বসিতভাবে বলেছিল, ‘‘তোমার অবশ্যই চরিত্রটিতে অভিনয় করা উচিত।’’ কিন্তু হ্যাঁ বলতে আমার খানিকটা সময় লেগেছিল। এটি কোনো সুচিন্তিত সিদ্ধান্ত ছিল না। কিন্তু আমি সাহস করে এগিয়ে গিয়েছিলাম।’
বিদ্যা বালান ও অমিতাভ বচ্চনের মধ্যে বয়সের ব্যবধান অনেক বেশি। অমিতাভ ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। আর বিদ্যা বালান ১৯৭৯ সালে। সিনেমাটি খানিকটা অদ্ভুতই ছিল। এ সিনেমায় অরোর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। বাস্তব জীবনে ছেলে হয়েছিলেন বাবা আর বাবা হয়েছিলেন ছেলে। কিন্তু গল্প ও অভিনয়ের কারণে সিনেমাটি দর্শক, সমালোচক উভয়ের কাছেই গ্রহণযোগ্যতা পায়। যে চরিত্রে আপত্তি ছিল বিদ্যার সেটিই পরিণত হয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সে।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
সিনেমা অভিনয়
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কিত সংবাদ শিরোনাম, প্রতিবেদন, পুরস্কার গ্রহনের ছবি, ভিডিওসহ খবর জানতে ভিজিট করুন প্রথম আলো
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
শিবচরে কী করছেন ‘হঠাৎ বৃষ্টি’র ফেরদৌস ও ‘ম্যাডাম ফুলি’র শিমলা
৪ ঘণ্টা আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ 'লাল মোরগের ঝুঁটি' ও 'নোনা জলের কাব্য' পেল সেরার মর্যাদা
৭ ঘণ্টা আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
০৯ মার্চ ২০২৩
এতে আনন্দটা ভাগ হয়ে যাচ্ছে: ইলিয়াস কাঞ্চন
০৯ মার্চ ২০২৩
পটুয়াখালীর ৭ জেলে আজ থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে
০৯ মার্চ ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন যাঁরা
০৮ মার্চ ২০২৩
তখন তো পিচ্চি ছিলাম...
২৭ ফেব্রুয়ারি ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা কীভাবে বারবার ফাঁস হচ্ছে
৩১ জানুয়ারি ২০২৩
‘বাবা পুরস্কারটি পেলে সবচেয়ে বেশি খুশি হতাম’
৩০ জানুয়ারি ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সেরা চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’
২৯ জানুয়ারি ২০২৩
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যাঁদের নাম শোনা যাচ্ছে
০৬ জানুয়ারি ২০২৩
চলেই গেলেন রূপসজ্জাশিল্পী আবদুর রহমান
২২ নভেম্বর ২০২২
চুরি গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তিনটি ট্রফি
০৫ নভেম্বর ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১: আবেদন করতে যা যা লাগবে
২৩ আগস্ট ২০২২
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?