নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি পান।
নন
যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অংকসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের
পড়াশোনা
নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?
adminJuly 1, 20220 0 Less than a minute
যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অংকসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব-নিকাশের কাজ করা হতো । এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অংকগুলোর পজিশন বা অবস্থান গুরত্ব পায় না। ফলে অংকগুলোর কোনো স্থানীয় মান থাকে না। শুধু অংকটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব-নিকাশ কার হয়। প্রাচীন কালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স (Hieroglyphics), মেয়ান ও রোমান, ট্যালি সংখ্যা পদ্ধতি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ।
LinkedIn Tumblr Pinterest Reddit VKontakte Share via Email Print
admin
Website
Related Articles
ওয়েবপেইজ (Webpage) কাকে বলে? ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো।
June 19, 2022
বাংলা বর্ণের মাত্রা কাকে বলে? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রা ছাড়া বর্ণ কয়টি ও কি কি?
June 27, 2022
ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর প্রকারভেদ এবং সুবিধা-অসুবিধা
September 3, 2022
পরিকল্পনা কীভাবে ব্যবসায়ের সিদ্ধান্ত নিতে সহায়তা করে?
July 1, 2022
Leave a Reply
একাদশ
একাদশ-দ্বাদশ ► তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পড়ালেখা
একাদশ-দ্বাদশ ► তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০
একাদশ-দ্বাদশ ► তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
এস এম হাবিব উল্লাহ প্রভাষক রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম
অন্যান্য
জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
তৃতীয় অধ্যায়
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
১। ডিজিট (অঙ্ক) কী?
উত্তর : সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। সব অঙ্ক সংখ্যা কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। যেমন ২৪৩ তিন অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা, যা ২, ৪ ও ৩ পৃথক তিনটি অঙ্ক নিয়ে গঠিত। যারা প্রত্যেকেই পৃথকভাবে একেকটি অঙ্ক। সব অঙ্কই সংখ্যা কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়।
২। নাম্বার (সংখ্যা) কী?
উত্তর : সংখ্যা হচ্ছে একটি উপাদান, যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন—একাদশ শ্রেণিতে ২৪৩ জন ছাত্র আছে; এখানে ২৪৩ একটি সংখ্যা।
৩। বিট কী?
উত্তর : বাইনারি সংখ্যা পদ্ধতির ০ ও ১ এই দুটি মৌলিক চিহ্নকে বিট বলে। উদাহরণস্বরূপ ১১০১ সংখ্যাটিতে ৪টি বিট রয়েছে।
৪। বাইট কী?
উত্তর : আট বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট। উদাহরণস্বরূপ ১০১০০১০০ সংখ্যাটিতে ৮টি বিট রয়েছে, যা মিলে একটি বাইট গঠিত হয়েছে।
৫। সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিই হলো সংখ্যা পদ্ধতি।
৬। নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের ওপর নির্ভর করে না তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। ফলে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না। শুধু অঙ্কটির নিজস্ব মানের ওপর ভিত্তি করে হিসাব-নিকাশ করা হয়। প্রাচীন যুগে ব্যবহৃত হায়ারোগ্লিফিকস (Hieroglyphics) সংখ্যা পদ্ধতি একটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ।
৭। পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের ওপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কসমূহের অবস্থানের ওপর ভিত্তি করে এ ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয়।
৮। বাইনারি সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : Bi শব্দের অর্থ হলো ২ (দুই)। যে সংখ্যা পদ্ধতিতে ০ ও ১ এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ ও ১ এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই এর বেজ হচ্ছে ২।
৯। অক্টাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : Octa শব্দের অর্থ হলো ৮। যে সংখ্যা পদ্ধতিতে ৮টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেজ বা ভিত্তি হলো ৮।
১০। ডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : Deci শব্দের অর্থ হলো ১০। যে সংখ্যা পদ্ধতিতে ১০টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত মোট ১০টি প্রতীক বা চিহ্ন আছে। এর বেজ বা ভিত্তি হলো ১০।
১১। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর : হেক্সাডেসিমেল শব্দটির দুটি অংশ। একটি হলো হেক্সা (Hexa) অর্থাৎ ৬ এবং অপরটি ডেসিমেল অর্থাৎ ১০, দুটি মিলে হলো ১৬। যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি (০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F)
প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ হচ্ছে ১৬।
১২। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কী?
উত্তর : কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেজ (Base) বা ভিত্তি বলে। কোনো একটি সংখ্যা কোন পদ্ধতিতে লেখা তা বোঝানোর জন্য সংখ্যার সঙ্গে বেজ বা ভিত্তিকে সাবস্ক্র্বি (সংখ্যার ডানে একটু নিচে) হিসেবে লিখে প্রকাশ করা হয়।
টপিক
একাদশ-দ্বাদশ ► তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সম্পর্কিত খবর পড়ালেখা
পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন ইংরেজি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০
পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন ইংরেজি
বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা
Unit : 1 and 2
Multiple Choice Question
1. ‘May I introduce myself?’ We use this expression at the ___ of a conversation.
a) end b) beginning
c) middle
d) beginning and end
2. ‘I’m from the United Kingdom’. Make a correct WH-question for this statement.
a) Where is the United Kingdom?
b) Who are you?
c) Where is your country?
d) Where are you from?
3. Where is Jessica going?
a) Chattogram b) Sylhet
c) Dhaka d) Manikganj
4. Who is the new person of Town Hall Language Club?
a) Sima b) Jessica
c) Tamal d) Andy
5. The word ‘Holiday’ means ___.
a) vacation b) travel
c) meet d) journey
6. Why does Andy Smith go Town Hall Language Club?
a) to work there.
b) to know about Bangladesh.
c) to meet his friends.
d) to sell english books.
7. ‘Hello!’ is an expression of ___.
a) happiness b) greeting
c) sorrow d) farewell
8. Someone who comes from different country is called ___.
a) foreigner b) unknown
c) native d) traveller
9. Where are Sima and Jessica?
a) railway station
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তর (3টির 1): যে প্রকার গণনার ক্ষেত্রে সংখ্যার মান তার চিহ্নের (অঙ্কের) অবস্থানের উপর নির্ভর করে না, সেই প্রকার সংখ্যা পদ্ধতিকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। উদাহরণ স্বরূপ, রোমান সংখ্যা পদ্ধতির নাম উল্লেখ করা যেতে পারে । এই পদ্ধতিতে V এর মান সর্বদা 5। XV =10+5=15,VI=5+1 পজিশনাল সংখ্যা পদ্ধ...
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
সাজান Lalit Mahato
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ও গণিত নিয়ে পড়াশুনা করেছেন (2017)3 বছর
Non positional সংখ্যা পদ্ধতি হল সেই সংখা পদ্ধতি যে পদ্ধতিতে সংখ্যার অবস্থান যাই হোক না কেনো সংখ্যাটির মানের কোনো রূপ পরিবর্তন হয় না। উদাহরণ স্বরুপ বলা যায় রোমান সংখ্যা পদ্ধতি হল Non positional.
সম্পর্কিত প্রশ্ন
পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী ?
অধ্যাপক (প্রফেসর) হতে হলে কী কী যোগ্যতা লাগে?
সল্যুশনে বাফার যুক্ত করা হয় কেন?
সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী?
রোমান সংখ্যা আবিস্কার করে কে?
সুবিনয় পাল
গণিতে উৎসাহী। ৪০+বৎসরের যোগাযোগ। সূত্রে ভক্তি কম।লেখকের 1 হাটি উত্তর রয়েছে ও 14.9 লা বার সেগুলি দেখা হয়েছে3 বছর
যে প্রকার গণনার ক্ষেত্রে সংখ্যার মান তার চিহ্নের (অঙ্কের) অবস্থানের উপর নির্ভর করে না, সেই প্রকার সংখ্যা পদ্ধতিকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়।
উদাহরণ স্বরূপ, রোমান সংখ্যা পদ্ধতির নাম উল্লেখ করা যেতে পারে । এই পদ্ধতিতে V এর মান সর্বদা 5। XV =10+5=15,VI=5+1
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে (যেমন দশমিক) VI=10×5+1=51 হত
Ayan Ghosh
উচ্চ মাধ্যমিক এ/তে পড়াশোনা করেছেন3 বছর
যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অংক এর পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে ননপজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন- রোমান হরফ ১,২,৩ কে লেখা হয় i, ii, iii ইত্যাদি ভাবে।
Ayan Ghosh
উচ্চ মাধ্যমিক এ/তে পড়াশোনা করেছেন3 বছর
সম্পর্কিত
পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী ?
পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ প্রকার। ১) Bianory, 2) Desimal , 3) Octal, 4) Hexaoctal
Jubair Ansari ইংরেজি জানেন1 বছর সম্পর্কিত
পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?
অনেক আগে পড়েছিলাম সঠিক মনে নাই যতটুকু মনে আছে,
যে সংখ্যা পদ্ধতি তে অঙ্কের মান বিবেচনা না করে অঙ্কের অবস্থান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানমূলক সংখ্যা পদ্ধতি বলে।।
উদাহরণ দিলে ব্যাপার টা সহজ হবে,ধরা যাক আমরা একটা সংখ্যা নিলাম ১২৩, এখানে তিনটা অঙ্ক আছে,
১,২,৩ জানা আছে যে ৩, ২ থেকে বড় আর ২,১ থেকে বড়।
কিন্তু এখানে ১ এর অবস্থান শতকের ঘরে তাই এখানে ১, ১০০ এর সমতুল্য, ২ দশকের ঘরে যা ১০ এর সমতুল্য,
অতএব বলা যাচ্ছে অবস্থান এর কারনে তাদের মানের পরিবর্তন হচ্ছে।।
বাস্তব উদাহরণ দিলে আরও ভালো করে বুঝা যাবে,
ধরেন একজন লোক, সে ড্রাইভার।। তো ড্রাইভার যখন রিক্সা চালাবে তখন সে রিক্সা ড্রাইভার একই
Ariful Islam
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক (2017)লেখকের 157টি উত্তর রয়েছে ও 12.6 লা বার সেগুলি দেখা হয়েছে1 বছর
সম্পর্কিত
টিউশনি করানোর সঠিক প্রক্রিয়া বলবেন কি?
২০১৩ সাল থেকে টিউশন শুরু করেছিলাম, এখনো এটা করেই জীবন চলছে। চাকরি না পাওয়া পর্যন্ত এভাবেই যেতে থাকবে। দীর্ঘদিন টিউশনের অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলি Shathi আপু।
প্রথমেই দরকার প্রবল ধৈর্যের। পড়াতে গিয়ে এমন কিছু শিক্ষার্থীর মুখোমুখি হবেন যে মনে হবে দুনিয়ায় করা কোন পাপের প্র্যাশ্চিত্ত করতে এসেছেন। প্রস্তুত থাকতে হবে অবশ্যই।
যেই বিষয়টা সবচেয়ে ভালো পারবেন সেইটাই পড়াবেন। অন্যথায় তালগোল পাকিয়ে মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে যাবে। তবে এখানেও একটা কিন্তু আছে। আমাদের দেশে বায়োলজিতে পড়ে পদার্থ, রসায়ন, গণিত টিউশন পাওয়াটা বেশ মুশকিল যতোই ভালো পারেন না কেন, আমি নিজে এর ভুক্তভোগী। এই পর্যন্ত অনেকগুলা টিউশন প্রাথম
মোঃ কাইফ
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ ছাত্র লেখকের 97টি উত্তর রয়েছে ও 3.4 লা বার সেগুলি দেখা হয়েছে2 বছর
সম্পর্কিত
আপনার পছন্দের সংখ্যা কী?
আপনারা অবশ্যই সংখ্যা নিয়ে নানা ধরনের অংক কষেছেন কিন্তু কোনো দিন কী সেই সংখ্যা দিয়ে খেলে দেখেছেন? জিনিস্টা বেশ মজার। এভাবেই আমি আমার কয়েকটা পছন্দের সংখ্যা খুজে পেয়েছি । সেই সংখ্যাগুলো হলোঃ ১১,৯৯……ইত্যাদি। আমি এই দুইটি সঙ্খ্যা নিয়ে আলোচনা করতে পারি-১১ ও ৯৯ ।
বিঃদ্রঃ বিশ্বাস না হলে ক্যাল্কুলেটর নিয়ে বসুন।
আমরা যদি, স্বাভাবিক সংখ্যাদ্বয়কে ১১ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব,
১/১১ = ০.০৯ ০৯ ০৯ ০৯…….
২/১১ = ০.১৮ ১৮ ১৮ ১৮…….
৩/১১ = ০.২৭ ২৭ ২৭ ২৭…….
৪/১১ = ০.৩৬ ৩৬ ৩৬ ৩৬……etc
লক্ষ করুন ১ম টিতে ০৯, ২য় টিতে ১৮ , ৩য় টিতে ২৭ এবং ৪র্থ টিতে ৩৬ … যাদের প্রত্যেকাই হলো ৯ এর গুনিতক। এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকবে।
আবার ৯৯ কে ন শুভ সালাউদ্দিন
ঢাকা কলেজ এ/তে পড়াশোনা করেছেন3 বছর
সম্পর্কিত
ফিবোনাচ্চি সংখ্যা কী?
প্রকৃতি বড়ই রহস্যময়। এর প্রতিটি অংশ রহস্যের স্তরে স্তরীভূত।এই রহস্যকে ডিকোড করার উপায় হলো গণিত। আমাদের চারপাশে ছড়িয়ে আছে গণিত আর জ্যামিতিক প্যাটার্ন। গণিতের একটি সুপরিচিত বিষয় হলো ফিবোনাক্কি সিকোয়েন্স। এটা অনেকটা এরকম
1, 1, 2, 3 ,5, 8,13, 21, 34, 55....
এই সিকোয়েন্স একটি ফিবোনাচ্চি নাম্বার আগেই দুই ফিবোনাচ্চি নাম্বারের যোগফল। এর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যার আমাদের উপমহাদেশের গণিতবিদ পারমান্দ সিং এর লেখা সংস্কৃত শ্লোকে। Leonardo of Pisa যার ডাকনাম ফিবোনাচ্চি তার লেখা Liber Abaci এর মাধ্যমে পশ্চিমাদের কাছে এটা পরিচিতি পায়।খরগোশের উদাহরণের মাধ্যমে তিনি এটাকে ব্যাখ্যা করেন। ফিবোনাচ্চি সংখ্যাকে Fn দ্বা
নাঈম মল্লিক
Boom software, UK এ সফটওয়্যার প্রকৌশলী 2 বছর
সম্পর্কিত
স্টার্লিং সংখ্যা (Stirling Number) কী?
স্টার্লিং সংখ্যা (বাংলা) নিয়ে , প্রায় দুই বছর আগে প্রথম যখন শিখার জন্য গুগল করি তখন আসে স্টার্লিং পাবলিকেশন্স আর স্টার্লিং পাখির কথা , আমি খুব অবাক হই এই ভেবে যে ,এত গুরুত্বপূর্ণ আর সুন্দর একটা টপিক নিয়ে বাংলায় লিখা একটা ছিটেফোঁটা আর্টিকেল ও নেই !! ইংরেজিতেও , খুব ভালো কোনো টিউটোরিয়াল বা আর্টিকেল নেই যা সহজ করে আপনাকে বিষয়টি বুঝিয়ে দিবে ।
যাই হোক , আমি যতটুকু সম্ভব সবার বোঝার সুবিধার জন্য এটা নিয়ে একটু আলোচনা করি ,আশা করি এই টপিক টি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ ।
প্রথমে বলি ,এককভাবে স্টার্লিং সংখ্যা (Stirling Number) বলে কিছু আসলে নেই ,যা আছে তা হলো " "Stirling Numbers of the First Kind" আর "Stirl
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?