নারী দিবসের রং বেগুনী কেন
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে নারী দিবসের রং বেগুনী কেন পান।
বেগুনি কেন নারী দিবসের রং?
৮ মার্চ বিশ্ব নারী দিবস। অনেকের মনে প্রশ্ন আসতে পারে বেগুনি কেন নারী দিবসের রং? বেগুনি কি নিছকই আরেকটি বাণিজ্যিক রং, নাকি এই রঙের কিছু ইতিহাসও আছে?
ডেস্ক রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৮:৪৭
ইতিহাসে আজকের এই দিনে
বিশ্ব নারী দিবস আজ
নারী দিবসের মূল লক্ষ্য ‘অধিকার সম্পর্কে সচেতনতা’
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবেবরাত
সিমলেক্স ভিপিএন : বাংলাদেশ থেকে বহির্বিশ্ব
বেগুনি কেন নারী দিবসের রং?
সংগৃহীত।
৮ মার্চ বিশ্ব নারী দিবস। অনেকের মনে প্রশ্ন আসতে পারে বেগুনি কেন নারী দিবসের রং? বেগুনি কি নিছকই আরেকটি বাণিজ্যিক রং, নাকি এই রঙের কিছু ইতিহাসও আছে?
২০১৮ সালে বেগুনি রংটি যুক্ত হয়েছে নারী দিবসের সঙ্গে। বিভিন্ন পণ্যে ব্যবহৃত রং নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যানটোন। রঙের মিশ্রণ করা এবং রং মেলানোর মেশিন তৈরির জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত। ২০১৮ সালে প্যানটোন বেগুনিকে বর্ষসেরা রঙের খেতাব দেয়। তবে এটি আমাদের চোখে দেখা বেগুনি রং নয়। এই বেগুনি হচ্ছে অতিবেগুনি রশ্মি।
মহাকাশের অজানার অস্তিত্ব বহনকারী রশ্মিকে সম্মান করতে বেগুনিকে বর্ষসেরা রঙের খেতাব দেওয়া হয়। প্যানটোনের ভাষ্য, বেগুনি মানে মহাকাশের মতো অসীম এবং তা থেকে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা।
আর প্যানটোনের দেওয়া এই ধারণাই লুফে নেয় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন কর্তৃপক্ষ।
জানা গেছে, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আগেও বেগুনিকে বহুবার ব্যবহৃত করেছে সমানাধিকারের প্রতীক হিসেবে। বিংশ শতকের শুরুতে ব্রিটেনের নারীরা যখন নিজেদের ভোটাধিকার আদায়ের জন্য পথে নেমেছিলেন, তারাও বেগুনি রংকেই প্রাধান্য দিয়েছিলেন। তারা বেগুনির সঙ্গে সাদা ও সবুজকে ব্যবহার করতেন নিজেদের অধিকারের কথা তুলে ধরতে।
নারীদের অধিকার আদায়ের যুদ্ধ শুধু অভিজাত নারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আমেরিকান লেখক অ্যালিস ওয়ার্কার আফ্রিকান আমেরিকান নারীদের বৈষম্য নিয়ে একটি বই লেখেন, নাম ‘দ্য কালার পার্পেল’ (বেগুনি রংটি) বইটির জন্য অ্যালিস প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিৎজার পুরস্কার পান।
গেলো তিন বছরে মতো ২০২১ সালেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে বেগুনি রঙে। এবার নারী দিবসে কোভিড-১৯–এর বছরে জাতিসংঘ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
এম নারী দিবস রং মন্তব্য করুন
বেগুনি কেন নারী দিবসের রঙ?
নারী দিবসের সঙ্গে জড়িয়ে আছে বেগুনি রঙ। কেন এবং কীভাবে এই দিবসের প্রতীকে বেগুনি রঙ জুড়ে গেল? সূর্যের অতিবেগুনি রশ্মি ও এর শক্তিকেই নারী দিবসের বেগুনি রঙে...
বেগুনি কেন নারী দিবসের রঙ?
লাইফস্টাইল ডেস্ক
০৭ মার্চ ২০২২, ১০:৪১
নারী দিবসের সঙ্গে জড়িয়ে আছে বেগুনি রঙ। কেন এবং কীভাবে এই দিবসের প্রতীকে বেগুনি রঙ জুড়ে গেল?
সূর্যের অতিবেগুনি রশ্মি ও এর শক্তিকেই নারী দিবসের বেগুনি রঙে প্রকাশ করা হয়। ২০১৮ সালে থিম কালার হিসেবে বেগুনি ঠাই পায় নারী দিবসে। নানা পণ্যে ব্যবহৃত রঙ নিয়ে কাজ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যানটোন। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বেগুনিকে বছরের সেরা রঙ হিসেবে ঘোষণা দেয়।
কারণ হিসেবে প্যানটোন জানায়, মহাকাশের মতো অসীম এবং সম্ভাবনার একটি রঙ বেগুনি। দেখা না গেলেও সূর্যের অতিবেগুনি রশ্মি জানান দেয় মহাকাশের শক্তিশালী অস্তিত্ব।
প্যানটোনের দেওয়া এই ব্যাখায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং প্রতীক রঙ হিসেবে বেগুনিকে বেছে নেয়। সমান অধিকারের প্রতীক হিসেবে এরপর বেগুনি রঙ সামনে চলে এসেছে বারবারই।
বিংশ শতকের শুরুতে বেগুনির সঙ্গে সাদা ও সবুজ রঙ ব্যবহার করতেন নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পথে নামা ব্রিটেনের নারীরা। তারা বলতেন, বেগুনি আভিজাত্যের প্রতীক। সাদা শুদ্ধতার এবং সবুজ আশার প্রতীক।
এছাড়াও আমেরিকান লেখক অ্যালিস ওয়ার্কার আফ্রিকান আমেরিকান নারীদের বৈষম্য নিয়ে একটি বই লেখেন, নাম ‘দ্য কালার পার্পেল।’ বইটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বইটি লিখে অ্যালিস প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিৎজার পুরস্কার পান। এভাবেই বেগুনি জড়িয়ে পড়ে নারীর সামনে এগিয়ে যাওয়ার পথে।
/এনএ/ সর্বশেষ খবর
নারীর জন্য কোটা এখনও জরুরি?
সিদ্দিকবাজারে বিস্ফোরণ
ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা
সিদ্দিকবাজারে উদ্ধার অভিযান আবার শুরু
নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা
সর্বাধিক পঠিত
সামরিক সমঝোতা চুক্তি
কাতারে নিয়োগ পেলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১১২৯ সদস্য
শবে বরাতে কি বিশেষ কোনও আমল আছে, কোন পদ্ধতিতে তা করবো?
বাখমুত দখলের পর কী হবে রুশ কৌশল, জানালেন শোইগু
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সিদ্দিকবাজারের বিস্ফোরণ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩
এই ব্যর্থতা রাষ্ট্রের: আজমেরী হক বাঁধন
শ্যাম্পুর সঙ্গে ৪ উপাদান মেশালেই পাবেন ঝলমলে চুল
জীবনযাপন ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ১৫:৪০
লেবুর রস মেশাতে পারেন শ্যাম্পুর সঙ্গে
হেয়ার প্যাক মাথায় লাগিয়ে বসে থাকার মতো সময় নেই? রেগুলার শ্যাম্পুর সঙ্গে চারটি উপাদান মিশিয়ে নিলেই মিলবে ঝটপট সিল্কি চুল। জেনে নিন কোন কোন উপাদান মেশাবেন।
১। কফিশ্যাম্পুর সঙ্গে অল্প পরিমাণে কফির গুঁড়া মিশিয়ে নিন। শ্যাম্পু মাথায় ব্যবহার করে মিনিট দুয়েক অপেক্ষা করুন। এরপর ধুয়ে কন্ডিশনার ব্যবহার করে নিন। চুল হবে নরম ও ঝলমলে।
২। লবণশ্যাম্পুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিলেই চুল যেমন সিল্কি হবে, তেমনি খুশকির সমস্যাও দূর হয়ে যাবে।
৩। অ্যালোভেরা জেলশ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল ও অল্প একটু গোলাপজল মিশিয়ে চুলে ব্যবহার করুন। চুলে আসবে শাইন। পাশাপাশি চুল পড়া কমে যাবে ও চুলের বৃদ্ধি বাড়বে।
যে কারণে আন্তর্জাতিক নারী দিবসের রং বেগুনি
প্রতি বছর মার্চের ৮ তারিখ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আর এই বিশেষ দিনটির সঙ্গে লুকিয়ে আছে বেগুনি রং। প্রতি বছর নারী দিবসের থিম বদল হলেও ২০১৮ সাল ...
লাইফস্টাইল
১৫ টা ৪০ মিনিট, ৭ মার্চ ২০২২
যে কারণে আন্তর্জাতিক নারী দিবসের রং বেগুনি
প্রতি বছর মার্চের ৮ তারিখ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আর এই বিশেষ দিনটির সঙ্গে লুকিয়ে আছে বেগুনি রং। প্রতি বছর নারী দিবসের থিম বদল হলেও ২০১৮ সাল থেকে নারী দিবসের থিম কালার কিন্তু রয়ে গেছে বেগুনি হিসেবেই।
প্রতীকী ছবি লাইফস্টাইল ডেস্ক ১ মিনিটে পড়ুন
তবে নারী দিবসের রং বেগুনি কেন বা কােথা থেকে এই রং প্রতীক হিসেবে নির্ধারিত হলো তার পেছনে অনেক জানা-অজানা কথা রয়ে গেছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস, গুরুত্ব ও চলতি বছরের থিম
আন্তার্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন ২০১৮ সালে বেগুনি রংকে নারী দিবসের রং হিসেবে ঘোষণা দেয়। মূলত এই বেগুনি দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। নারীরা হবে ঠিক সূর্যের অতিবেগুনি রশ্মির মতাে শক্তিশালী।
বেগুনি রংকে নারী দিবসের রং করার বিষয়ে প্যান্টন জানায়, বেগুনি রং দিয়ে লিঙ্গ সমতা, দুরদর্শী চিন্তাভাবনা ও ভবিষ্যতের রংকে বোঝানো হয়। যার জন্য আজও নারীরা যুদ্ধ করে যাচ্ছে।
বিংশ শতাব্দীর শুরুতে নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে সাদা ও সবুজ রংকে নারী দিবসের রং হিসেবে ব্যবহার করতেন বিট্রেনের নারীরা। তাদের মতে সাদা শুদ্ধতা ও সবুজ আশার প্রতীক।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনে অদম্য নারী
তবে নারীমুক্তি আন্দোলনের জন্য উপযুক্ত রং হলো বেগুনি। নারীরা সমাজের জন্য লড়াই করছে এ বিষয়টি ফুটিয়ে তুলতে বেগুনি রংটা যথার্থ বলেই বিবেচিত হয়েছে।
সমর্থন দিতে নারী দিবসের আপনার পোশাকও হতে পারে বেগুনি:বেগুনি রং হলো অর্জনের প্রতীক। আর এই বেগুনি পরেই নারী সামনে এগিয়ে যাবে, পথকে করে তুলবে মসৃণ। বৈষম্য ভেদ করে নারীরা অতিবেগুনি রশ্মিও পার করবে এটাই কাম্য। আর এই বিশেষ দিনটিতে বেগুনি গায়ে জড়িয়ে সমর্থন দিতে পারেন আপনিও।
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?