if you want to remove an article from website contact us from top.

    নিজের নামে কয়টি সিম আছে জানার উপায়

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে নিজের নামে কয়টি সিম আছে জানার উপায় পান।

    NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়

    nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। নিজস্ব সিকিউরিটির কথা মাথায় রেখে হলেও সিম রেজিস্ট্রেশন চেক করতে হয়।

    SIM OFFER

    NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায়

    NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার উপায় সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম

    By SHAFIQ Last updated Feb 9, 2023

    10Share

    Facebook WhatsApp Twitter ReddIt Pinterest Email

    অনেক সময় বিরম্বনা এড়াতে আমরা আমাদের সিম রেজিস্ট্রেশন গুলো বাতিল করতে চাই। অর্থাৎ আমাদের এনআইডি দিয়ে যদি অন্য কারো সিম রেজিস্ট্রেশন হয়ে থাকে যারা আমাদের পরিচিত নয় তাদের সিম গুলো আমাদের বাতিল করে দেওয়া উচিত। আর আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এটি আপনাকে জানতে হবে।

    nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। নিজস্ব সিকিউরিটির কথা মাথায় রেখে হলেও সিম রেজিস্ট্রেশন চেক করতে হয়।  আমরা অনেকেই জানি একটি nid দিয়ে অনেক সিম রেজিস্ট্রেশন সম্ভব। তবে আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে সিম রেজিস্ট্রেশন চেক করতে হবে।  আজকের এই পোস্টে সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম সম্পর্কে জানাব।

    প্রায় 10 বছর আগের কথা। তখন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা উন্নত ছিল না। প্রায় 5 থেকে 6 বছর আগে বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় । আর এই সময়ে প্রত্যেক ক্রয়কৃত সিম কার্ড বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে  হয়েছে। সেই থেকে আজ অব্দি এবং আগামীদিনেও যদি সিম কার্ড ক্রয় করতে যান আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করে সিম রেজিস্ট্রেশন করতে হবে।

    এই পোস্টের সার সংক্ষেপ

    আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

    এটি জানতে হলে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে ডায়াল করুন *16001# । এরপরে আপনার আইডি কার্ডের শেষ 4 ডিজিট  লিখে সেন্ড করুন। পরবর্তী রিপ্লেতে nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হবে ।

    বড় একটি অসুবিধা হলো  এই প্রক্রিয়াতে  আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেখাবে কিন্তু সম্পন্ন মোবাইল নাম্বারটি দেখাবেনা।  মোবাইল নাম্বারের  কিছু ডিজিট গোপন থাকবে। যেমন 01913****45

    যদি nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে চান তাহলে আপনাকে উক্ত সিম অপারেটরের কাস্টমার কেয়ারে  চলে যেতে হবে। তাদের কাছে আপনার আইডি কার্ড দেখালে তাদের কয়টি সিম আপনার এনআইডি কার্ড দিয়ে  রেজিস্ট্রেশন হয়েছে তা সম্পূর্ণ ডিটেইলস দেখাবে।

    ফ্রি টুলসঃ ফেইক আইডি কার্ড করুন এইখান থেকে

    যদিও nid কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের জন্য। আজকাল আমাদের সমাজে অনেক অসাধু ব্যবসায়ী অন্যের এনআইডি দিয়ে sim registration করে বিক্রি করে। এবং বড় বড়  ক্রাইম এর কারনে ক্রয়ক্রত মালিকরা অপরাধ করলে আসল দোষী হয় সিমের আইডি কার্ড হোল্ডার।  সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য হলেও আমাদের প্রত্যেককে NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করা উচিত।

    সিম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

    আপনার সিম যে অপারেটরের হোক না কেন ,সেই কাঙ্খিত অপারেটর নিকটস্থ বায়োমেট্রিক পয়েন্টে আপনাকে যেতে হবে। সেখানে আপনার মোবাইল নাম্বারটি তারা বায়োমেট্রিক অ্যাপ দ্বারা চেক করে আপনাকে জানিয়ে দেবে  আপনার আইডি কার্ড নাম্বার। এ প্রক্রিয়ায় খুব সহজেই নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন।

    সিম রেজিস্ট্রেশন চেক রিলেভেন্ট প্রশ্ন

    যেহেতু আইডি কার্ড ব্যতীত সিম রেজিস্ট্রেশন করার অন্য কোন মাধ্যম নেই। তাই কার আইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে মানুষ আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন।  তবে অধিকাংশ প্রশ্নগুলো যেসব বিষয় আসে সেগুলো হলো

    কার নামে কয়টি সিম আছে

    আপনি যদি আপনার আইডি কার্ড দিয়ে কোন সিম রেজিস্ট্রেশন করে থাকেন পূর্বে তাহলে খুব সহজেই আপনার এনআইডি কার্ড দিয়ে সিম নাম্বার রেজিস্ট্রেশন চেক করার মাধ্যমে আপনার নামে কয়টি সিম রয়েছে সেটি সহজেই জানতে পারবেন।উপরে আমরা বলে দিয়েছি কিভাবে এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা জানতে পারবেন

    আমার আইডিতে কয়টি সিম আছে

    আপনার আইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানার জন্যর জন্য আপনাকে অবশ্যই আপনার সিম নাম্বারটি রেজিস্ট্রেশন ইনফো চেক করতে হবে।  বর্তমান সময়ে একটি আইডি কার্ড দ্বারা সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করা সম্ভব এবং এর বেশি সিম রেজিস্ট্রেশন কখনোই হবে না।

    আমাদের শেষ কথা

    পরিচিত হোক বা অপরিচিত হোক আপনি কখনোই আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কারো সিম রেজিস্ট্রেশন করে দিবেন না।  কারণ বর্তমান যুগের সাইবারক্রাইমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা আপনার সাথে ভালো ব্যবহার করবে।  কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনার রেজিস্ট্রেশন ছাড়া অন্য কেউ কোন খারাপ কাজ করে আপনাকে ফাসিয়ে দিবে।  এক্ষেত্রে সব সময় সর্বদা সচেতন থাকুন।

    10Share

    সূত্র : www.tricksmama.com

    আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, চেক করবেন য...

    মোবাইলে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করে থাকি, যার পূর্ণনাম- সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। তবে সিম ব্যবহার করতে হলে আপনাকে আগে সেটি রেজিস্ট্রেশন ক...

    লাইফস্টাইল

    ৫ টা ২ মিনিট, ২০ সেপ্টেম্বর ২০২২

    আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, চেক করবেন যেভাবে

    মোবাইলে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করে থাকি, যার পূর্ণনাম- সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। তবে সিম ব্যবহার করতে হলে আপনাকে আগে সেটি রেজিস্ট্রেশন করতে হয়। যে কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারেন।

    লাইফস্টাইল ডেস্ক ২ মিনিটে পড়ুন

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যদি না জানেন তাহালে এই প্রতিবেদনটি আপনার জন্য সহায়ক হবে।

    আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। কারণ তাতে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না।

    সিম নিবন্ধন যাচাই করার উপায়

    আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন।

    সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেয়া হবে।

    আরও পড়ুন: অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

    এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৭*****১২৩।

    এ ছাড়াও আলাদা আলাদা সিমের মাধ্যমে ডায়াল করে এ তথ্য জানা যাবে। সেগুলো হলো-

    গ্রামীণফোন টাইপ ‘info’ সেন্ড করুন 4949 গ্রামীণফোন টাইপ ‘Reg 17 Digit NID Number’ সেন্ড করুন 4949

    বাংলালিংক ডায়াল *1600*2# এবং ডায়াল *1600*1#

    রবি ডায়াল *1600*3# এবং *1600*1#

    এয়ারটেল ডায়াল *121*4444# টেলিটক টাইপ ‘info’ সেন্ড করুন 1600

    এই সেবা নেয়ার জন্য কোনো চার্জ কাটা হবে না, অর্থাৎ আপনি ফ্রিতে এটি করতে পারবেন।

    সূত্র : www.somoynews.tv

    নখের যত্ন নেবেন যেভাবে

    আমরা বাঙালিরা নিয়মিত ভর্তা, ভাজি, শুটকির মতো মুখরোচক খাবারের আয়োজন করি। প্রতি আইটেমের সঙ্গে ভাত নিতে থাকি। আমরা জানিই না কে কতটুকু ভাত খাই। সমস্যাটা এখানেই।

    শনিবার, ১১ মার্চ ২০২৩

    ২৭ ফাল্গুন ১৪২৯

    জীবনযাপন

    Find out how many SIMs are registered in your name

    AddThis Sharing Buttons

    Share to Facebook Share to Twitter Share to WhatsApp Share to LinkedIn Share to আরও...

    আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানবেন যেভাবে

    মেহেদী আল মাহমুদ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৮

    আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। কারণ তাতে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না।

    সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল বা সংক্ষেপে সিম কার্ড ব্যবহার করতে হলে আমাদের সেটা নিবন্ধন করতে হয়। যে কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারে। বিটিআরসি (BTRC)-এর ঘোষণা অনুযায়ী, একটি ডকুমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়।

    অপ্রয়োজনীয় সিম চাইলে বাতিল করে দেয়া যায়। সে জন্য আপনাকে উক্ত সিমে অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে হবে। অপারেটরের এজেন্টের সহায়তা নিয়ে সহজেই সিম বাতিল করতে পারবেন। অন্যদিকে যদি সিমগুলো দরকারি হয়ে থাকে, তাহলে আপনার পরিবারের কারো নামে সিমের মালিকানাও পরিবর্তন করতে পারবেন।

    আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। কারণ তাতে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না।

    সিম নিবন্ধন যাচাই করার উপায়

    আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের পরিমাণ জানতে পারবেন।

    সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে।

    এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেয়া হবে।

    এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দিবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৫*****১২৩।

    এই সেবা নেয়ার জন্য কোনো চার্জ কাটা হবে না, অর্থাৎ আপনি ফ্রিতে এটি করতে পারবেন।

    আরও পড়ুন:

    খাঁটি সোনা চিনবেন যেভাবে

    করোনার টিকা পেতে নিবন্ধন করবেন কীভাবে

    সঠিকভাবে বসার নিয়ম জেনে নিন

    তাজা মাছ চেনার উপায়

    পড়ার সময় ঘুম এলে যা করবেন

    ট্যাগ: টিপস

    মন্তব্য

    সর্বশেষ সংবাদ

    আ.লীগ দেয় উন্নয়ন, বিএনপি দেয় দুর্নীতি-সন্ত্রাস: প্রধানমন্ত্রী

    বিয়েবাড়ির ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে র‍্যালি

    চলে যান, ৫০ বছর পর দেখা হবে: সরকারকে আমির খসরু

    বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রচেষ্টা দেখিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

    ইসলামী ব্যাংক চাকরি দিচ্ছে বিনা অভিজ্ঞতায়, শুরুতে বেতন ৪৮,৪০০

    বাংলাদেশি ব্যাটারদের স্বার্থপর বলে খোঁচা সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

    ৫০ গ্রাম গরুর মাংসও কেনা যাবে ‘স্বপ্ন’ থেকে

    সর্বাধিক পঠিত সংবাদ

    বাপ্পা ভাইয়ের সামনে গেলে মনে হয় আমার বয়স ২২: ওমর সানি

    কেয়া কসমেটিকসে চাকরি, বেতনের পাশাপাশি মিলবে প্রণোদনা

    মধুর উপকারিতা, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

    বিকাশে চাকরি, পদ পাবেন সিনিয়র অফিসার

    কেমন হলো ‘ইন্দুবালা ভাতের হোটেল’

    ৫০ গ্রাম গরুর মাংসও কেনা যাবে ‘স্বপ্ন’ থেকে

    ইসলামী ব্যাংক চাকরি দিচ্ছে বিনা অভিজ্ঞতায়, শুরুতে বেতন ৪৮,৪০০

    জীবনযাপন

    How to take care of nails

    AddThis Sharing Buttons

    Share to Facebook Share to Twitter Share to WhatsApp Share to LinkedIn Share to আরও...

    নখের যত্ন নেবেন যেভাবে

    এমি জান্নাত, ঢাকা ১১ মার্চ, ২০২৩ ১৫:০৮

    হাত দিয়ে আমাদের সব কাজ করতে হয়, তাই হাতের নখের বেশি ক্ষতি হয়ে থাকে। এজন্য পায়ের নখের পাশাপাশি হাতের নখের অতিরিক্ত যত্ন নেয়া প্রয়োজন। তবে এই পুরো পদ্ধতিটি হলো মেনিকিউর-পেডিকিউর এর মাধ্যমেই করতে হয়।

    গরম ও বর্ষায় শুধু ত্বকের যত্ন নিলেই শেষ নয়। এ সময় ত্বক ও চুলের পাশাপাশি হাত ও পায়ের নখের যত্নও নিতে হবে। রান্না করলে বা পানি বেশি ব্যবহারে নখের ওপর অনেক প্রভাব পড়ে। নখ ভেঙে যায়, ফাঙ্গাল ইনফেকশন হয় ইত্যাদি। নেইল পলিশ বা নেইল আর্ট যেটাই করুন না কেন, নখ যদি সুন্দর না হয় তবে কোনো কিছুতেই সুন্দর দেখাবে না। বর্ষায় হাত-পায়ের পাশাপাশি নখের যত্ন কীভাবে নেবেন সে বিষয়ে পরামর্শ জানাচ্ছেন বিন্দিয়ার রুপ বিশেষজ্ঞ শারমিন কচি।

    হাত দিয়ে আমাদের সব কাজ করতে হয়, তাই হাতের নখের বেশি ক্ষতি হয়ে থাকে। এজন্য পায়ের নখের পাশাপাশি হাতের নখের অতিরিক্ত যত্ন নেয়া প্রয়োজন। তবে এই পুরো পদ্ধতিটি হলো মেনিকিউর-পেডিকিউর এর মাধ্যমেই করতে হয়।

    এবার গরমে নখের যত্নের কিছু উপায় জেনে নিই।

    • এই সময়ে হাত-পায়ের যত্নের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কারণ আবহাওয়ার জন্য হাত পা ভেজা থাকে এবং ইনফেকশন হয়। তাই সপ্তাহে অন্তত একদিন মেনিকিউর-পেডিকিউর করতে হবে।

    • যেকোনো কাজ শেষে হাতে ময়েশ্চরাইজার লাগাতে ভুলবেন না। এসির মধ্যে থাকলে কিছুক্ষণ পরপর হাত ও পায়ে ভ্যাসলিন ব্যবহার করুন, এতে হাতের চামড়া ও নখ নরম থাকবে।

    • বাইরে থেকে ফেরার পর হালকা কুসুম গরম পানিতে লেবুর রস বা ভিনেগার ও শ্যাম্পু মিশিয়ে হাত এবং পা ডুবিয়ে রেখে ব্রাশ করে ভালো করে ধুয়ে ফেলতে হবে।

    • কাজকর্ম সেরে হাতে লেবুর রস, চিনি ও মধু মিশিয়ে ম্যাসাজ করে নিন। এতে ভালো স্ক্রাবিং হবে ও কালো দাগ উঠে যাবে। নখটাকে ভালো করে বাইরে এবং ভেতর থেকে ব্রাশ করতে হবে।

    সূত্র : www.newsbangla24.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 14 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন