পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন পান।
পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায়
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনের পর পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায় তা নিয়ে অনেকে প্রশ্ন থাকে। পুরো ব্যপারটি ভালোভাবে পড়লে জানতে পারবেন ।
পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায় | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই
বিদেশে উচ্চশিক্ষা, মাইগ্রেশন, ঘুরতে যাওয়া, বিদেশে চাকরি ইত্যাদি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিকল্প নেই। পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায় তা নিয়ে নতুনদের মাঝে একটি প্রশ্ন থাকে। আজ আমরা আলোচনা করবো আপনি কিভাবে অল্প সময়ের ভিতর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবেন।
Table of Contents
পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায়
বিদেশে উচ্চশিক্ষা, মাইগ্রেশন, ঘুরতে যাওয়া, বিদেশে চাকরি ইত্যাদি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার লাগবেই। আপনি সঠিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করলে এবং সকল কাগজপত্র ঠিক থাকলে সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবেন। তবে পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায় তা নিয়ে বাংলাদেশ পুলিশের তথ্যমতে আবেদন সাবমিট করার পর ঢাকার মধ্যে ৭ কর্মদিবস আর ঢাকার বাইরে হলে ১০ কর্মদিবসের মধ্যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম
পুলিশ ক্লিয়ারেন্স কোথায় থেকে সংগ্রহ করতে হয়
পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায় তার উত্তর জানার পর আপনার কাছে আরেকটি প্রশ্ন আসবে তা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায় থেকে সংগ্রহ করতে হয় বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হয়। বাংলাদেশ পুলিশের তথ্যমতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত হবার পর মেট্রোপলিটন এলাকায় সংশ্লিষ্ট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে এবং জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে সংগ্রহ করতে হয়।
@=img=@#=img=#
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন
কারো পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে তা নিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স রিইস্যু হয় না। যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি ইস্যু করানো হয় সে দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা প্লেস করার মেয়াদ ক্ষেত্রভেদে ৩০ দিন থেক ৬ মাস পর্যন্ত থাকে। আপনার আগের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে আবার আবেদন করলে আপনি সার্টিফিকেট পাবেন। তবে দ্বিতবার আবেদনের পর পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায় তা আপনাকে পুলিশ তার অফিস থেকে জানিয়ে দিবে।
অনলাইনে পাসপোর্টের বর্তমান অবস্থা জনানার উপায়
পুলিশ ক্লিয়ারেন্স পেতে কত টাকা লাগে বা পুলিশ ক্লিয়ারেন্স চালান কাটার নিয়ম
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করার সাথে সাথে ৫০০ টাকা চালান হিসাবে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে (১-৭৩০১-০০০১-২৬৮১ কোডে) ট্রেজারি চালানের মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুকূলে উক্ত ৫০০ টাকা জমা দিতে হয়।
মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় ?
মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় কিনা এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। তবে বাংলাদেশ পুলিশের তথ্য মতে আপনার নামে যদি কোন প্রকারের মামলা (ফৌজদারি, রাষ্ট্রদ্রেীহি) থাকলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না। তবে যদি আপনার মামলা নি:পাত্তি হয় তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যোগাযোগের নাম্বার
ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকরা পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরাসরি যোগাযোগ করুন। ডিএমপি সদর দফতর, কক্ষ নং-১০৯, হেল্পলাইন – ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০। আপনি যদি মেট্রোপলিটন এলাকায় বাসিন্দা না হন তাহলে জেলা পুলিশ কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অথবা ৯৯৯ যোগাযোগ করলে তারা আপনাকে জেলা পুলিশ কার্যালয়ে যোগাযোগের নাম্বার দিবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় সকল প্রশ্ন এবং উত্তর
১। পুলিশ ক্লিয়ারেন্স কি?উত্তর : সাধারণত চাকুরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেটে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারী অপরাধের রেকর্ড নেই – এই মর্মে প্রত্যয়ন করা হয়।
২। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়?উত্তর : অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য http://pcc.police.gov.bd এ আবেদন করা যায়। সরাসরি আবেদন করতে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
৩। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রে কোন ঠিকানা (স্থায়ী/অস্থায়ী) দিতে হয়?উত্তর : স্থায়ী এবং অস্থায়ী উভয় ঠিকানাই দিতে হয়।
৪। কোন প্রার্থীর বর্তমান (অস্থায়ী) ঠিকানা যদি পাসপোর্টে প্রদত্ত ঠিকানা থেকে ভিন্ন হয় সে ক্ষেত্রে করণীয় কি?উত্তর : এ ক্ষেত্রে বর্তমান ঠিকানার ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
৫। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হয়?উত্তর : ক) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপি, খ) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ৫০০/- টাকা ট্রেজারি চালানের ফটোকপি বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ই-চালানের ফটোকপি এবং গ) প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় ডুমেন্টের সত্যায়িত ফটোকপি।
৬। এক জনের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি অন্য কেউ আবেদন করতে পারবেন?
উত্তর : যে কেউ নিজের নামে বা অন্য কারো নামে আবেদন করতে পারবেন।
৭। কেউ দেশের বাইরে থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাইলে তিনি কিভাবে আবেদন করতে পারবেন?উত্তর : প্রবাসী বাংলাদেশীরা সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক এবং বিদেশী নাগরিকরা নিজ দেশের জাস্টিস অব পিস কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপির স্ক্যানড্কপি, এবং অনলাইনে ই-চালানের স্ক্যনড্কপিসহ অনলাইনে আবেদন করতে পারবেন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ চলে গেলে করনীয় কী?
উত্তর (4টির 1): কারো পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে তা নিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স রিইস্যু হয় না। যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি ইস্যু করানো হয় সে দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা প্লেস করার মেয়াদ ক্ষেত্রভেদে ৩০ দিন থেক ৬ মাস পর্যন্ত থাকে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ চলে গেলে করনীয় কী?
সাজান শেখ যাহিদ ফুয়াদ
বাংলাদেশ পুলিশ এ সদস্যলেখকের 280টি উত্তর রয়েছে ও 43 লা বার সেগুলি দেখা হয়েছে1 বছর
সম্পর্কিত
পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ শেষ হলে মেয়াদ বাড়ানোর নিয়ম কী?
এটির আসল উত্তর ছিল: পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ শেষ হলে মেয়াদ বাড়ানোর নিয়ম?
কারো পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে তা নিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স রিইস্যু হয় না। যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি ইস্যু করানো হয় সে দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা প্লেস করার মেয়াদ ক্ষেত্রভেদে ৩০ দিন থেক ৬ মাস পর্যন্ত থাকে।
সম্পর্কিত প্রশ্ন
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে আসলাম। কিন্তু পুলিশ ঘুষ চাচ্ছে। এখন কী করবো?
১ সেপ্টেম্বর 'পুলিশ দিবস' কেন?
পুলিশে প্রতিবার "Not selected" আসার কারন কী?
পুলিশ ক্লিয়ারেন্স-এর মেয়াদ কতদিন থাকে?
পুলিশের পদমর্যাদার ধারাক্রম গুলো কী ?
মোঃ মিজানুল হক সঞ্চয়
Govt gurudayal college থেকে BBBA1 বছর
পুনরায় আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে হবে
Samim Hasan
বাংলাদেশ পুলিশ এ কাজ করেন1 বছর
পূর্বের ন্যায় আবেদন করে নতুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
Ali nawaz muttakin(siam)
সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম-এ পদার্থবিদ্যা অধ্যয়ন বিষয়ে Bsc7 মাস
আপনি আপনার নিকটতম থানায় গিয়ে আপনার সমস্যার কথা বললে সমাধান পাবেন।
R Islam Shaon
Notice24x7.com এ প্রধান নির্বাহী কর্মকর্তা (2021–বর্তমান)7 মাস
সম্পর্কিত
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর মেয়াদ কতদিন?
০৩ মাস বা ৯০ দিন। Zowadul Karim Khan
উন্নয়ন বিশেষজ্ঞ, জাতিসংঘ, দাতাসংস্থা ও সরকার -এ কাজ করেছেনলেখকের 675টি উত্তর রয়েছে ও 20.9 লা বার সেগুলি দেখা হয়েছে1 বছর আপডেট হয়েছে
সম্পর্কিত
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে গিয়ে কার কেমন অভিজ্ঞতা? যদি পুলিশ ঘুষ চায়, তবে কী করা যায়?
আমি একবার পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছিলাম। এছাড়া পাসপোর্টের জন্যও ক্লিয়ারেন্স নিয়েছি।
এই ক্লিয়ারেন্সের একটা অভীষ্ট বিষয় হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটা ভেরিফাই করা, এবং এই ঠিকানায় আপনি সত্য সত্যই একটা রিজনেবল সময় ধরে বসবাস করছেন কি না ইত্যাদি। এছাড়া কারও বিরুদ্ধে কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা চেক্ করে, সেই তথ্য থানাতেই পায়। কিন্ত বাসায় আসে মূলত আপনাকে দেখতে ও ঠিকানা ভেরিফাই করতে। উল্লেখ্য যে আমাদের সবার ঠিকানা এখন গোলমেলে হয়, আজ এখানে কাল সেখানে। তাছাড়া আপনার ঠিকানার এভিডেন্স হিসেবে কোনও ডকুমেন্ট চাইতে পারে। অনেকের তো একেবারেই কোনও স্থায়ী ঠিকানা নাই। সেক্ষেত্রে একটু সমস্যা আছে।
ফারজানা মাহবুব
Studentলেখকের 112টি উত্তর রয়েছে ও 53.3 হা বার সেগুলি দেখা হয়েছে1 বছর
সম্পর্কিত
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর মেয়াদ কয়দিন?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মেয়াদ আমার জানা মতে ৬ মাস।
অফিসিয়াল প্রায় সব কাজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। যেমন –
চাকরি লাইসেন্স পাসপোর্ট
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল পড়তে পারেন।
https://bdbasics.com/police-clearance-certificate/
আমার অনেক হেল্প হয়েছে। আশা করি উপকারে আসবে।
শেখ যাহিদ ফুয়াদ
বাংলাদেশ পুলিশ এ অ্যাডিশনাল এসপি
Anik Chowdhury
, বাংলাদেশ এ/তে থাকেন (1996-বর্তমান) আপভোট করেছেনলেখকের 280টি উত্তর রয়েছে ও 43 লা বার সেগুলি দেখা হয়েছে1 বছর আপডেট হয়েছে
সম্পর্কিত
বাংলাদেশ পুলিশে প্রোমোশন দেয় কিরকম? কনস্টেবল থেকে এএসআই হতে কত বছর লাগে?
বাংলাদেশ পুলিশের মূলত তিন ধরনের প্রমোশন হয়ে থাকে। পুলিশে তিনটি পদে তিন ধরনের ধরনের নিয়োগ হয় বলে তিন ধরনের প্রমোশন হয়।
তিন ধরনের প্রমোশন কয়েকটি ধাপে হয়, প্রমোশন নির্ভর করে মঞ্জুরিকৃত পদের উপরে। আপনি যদি প্রমোশনের যোগ্যও হন পরবর্তি ধাপে পদ খালি না থাকলে সাধারণত আপনার প্রমোশন হবে না।
এবার আসুন কোন পথে কি রকম করে প্রমোশন হয়ে থাকে। কনস্টবল পদে যারা ভর্তি হন তারা মূলত চাকুরী স্থায়ী হওয়ার ছয় বছর পরে পরীক্ষা দিতে পারেন।
কনস্টেবল এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, আমি ঠিক এই মুহূর্তে ভাগগুলোর কথা আপনাকে বলতে গেলে প্রশ্নের উত্তর বড় হয়ে যাবে। সাধারণভাবে আমি আপনাকে বলছি, কনস্টেবল পদে পরীক্ষার জন্য বর
Raj Rony হিন্দি জানেন11 মাস সম্পর্কিত
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী কী কাজ হয়?
সৌদিআরব সহ ইউরোপের বিভিন্ন দেশে যেতে হলে বাংলাদেশী ক্লিয়ারেন্স প্রয়োজন।
Asif Reza
লেখকের 292টি উত্তর রয়েছে ও 8.6 লা বার সেগুলি দেখা হয়েছে1 বছর
সম্পর্কিত
কোন পুলিশের বিরুদ্ধে এসপি কার্যালয়ে কমপ্লেইন করতে গেলে কনস্টেবল নং চায়। সেটা কোথায় পাবো? সেটা কি পুলিশের ইউনিফর্মে থাকে?
জী হ্যাঁ। এদেশের সকল পুলিশ আইনত তার ব্যাজ নম্বর পড়তে ও প্রদর্শণ করতে বাধ্য। কিন্তু অনেকেই এটা লুকিয়ে রাখেন। যার বিরুদ্ধে কমপ্লেইন করতে চান, তাকে সরাসরি ব্যাজ নম্বর দিতে বলুন। না দিলে অন্য কোন ভাবে সেটা জোগার করুন। তাও না পারলে অন্য উপায় দেখুন নয়তো আংগুল চুষুন। আর পুলিশী রাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে কমপ্লেইন করার চিন্তা ভাবনা মন থেকে ঝেড়ে ফেলুন। প্রজাতন্ত্রের উপরে চেপে বসা রাজতন্ত্রের কোতওয়ালের লাঠির বাড়িকে তবারক ভেবে খুশী মনে ঘুমান।
Mir Nibir
সশস্ত্র বাহিনী এবং আইন সম্পর্কে লিখি4 ডিসেম্বর
সম্পর্কিত
পুলিশের কম্ব্যাট ইউনিফর্মের দরকার কেন?
জঙ্গি গোষ্ঠীসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠী যাতে পুলিশের পোশাক ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়। যাইহোক, লোকেরা এই ধরনের ইউনিফর্মের দিকে ইঙ্গিত করতে এবং চিৎকার করতে পছন্দ করে, "সামরিকীকরণ!" তাদের জন্য কেন এ পোশাক নির্বাচন করা হয়েছে তা বিবেচনা না করে।
তাহলে... পুলিশে কেন "সামরিক ধাঁচের" ক্যামোফ্লাজ (ছদ্মবেশী) ইউনিফর্ম নির্ধারন করা হয়?কারণ এটা দরকারী।এর প্রচুর পকেট আছে, "ঐতিহ্যবাহী" ইউনিফর্মের চেয়ে একটু বেশি রুঢ়। ক্যামোফ্লাজ (ছদ্মবেশ) একই উদ্দেশ্যে কাজ করে যেমনটি সামরিক বাহিনীতে করে — সন্দেহভাজন ব্যক্তি বা অভিয
আপনার উত্তর ব্যক্তিগত রয়েছে
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন। পুলিশ ক্লিয়ারেন্স চেক এবং এ চালানের মাধ্যমে ফি প্রদান। কি কি লাগে এবং রিজেক্ট হওয়ার কারণ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট | বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স A to Z
byAdmin 0
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট | বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স a to z
বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পরেই কোন ব্যাক্তি দেশের বাইরে যেতে পারে। অনেকে এটা ঝামেলার কাজ মনে করে, তবে এটা অনেক সহজ কাজ। আজ খুব সহজে এবং ঝামেলা মুক্ত ভাবে কি ভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, পুলিশ ক্লিয়ারেন্স চেক সহ অনলাইনে চালান কি ভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকেবে এই লেখাতে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন পদ্ধতি বিস্তারিত
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে যে সকল ধাপ পার করতে হয় তা আপনাদের জানার জন্য লিস্ট আকারে দেওয়া হল। প্রতিটি ধাপ নিচে পর্যায়ক্রমে সহজ ভাবে বর্ননা করা থাকবে। সবচেয়ে নিচে Police Clearance সম্পর্কে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে যেখান থেকে সহজেই ছোট ছোট প্রশ্নের উত্তর পাবেন। যদি পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আরো কোন তথ্য জানতে চান তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
পুলিশ ক্লিয়ারেন্স কি?
পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তা
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি ভাবে পাবো?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার শর্তাবলী কি কি?
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে?
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন নিয়ম
Police clearance online account registration - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট রেজিস্ট্রেশন
Account active - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট একটি
Login account - পুলিশ ক্লিয়ারেন্স একাউন্টে লগইন
Police Clearance application online in 6 step- ৬ ধাপে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
Personal Information - ব্যাক্তিগত তথ্য প্রদান
Personal Address - ঠিকানা প্রদান
Documents - প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড
Confirmation - আবেদন নিরীক্ষণ এবং নিশ্চিত করণ
Payment - এ চালানের মাধ্যমে ফি প্রদান
Done - চালান আপলোড এবং সমাপ্তি
পুলিশ ক্লিয়ারেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স চেক অনলাইন
SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাসের অর্থ
পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত প্রশ্নের উত্তর
পুলিশ ক্লিয়ারেন্স
Police clearance হল পুলিশ কতৃক বিশেষ প্রত্যয়ন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মাধ্যমে প্রমাণ হয় আপনি দেশের যোগ্য নাগরিক যার বিরুদ্ধে কোন রাষ্ট্র বিরোধী মামলা নেই বা আপনি কোন অপরাধী না।
যে দেশে ভ্রমণে বা কাজের উদ্দেশ্যে যেতে চান ঐ দেশের জন্য আপনি ক্ষতিকর না। বাংলাদেশ পুলিশ কোন অপরাধী কে PCC বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় না। অন্য দেশে নাগরিকত্ব নিতে এবং দেশের মধ্যে সরকারী চাকুরী পেতেও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে।
পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনীয়তা
এশিয়ার কিছু দেশ বাদে অ্যামেরিকা, ইউরোপ, মধ্যপ্রাশ্চ সহ উন্নত দেশ সমূহে যেতে Police clearance certificate গ্রহণ করা বাধ্যত্বামূলক।
১ দেশের নিরাপত্তা
২ যে দেশে ভ্রমণের যেতে চান সে দেশের নিরাপত্তা
৩ অপরাধ করে পালিয়ে যেতে না পারে
৪ দেশের সুনাম
৫ প্রবাসী বা ভ্রমণ ইচ্ছুক ব্যাক্তি সম্পর্কে তথ্য রাখা
উপরের উল্লেখিত কারণে বাংলাদেশ সরকার এবং বিদেশে যাওয়া ব্যাক্তির পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি ভাবে পাবো?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে, প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে বাংলাদেশ সরকারের Police Clearance ওয়েবসাইট pcc.police.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন শেষে ব্যাংক চালানের মাধ্যমে ফি প্রদান করলেই পুলিশ আপনার বাড়িতে গিয়ে অথবা আপনাকে নিকটস্থ থানায় দেখা করতে বলবে। বিভিন্ন মাধ্যমে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করার মাধ্যমে যোগ্য ব্যাক্তি হলে নির্দিষ্ট দিন পরে আপনার নামে Police clearance certificate ইস্যু হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার শর্তাবলী কি কি?
সঠিক ভাবে পুলিশ ক্লিয়ারেন্স পেতে হলে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। দেশের বাইরে থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও দেশের মধ্যে থেকে সার্টিফিকেট পেতে হলে নিচের শর্ত মেনে অনলাইনে আবেদন করতে হবে।
১ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩ মাস থাকতে হবে
২ পাসপোর্টে উল্লেখিত স্থায়ী অথবা জরুরী যে কোন একটি ঠিকানা ব্যাবহার করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হবে এবং অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
৩ ঠিকানা প্রমাণ স্বরূপ NID, BRC, নাগরিক সনদ বা কাউন্সিলরের সনদ অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে।
৪ একজনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অন্য কোন ব্যাক্তি গ্রহণ করতে চাইলে, অনলাইনে আবেদনের সময় একটি Authorization Letter লিখে স্ক্যান করে জমা দিতে হবে। ঐ অনুমতি পত্রে সার্টিফিকেট গ্রহণকারী ব্যাক্তির নাম এবং তার NID নাম্বার উল্লেখ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে?
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি লাগে সেগুলো নিচে ধারাবাহিক ভাবে দেওয়া হল, যাতে অনলাইনে আবেদন করার আগেই সে গুলো গুছিয়ে কাছে রেখে দিতে পারেন।
১ পাসপোর্ট স্ক্যান কপি (সর্ব নিম্ন ৩ মাস মেয়াদ থাকতে হবে)
২ জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি
৩ নাগরিক সনদ স্ক্যান কপি
৪ সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান কপি
৫ পুলিশ ক্লিয়ারেন্সের নির্ভুল অনলাইন আবেদন কপি
৬ অনলাইন চালান কপি অথবা সোনালী ব্যাংক / বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি চালানের স্ক্যান কপি
৭ প্রবাসী বাংলাদেশীরা আবেদনের সময় দূতাবাস কতৃক সত্যায়িত পাসপোর্ট পৃষ্ঠার স্ক্যান কপি অনলাইনে জমা দিবেন আবেদনের সাথে।
৮ বিদেশী নাগরিক হলে তার দেশের "জাস্টিস অফ পিস" কতৃক পাসপোর্টের পাতার সত্যায়িত একটি স্ক্যান কপি।
বিঃদ্রঃ পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে গেজেটেট কর্মকর্তা দিয়ে সকল ডকুমেন্ট সত্যায়িত করা লাগবে। (তবে কিছু কিছু জেলা তে সত্যায়িত করা লাগে না।)
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?