বাংলাদেশ ইংল্যান্ড খেলা
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে বাংলাদেশ ইংল্যান্ড খেলা পান।
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
বাংলাদেশ ইংল্যান্ডতারিখ ১ মার্চ ২০২৩ – ১৪ মার্চ ২০২৩
অধিনায়ক তামিম ইকবাল (ওডিআই)
সাকিব আল হাসান (টি২০আই) জস বাটলার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সাকিব আল হাসান (১৪৪) জেসন রয় (১৫৫)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (৬)
তাইজুল ইসলাম (৬) আদিল রশিদ (৮)
সিরিজ সেরা খেলোয়াড় আদিল রশিদ (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল বর্তমানে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করছে।[১] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[২]
প্রাথমিকভাবে সিরিজটি ২০২১ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[৩] এবং টি২০আই সিরিজটি উভয় দলের জন্য ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হওয়ার কথা ছিল।[৪][৫] কিন্তু ২০২১ সালের আগস্ট মাসে কোভিড-১৯ মহামারির কারণে সিরিজটি স্থগিত করা হয়।[৬][৭][৮] ২০২২ সালের ডিসেম্বর মাসে সিরিজের পুনর্নির্ধারিত সূচি ঘোষিত হয়।[৯][১০]
ওডিআই সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[১১]
দলীয় সদস্য[সম্পাদনা]
বাংলাদেশ ইংল্যান্ড
ওডিআই[১২] টি২০আই[১৩] ওডিআই[১৪] টি২০আই[১৫]
তামিম ইকবাল (অধি.) আফিফ হোসেন এবাদত হোসেন তাইজুল ইসলাম তাসকিন আহমেদ তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম (উই.) মুস্তাফিজুর রহমান মেহেদী হাসান মিরাজ
লিটন কুমার দাস (উই.)
শামীম হোসেন সাকিব আল হাসান হাসান মাহমুদ
সাকিব আল হাসান (অধি.)
আফিফ হোসেন তানভীর ইসলাম তাসকিন আহমেদ তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত নাসুম আহমেদ নুরুল হাসান (উই.) মুস্তাফিজুর রহমান মেহেদী হাসান মিরাজ রনি তালুকদার (উই.) রেজাউর রহমান রাজা
লিটন কুমার দাস (উই.)
শামীম হোসেন হাসান মাহমুদ
জস বাটলার (অধি.) (উই.)
আদিল রশিদ ক্রিস ওকস উইল জ্যাকস জেমস ভিন্স জেসন রয় জোফরা আর্চার টম অ্যাবেল দাউদ মালান ফিল সল্ট (উই.) মঈন আলি মার্ক উড রিস টপলি রেহান আহমেদ সাকিব মাহমুদ স্যাম কারান
জস বাটলার (অধি.) (উই.)
আদিল রশিদ উইল জ্যাকস ক্রিস ওকস ক্রিস জর্ডান জোফরা আর্চার টম অ্যাবেল দাউদ মালান ফিল সল্ট (উই.) বেন ডাকেট (উই.) মঈন আলি মার্ক উড রিস টপলি রেহান আহমেদ স্যাম কারান
২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি চোটের কারণে টম অ্যাবেল ইংল্যান্ড দল থেকে ছিটকে যান।[১৬] তাঁর বদলি হিসেবে উইল জ্যাকসকে ইংল্যান্ডের ওডিআই দলে যোগ করা হয়।[১৭] দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে শামীম হোসেনকে বাংলাদেশের ওডিআই দলে নেয়া হয়,[১৮] কিন্তু তৃতীয় ওডিআই ম্যাচের আগে তাঁকে আবার দল থেকে অব্যাহতি দেয়া হয়।[১৯] তৃতীয় ওডিআই ম্যাচের আগে উইল জ্যাকস চোটের কারণে ইংল্যান্ডের অবশিষ্ট ম্যাচসমূহের দল থেকে ছিটকে যান।[২০]
ওডিআই সিরিজ[সম্পাদনা]
১ম ওডিআই[সম্পাদনা]
১ মার্চ ২০২৩ ১২:০০ (দিন/রাত) স্কোরকার্ড
বাংলাদেশ২০৯ (৪৭.২ ওভার)
ব ইংল্যান্ড২১২/৭ (৪৮.৪ ওভার)
নাজমুল হোসেন শান্ত ৫৮ (৮২)
মার্ক উড ২/৩৫ (৮ ওভার)
দাউদ মালান ১১৪* (১৪৫)
তাইজুল ইসলাম ৩/৫৪ (১০ ওভার)
ইংল্যান্ড ৩ উইকেটে জয়ীশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: দাউদ মালান (ইংল্যান্ড)
বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
উইল জ্যাকস (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, বাংলাদেশ ০।
২য় ওডিআই[সম্পাদনা]
৩ মার্চ ২০২৩ ১২:০০ (দিন/রাত) স্কোরকার্ড
ইংল্যান্ড৩২৬/৭ (৫০ ওভার)
ব বাংলাদেশ১৯৪ (৪৪.৪ ওভার) জেসন রয় ১৩২ (১২৪)
তাসকিন আহমেদ ৩/৬৬ (১০ ওভার)
সাকিব আল হাসান ৫৮ (৬৯)
স্যাম কারান ৪/২৯ (৬.৪ ওভার)
ইংল্যান্ড ১৩২ রানে জয়ীশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, বাংলাদেশ ০।
৩য় ওডিআই[সম্পাদনা]
৬ মার্চ ২০২৩ ১২:০০ (দিন/রাত) স্কোরকার্ড
বাংলাদেশ২৪৬ (৪৮.৫ ওভার)
ব ইংল্যান্ড১৯৬ (৪৩.১ ওভার)
সাকিব আল হাসান ৭৫ (৭১)
জোফরা আর্চার ৩/৩৫ (৮.৫ ওভার)
জেমস ভিন্স ৩৮ (৪৪)
সাকিব আল হাসান ৪/৩৫ (১০ ওভার)
বাংলাদেশ ৫০ রানে জয়ীজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
রেহান আহমেদ (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, ইংল্যান্ড ০।
টি২০আই সিরিজ[সম্পাদনা]
১ম টি২০আই[সম্পাদনা]
৯ মার্চ ২০২৩ ১৫:০০ (দিন/রাত) স্কোরকার্ড
ইংল্যান্ড১৫৬/৬ (২০ ওভার)
ব বাংলাদেশ১৫৮/৪ (১৮ ওভার) জস বাটলার ৬৭ (৪২)
হাসান মাহমুদ ২/২৬ (৪ ওভার)
নাজমুল হোসেন শান্ত ৫১ (৩০)
মার্ক উড ১/২৪ (২ ওভার)
বাংলাদেশ ৬ উইকেটে জয়ীজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও মাসুদুর রহমান (বাংলাদেশ)
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
BAN vs ENG 1st T20I Live Streaming in Bangladesh: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, প্রথম টি
বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। 🏏 BAN vs ENG 1st T20I Live Streaming in Bangladesh: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা.
হোমখেলাক্রিকেট
BAN vs ENG 1st T20I Live Streaming in Bangladesh: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
BAN vs ENG 1st T20I Live Streaming in Bangladesh: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
ক্রিকেট Kopal Shaw| Mar 09, 2023 11:18 AM IST
A+ A-
BAN vs ENG T20I Series 2023 (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)
আজ, ৯ মার্চ থেকে দুই দলের মধ্যকার এটি প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে সবে মাত্র একদিবসীয় সিরিজ ম্যাচ খেলেছে যা ২০২২-২৩ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। ২০১৬ সালের পর ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর। প্রথম দুটি ম্যাচ জিতেছিল ইংল্যান্ড এবং একদিবসীয় সিরিজের শেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দুই দলই এখন টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ খেলবে। প্রথম একদিনের ম্যাচটি ১ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং ইংল্যান্ড ৩ উইকেটে জিতেছিল, দ্বিতীয় ম্যাচটিও ইংল্যান্ড ১৩২ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। গত ম্যাচে বাংলাদেশ গতি পায় এবং ৫০ রানে ম্যাচ জিতে নেয়।
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?৯ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?ইংল্যান্ডের বাংলাদেশ সিরিজের, বাংলাদেশ বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলাএই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।
COMMENTS Tags:
BAN vs ENG BAN vs ENG 1st T20I BAN vs ENG Live Streaming on Rabbithole App BAN vs ENG Live Streaming on T Sports BAN vs ENG Series Live Streaming in Bangladesh
COMMENTS
ইংল্যান্ডে দেখা যাবে তো বাংলাদেশ
ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের ম্যাচগুলো ইংল্যান্ডের দর্শকেরা ও ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন কি না, তা নিয়ে সংশয় যথেষ্ট।
ক্রিকেট
ইংল্যান্ডে দেখা যাবে তো বাংলাদেশ-ইংল্যান্ড খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩০
২০১৬ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ডছবি: শামসুল হক
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। কেউ চোটের কারণে থাকছেন না, কেউ ব্যস্ত থাকবেন টেস্ট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তারপরও দুই সংস্করণে বেশ শক্তিশালী বাংলাদেশ সফরের ইংল্যান্ড দল।
তবে ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের ম্যাচগুলো সে দেশের দর্শকেরা ও ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন কি না, তা নিয়ে সংশয় যথেষ্ট। ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো টেলিভিশন বা রেডিও এই সফরের সম্প্রচার স্বত্ব কেনেনি।
প্রায় সাত বছর পর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এই সফরের জন্য এরই মধ্যে দুই সংস্করণের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আরও পড়ুন
বাংলাদেশ সফরে খেলোয়াড় পাচ্ছে না ইংল্যান্ড
সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ডএএফপি
তবে সিরিজের খেলা দেখানোর ব্যাপারে ইংল্যান্ডের টেলিভিশন ও রেডিওগুলোর মধ্যে এখনো খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। টেলিগ্রাফ মূলত এর পেছনে দু–একটা কারণ অনুমান করছে। প্রথমত, অ্যালেক্স হেলস, জো রুট, স্যাম বিলিংসসহ অনেক তারকা ক্রিকেটার থাকছেন না এবারের বাংলাদেশ সফরে। চোটের কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনও। আর একটা কারণ হতে পারে দ্বিপক্ষীয় এই সিরিজ সম্প্রচার করাটা যথেষ্ট লাভজনক মনে করছে না সম্প্রচার সংস্থাগুলো।
আরও পড়ুন
অভিষেকের অপেক্ষায় থাকা রেহান-অ্যাবেলকে নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড
তবে টেলিগ্রাফ লিখেছে, শেষ মুহূর্তে কোনো সম্প্রচার চুক্তি হয়েও যেতে পারে। তখন হয়তো ইংল্যান্ডের দর্শকদের এ সিরিজ দেখা থেকে বঞ্চিত হতে হবে না। টেলিভিশন ও রেডিওর সম্প্রচার স্বত্ব কেনার ব্যাপার যথাক্রমে স্কাই স্পোর্টস ও টকস্পোর্ট এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এ দুটি প্রতিষ্ঠান শেষ মুহূর্তে কম মূল্য সম্প্রচার স্বত্ব কেনার অপেক্ষায় আছে বলে মনে করছে টেলিগ্রাফ।
২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসার পর আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ৯, ১২ ও ১৪ মার্চ। প্রথম দুটি ওয়ানডে ঢাকায়। শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। শেষ দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশে ইংল্যান্ড সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।
ক্রিকেট থেকে আরও পড়ুন
ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলইংল্যান্ড ক্রিকেট দল
মন্তব্য করুন
বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আরও পড়ুন
বাংলাদেশ কি ইংল্যান্ডকে ধবলধোলাই করতে পারবে
মাহমুদউল্লাহর ‘বিশ্রাম’, নাকি বিদায়
প্রতিপক্ষকে যতবার ধবলধোলাই করেছে বাংলাদেশ
জমি বিক্রি করতে মাগুরায় সাকিব
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?