if you want to remove an article from website contact us from top.

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০২৩

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০২৩ পান।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচি, লাইভ স্কোর, ট্রিমিং, স্কোয়াড, ফলাফল

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচি | বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ 2023 খেলা দেখবেন যেভাবে। বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ এর সময়সূচী আমাদের

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচি, লাইভ স্কোর, ট্রিমিং, স্কোয়াড, ফলাফল

    মোঃ মিলন ইসলাম March 3, 2023 খেলাধুলা, সময়সূচি Leave a comment

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচি | বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ 2023 খেলা দেখবেন যেভাবে। বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ এর সময়সূচী আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন। যারা ক্রিকেট খেলাকে ভালোবাসেন এবং যারা ইংল্যান্ড ও বাংলাদেশের লাইভ ক্রিকেট খেলা দেখতে চান তারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন লাইভ ক্রিকেট ইংল্যান্ড বনাম বাংলাদেশ আজকের লাইভ খেলা দেখার নিয়ম। দীর্ঘদিন পর বাংলাদেশে ২০২৩ সালে ৩ টি ওডিআই ও ৩টি টি-২০ সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড দল। এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশের এই ম্যাচ গুলোর সময়সূচী প্রকাশ করেছে আইসিসি। সময়সূচী অনুযায়ী ইংল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম ওডিআই শুরু হয়েছে ০১ মার্চ ২০২৩ তারিখ।

    READ MORE

    এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

    আপনারা আমাদের এই আর্টিকেল থেকে ইংল্যান্ড বনাম বাংলাদেশ ২০২৩ ক্রিকেট লাইভ খেলার সূচী দেখতে পারবেন এবং লাইভ খেলা কিভাবে দেখবেন তা জানতে পারবেন। আপনি চাইলে এই বাংলাদেশ VS ইংল্যান্ড খেলাটি সরাসরি ঘরে বসে মোবাইল ফোন থেকে Live cricket দেখতে পারবেন। england vs bangladesh ক্রিকেট দেখতে ও খেলার সময় জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন। আমরা এখানে Eng vs Ban ম্যাচ গুলোর সময়সূচী এখানে ‍তুলে ধরেছি। ওয়ানডে ও টি টুয়েন্টি সময়সূচী দেখুন ।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড আজকে কখন খেলা হবে কোথায় খেলা হবে জানতে হলে আপনাকে এই পোস্টটি পড়তে হবে। আমরা এই পোস্টে আজকের ক্রিকেট খেলার সময়সূচী ও লাইভ স্ট্রিম খেলা দেখার নিয়ম জানিয়েছি। England VS Bangladesh 2023 live cricket খেলা দেখুন আমাদের এখান থেকে। চলুন দেখে নেই বাংলাদেশ vs ইংল্যান্ড 2023 খেলার স্কোয়াড, সময়সূচী। এখান থেকে দেখে নিতে পারবেন বাংলাদেশ টিমের খেলোয়ারদের লিস্ট। এবং বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের নামের তালিকা।

    ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ ক্রিকেট ২০২৩

    শিরোনাম বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচি

    মোট সিরিজ ৩টি ওডিআই ও ৩টি টোয়েন্টি

    প্রথম খেলার তারিখ ০১ মার্চ ২০২৩

    ইংল্যান্ড বনাম বাংলাদেশ খেলার সময়সূচী দেখুন পোস্টে

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ  দেখুন পোস্ট থেকে

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচি

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী অনুযায়ী ৩টি ওডিআই ও ৩টি টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে । ওডিআই প্রথম ম্যাচটি শুরু হবে ০১ মার্চ ২০২৩ তারিখ। ওডিআই সিরিজের ২য় ম্যাচ শুরু হবে ৩ রা মার্চ এবং ওডিআই সিরিজের ৩য় ম্যাচটি শুরু হবে ৬ মার্চ ২০২৩ তারিখে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টোডিয়ামে ও ৩য় ম্যাচটি হবে চট্টগ্রাম জহুরুল আহমেদ চৌধুরি স্টোডিয়ামে। এবং টি T20 সিরিজের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ ও শেষ ২টি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ । প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রাম জহুরুল হক আহমেদ চৌধুরী স্টোডিয়াম এ এবং শেষ ২টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টোডিয়ামে।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ওডিআই সিরিজ সময়সূচি ২০২৩)

    ম্যাচ তারিখ স্টোডিয়াম ফলাফল

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ০১ মার্চ ২০২৩ (দুপুর ১২ টা) মিরপুর ৩ উইকেটে জয়ী ইংল্যান্ড

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ০৩ মার্চ ২০২৩ (দুপুর ১২ টা) মিরপুর –

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ০৬ মার্চ ২০২৩ (দুপুর ১২টা) চট্টগ্রাম –

    বাংলাদেশ সফরে ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড ২০২৩

    জোস বাটলার (ক্যাপ্টেন), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলি, জোফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

    বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড ২০২৩ (বাংলাদেশ vs ইংল্যান্ড)

    তামিম ইকবাল (অধি) , আফিফ হোসেন , এবাদত হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উই) ,  মুস্তাফিজুর রহমান ,  মেহেদী হাসান মিরাজ ,  লিটন কুমার দাস (উই) , সাকিব আল হাসান , হাসান মাহমুদ।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি ২০ সময়সূচি ২০২৩

    ম্যাচ তারিখ স্টোডিয়াম ফলাফল

    ইংল্যান্ড বনাম বাংলাদেশ ০৯ মার্চ ২০২৩ চট্টগ্রাম –

    ইংল্যান্ড বনাম বাংলাদেশ ১২ মার্চ ২০২৩ মিরপুর –

    ইংল্যান্ড বনাম বাংলাদেশ ১৪ মার্চ ২০২৩ মিরপুর –

    বাংলাদেশ সফরে টি টোয়েন্টি ইংল্যান্ড স্কোয়াড ২০২৩

    জোস বাটলার (ক্যাপ্টেন), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলি, জোফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের টি ২০ বাংলাদেশ স্কোয়াড ২০২৩

    সাকিব আল হাসান (অধি.) , আফিফ হোসেন , তানভীর ইসলাম ,তাসকিন আহমেদ , তৌহিদ হৃদয় , নাজমুল হোসেন শান্ত , নাসুম আহমেদ , নুরুল হাসান (উই.) , মুস্তাফিজুর রহমান , মেহেদী হাসান মিরাজ , রনি তালুকদার (উই.) ,রেজাউর রহমান রাজা , লিটন কুমার দাস (উই.) , শামীম হোসেন ,হাসান মাহমুদ।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ ট্রিমিং খেলা দেখার নিয়ম

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ ক্রিকেট খেলা কিভাবে দেখবেন , ইংল্যান্ড বনাম বাংলাদেশ লাইভ স্কোর । সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। এছাড়াও খেলা দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলেও। র‌্যাবিটহোলে খেলা দেখতে সাবস্ক্রিপশন নিতে হবে। র‍্যাবিটহোলে তাদের ইউটিউব চ্যানেলেও খেলা দেখাবে আপনারা ইউটিউবেও এই খেলাটি দেখতে পারবেন। এছাড়াও ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে সরাসরি খেলা সম্প্রচার করবেন স্কাই স্পোর্টস ও টক স্পোর্টস রেডিও। এবং ভারতে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ফানকোড ডটকম ও ফানকোড অ্যাপে। এছাড়াও খেলাটি দেখা যাবে ফেসবুক লাইভে। খেলাটি ফেসুবকে দেখতে ফেববুক ওপেন করে সার্চ করতে হবে Bangladesh vs England live cricket today এবং তারপর আপনি এখান থেকে অনেক লাইভ স্ট্রিম দেখতে পারবেন।

    সূত্র : lekhaporabd.net

    ২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

    ২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর

    উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

    ২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফরবাংলাদেশইংল্যান্ডতারিখ ১ মার্চ ২০২৩ – ১৪ মার্চ ২০২৩অধিনায়ক তামিম ইকবাল (ওডিআই)

    সাকিব আল হাসান (টি২০আই) জস বাটলার

    একদিনের আন্তর্জাতিক সিরিজটোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ

    ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল বর্তমানে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করছে।[১] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হচ্ছে।[২]

    প্রাথমিকভাবে সিরিজটি ২০২১ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,[৩] এবং টি২০আই সিরিজটি উভয় দলের জন্য ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হওয়ার কথা ছিল।[৪][৫] কিন্তু ২০২১ সালের আগস্ট মাসে কোভিড-১৯ মহামারির কারণে সিরিজটি স্থগিত করা হয়।[৬][৭][৮] ২০২২ সালের ডিসেম্বর মাসে সিরিজের পুনর্নির্ধারিত সূচি ঘোষিত হয়।[৯][১০]

    দলীয় সদস্য[সম্পাদনা]

    বাংলাদেশ  ইংল্যান্ড

    ওডিআই[১১] টি২০আই[১২] ওডিআই[১৩] টি২০আই[১৪]

    তামিম ইকবাল (অধি.) আফিফ হোসেন এবাদত হোসেন তাইজুল ইসলাম তাসকিন আহমেদ তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম (উই.) মুস্তাফিজুর রহমান মেহেদী হাসান মিরাজ

    লিটন কুমার দাস (উই.)

    শামীম হোসেন সাকিব আল হাসান হাসান মাহমুদ

    সাকিব আল হাসান (অধি.)

    আফিফ হোসেন তানভীর ইসলাম তাসকিন আহমেদ তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত নাসুম আহমেদ নুরুল হাসান (উই.) মুস্তাফিজুর রহমান মেহেদী হাসান মিরাজ রনি তালুকদার (উই.) রেজাউর রহমান রাজা

    লিটন কুমার দাস (উই.)

    শামীম হোসেন হাসান মাহমুদ

    জস বাটলার (অধি.) (উই.)

    আদিল রশিদ ক্রিস ওকস উইল জ্যাকস জেমস ভিন্স জেসন রয় জোফরা আর্চার টম অ্যাবেল দাউদ মালান ফিল সল্ট (উই.) মঈন আলি মার্ক উড রিস টপলি রেহান আহমেদ সাকিব মাহমুদ স্যাম কারান

    জস বাটলার (অধি.) (উই.)

    আদিল রশিদ উইল জ্যাকস ক্রিস ওকস ক্রিস জর্ডান জোফরা আর্চার টম অ্যাবেল দাউদ মালান ফিল সল্ট (উই.) বেন ডাকেট (উই.) মঈন আলি মার্ক উড রিস টপলি রেহান আহমেদ স্যাম কারান

    ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি চোটের কারণে টম অ্যাবেল ইংল্যান্ড দল থেকে ছিটকে যান।[১৫] তাঁর বদলি হিসেবে উইল জ্যাকসকে ইংল্যান্ডের ওডিআই দলে যোগ করা হয়।[১৬] দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে শামীম হোসেনকে বাংলাদেশের ওডিআই দলে নেয়া হয়।[১৭]

    ওডিআই সিরিজ[সম্পাদনা]

    ১ম ওডিআই[সম্পাদনা]

    ১ মার্চ ২০২৩ ১২:০০ (দিন/রাত) স্কোরকার্ড

    বাংলাদেশ 

    ২০৯ (৪৭.২ ওভার)

     ইংল্যান্ড

    ২১২/৭ (৪৮.৪ ওভার)

    নাজমুল হোসেন শান্ত ৫৮ (৮২)

    মার্ক উড ২/৩৫ (৮ ওভার)

    দাউদ মালান ১১৪* (১৪৫)

    তাইজুল ইসলাম ৩/৫৪ (১০ ওভার)

    ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

    আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)

    ম্যাচসেরা: দাউদ মালান (ইংল্যান্ড)

    বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

    উইল জ্যাকস (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

    বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, বাংলাদেশ ০।

    ২য় ওডিআই[সম্পাদনা]

    ৩ মার্চ ২০২৩ ১২:০০ (দিন/রাত) স্কোরকার্ড

    ইংল্যান্ড 

    ৩২৬/৭ (৫০ ওভার)

     বাংলাদেশ

    ১৯৪ (৪৪.৪ ওভার) জেসন রয় ১৩২ (১২৪)

    তাসকিন আহমেদ ৩/৬৬ (১০ ওভার)

    সাকিব আল হাসান ৫৮ (৬৯)

    স্যাম কারান ৪/২৯ (৬.৪ ওভার)

    ইংল্যান্ড ১৩২ রানে জয়ী

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

    আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)

    ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)

    বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

    বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ইংল্যান্ড ১০, বাংলাদেশ ০।

    ৩য় ওডিআই[সম্পাদনা]

    ৬ মার্চ ২০২৩ ১২:০০ (দিন/রাত) স্কোরকার্ড

    বাংলাদেশ  ইংল্যান্ড

    জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

    আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)

    টি২০আই সিরিজ[সম্পাদনা]

    ১ম টি২০আই[সম্পাদনা]

    ৯ মার্চ ২০২৩ ১৫:০০ (দিন/রাত) স্কোরকার্ড

    বাংলাদেশ  ইংল্যান্ড

    জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

    আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও মাসুদুর রহমান (বাংলাদেশ)

    ২য় টি২০আই[সম্পাদনা]

    ১২ মার্চ ২০২৩ ১৫:০০ (দিন/রাত) স্কোরকার্ড

    বাংলাদেশ  ইংল্যান্ড

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

    আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)

    ৩য় টি২০আই[সম্পাদনা]

    ১৪ মার্চ ২০২৩ ১৫:০০ (দিন/রাত) স্কোরকার্ড

    বাংলাদেশ  ইংল্যান্ড

    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

    আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)

    তথ্যসূত্র[সম্পাদনা]

    ↑ "England add South Africa and New Zealand tours to packed 2022-23 winter"। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১।

    ↑ "Bangladesh and England's first ever bilateral T20I series to begin on March 9"। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২।

    ↑ "BCB confirms Bangladesh will also host England and New Zealand in 2021"। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২১।

    ↑ "Bangladesh to host England, Australia and New Zealand ahead of T20 World Cup"। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২১।

    ↑ "Bangladesh to visit Zimbabwe after 8 years"। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২১।

    ↑ "England tour of Bangladesh postponed indefinitely"। (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১।

    সূত্র : bn.wikipedia.org

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০২৩

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০২৩

    সবগুলো খবর

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০২৩

    বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক

    ২য় ম্যাচের উইকেটে স্পিন ধরলেও সহজ ছিল ব্যাটিং করা : রয়

    মিরপুরের উইকেটে বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড দলের ওপেনার জেসন রয়। প্রথম ম্যাচে যেখানে সাকিবের স্পিনে আউট হয়েছেন সেখ

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    স্পিনারদের বিপক্ষে ‘রিভার্স সুইপকে’ হাতিয়ার হিসেবে ব্যবহার করে সফল রয়

    দ্বিতীয় ওয়ানডেতে জেসন রয়ের করা সমান রানেই ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। স্পিন উইকেটে কীভাবে সফল হলেন সেঞ্চুরিয়ান জেসন রয়? সেই রহস্য জানালেন তিনি।১২৪-বলে-১

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    বাটলারের কথায় কিছু যায়-আসে না তামিমের

    টস জিতে তামিম ইকবাল যখন বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন, অবাক হয়েছিলেন অনেকেই। এমনকি জস বাটলার জানান, তিনিও চেয়েছিলেন আগে ব্যাটিং করতে। ইংল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে বাংলাদেশের হারের পর

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    মুস্তাফিজকে উইকেটশিকারি বোলার হওয়ার পরামর্শ তামিমের

    হুট করে যেন উইকেটের দেখা পেতে ভুলে গেছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ৫ আন্তর্জাতিক ওয়ানডেতে তার শিকার মাত্র ২টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এখনও কোনো উইকেট শিকার করতে পা

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    রিয়াদের সমালোচনা করায় চটেছেন তামিম

    মাহমুদউল্লাহ রিয়াদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় চটেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রিয়াদের কম স্ট্রাইক রেট ও ফিল্ডিংয়ে ধীরগতির কারণে সাম্প্রতিক সময়ে অনেকেই তার সমালোচনা করছে

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত থাকছে বাংলাদেশের স্কোয়াড

    স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। এর আগে দুটি ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করা নির্বাচকরা প্রথ

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    আমি ও সাকিব জয়ের জন্য খেলছিলাম : তামিম

    জিততে হলে প্রয়োজন ৩২৭ রান। মিরপুরে এত রান তাড়া করে জয়ের আশাই অনেকের দৃষ্টিতে বোকামো। তার ওপর যদি ৯ রানেই পতন ঘটে ৩ উইকেটের। তবে ইংল্যান্ডের বিপক্ষে ১ম ওয়ানডেতে সাকিব আল হাসানকে নিয়

    সম্পূর্ণ নিবন্ধ পড়ুন

    সূত্র : bn.bdcrictime.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 27 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন