if you want to remove an article from website contact us from top.

    বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন পান।

    (PDF) বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন : সৃজনশীল প্রশ্ন ও উত্তর

    সাধু রীতিতে লেখা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকতে অসাধারণ । বক্তব্যের

    (PDF) বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন : সৃজনশীল প্রশ্ন ও উত্তর

    (PDF) বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন : সৃজনশীল প্রশ্ন ও উত্তর সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকতে অসাধারণ । বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন । নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য।

    প্রকাশক কোর্সটিকা in HSC - Bangla 1st Paper

    A A ফেসবুকে শেয়ার করুন

    পিন্টারেস্টে পিন করুন

    লিংডইনে শেয়ার করুন

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। “বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন” রচনাটি প্রথম প্রকাশিত হয় ‘প্রচার’ পত্রিকায়, ১৮৮৫ সালে; পরে এটি তার “বিবিধ প্রবন্ধ” নামক গ্রন্থের অন্তর্ভূক্ত হয়।

    সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকতে অসাধারণ । বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন । নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়; লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে |

    বঙ্কিমচন্দ্রের মতে, অসত্য, নীতি-নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্যপ্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্নীয়। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে ।

    যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন দূষণীয় বলেছেন। অনাবশ্যকভাবে লেখার সৌষ্ঠব বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সারল্যকেই তিনি সকল অলংকারের মধ্যে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন। সর্বোপরি বস্তুনিষ্ঠার ওপর গুরুতারোপ করেছেন৷

    এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কী হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন । নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন; আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে।

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

    সৃজনশীল প্রশ্ন ১ : প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, হতাশা ও হাহাকারে উপমহাদেশের জীবন ছিল নানা অভিঘাতে বিপর্যস্ত ও রূপান্তরিত। এমনই এক পরিবেশে কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) তার ব্যক্তিজীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ করলেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক এক আশাবাদী জগৎ। তিনি কলম তুলে নিলেন শোষণ-বঞ্চনাহীন, শ্রেণিবৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্মুক্ত, অসাম্প্রদায়িক এক জগৎ সৃষ্টি করতে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন। এক সময় তিনি হয়ে উঠলেন ধর্ম-বর্ণ-শ্রেণি-গোত্র নির্বিশেষে সকল সাধারণ মানুষের অধিকার আদায়ের কলমসৈনিক। শোষণ, বঞ্চনা ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তার বিদ্রোহ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে বারংবার ।

    ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কী?

    খ. অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ- বলতে লেখক কী বুঝিয়েছেন?

    গ. উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা “বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন” প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটায় ব্যাখ্যা কর।

    ঘ. বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্রের নিবেদন উদ্দীপকে যথেষ্ট ধরা হয়েছে কি?

    উদ্দীপক ও প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও ।

    সৃজনশীল প্রশ্ন ২ : কাজী মোতাহের হোসেনের মতে, “মানুষের প্রচেষ্টায় মানুষের জন্যই যে সাহিত্য রচিত হয় তাহা যদি মানবহিত এবং মানবসভ্যতার ক্রমোন্নতির দিক নির্দেশ না করে তবে বড়ই আক্ষেপের কথা।” সুতরাং বিষয়টি পরিষ্কার যে, মানুষ ভালো হবে, মানুষ ভালো করবে এটাই স্বাভাবিকতার দাবি। সুতরাং মানুষের সাহিত্য মানুষের কল্যাণ নিশ্চিত করবে এটাও স্বাভাবিক।

    ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

    খ. “লেখা ভালো হইলে যশ আপনি আসিবে।”— উক্তিটি ব্যাখ্যা কর।

    গ. উদ্দীপকে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের কোন বিষয়টির প্রকাশ পেয়েছে?

    ঘ. উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশমাত্র আলোচনা কর।

    সৃজনশীল প্রশ্ন ৩ : গল্পের জাদুকর হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের একজন কালজয়ী কথাসাহিত্যিক। আবেগ ও হাস্যরসের অসামান্য ব্যবহার তাঁর রচনাগুলোকে পাঠক সমাজে সমাদৃত করেছে৷ মধ্যবিত্ত জীবনের রূপকার গল্পকথার এ জাদুকরের অন্যতম দিক হলো সরলতা। সহজ ভাষায় জীবনের অন্তর্নিহিত দর্শনের এমন সাবলীল প্রকাশ সমগ্র বাংলা সাহিত্যেই বিরল। এই সহজবোধ্যতার কারণেই তিনি পৌছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। তাঁর এই গুণের কারণেই হুমায়ুন আহমেদের লেখা পড়ে এদেশের বহু মানুষ বইমুখী হওয়ার প্রেরণা পেয়েছে।

    ক. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশ নন্দিনী” কত সালে প্রথম প্রকাশিত হয়?

    খ. সুতরাং তাহা একেবারে পরিহার্য- ব্যাখ্যা কর।

    গ. উদ্দীপকে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন” রচনার যে বিষয়টি ফুটে উঠেছে তা তুলে ধর।

    ঘ. উদ্দীপকে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার সামগ্রিক ভাব ফুটে উঠেছে কি? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

    সৃজনশীল প্রশ্ন ৪ : আমাদের ভাষাকে অনেকটা সহজবোধ্য করতে হবে। আমির হামজার দাস্তানের ভাষা আমাদের সাহিত্যে আর চলবে না। আমর আমাদের স্বাভাবিক ভাষার অনুকরণ করে সরলতার পথে অগ্রসর হব।… সাহিত্যে কাজ হচ্ছে ব্যক্তির, জাতির, বিশ্বমানবের সুখ দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, বেদনা-সমবেদনা প্রভৃতি অনুভূতিকে, মানুষের অন্তরের অন্তরতম সত্যকে, সুন্দর সরল মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করা।

    ক. ‘রাজসিংহ’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

    খ. ‘অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে, লোক-রঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে।’— ব্যাখ্যা কর।

    গ. উদ্দীপকে ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?

    ঘ. ‘উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের একটি মাত্র ভাবকে চিত্রায়িত করে’– মন্তব্যটি বিশ্লেষণ কর।

    সৃজনশীল প্রশ্ন ৫ : বাংলাভাষী অনেক মুসলমান কবি বৈষ্ণব পদ সাহিত্য সৃষ্টি করে গেছেন। তাঁদের কেউ করেছেন নেশার ঝোঁকে আর কেউ করেছেন পেশা হিসেবে।… পূর্ব পাকিস্তানের খ্যাতনামা কবিয়াল শ্রীরমেশচন্দ্র শীল মাইজ-ভাণ্ডারপন্থী মারফতী গান লিখে পুস্তিকায় প্রকাশ করেছেন…। তিনি বলেন… আমি ভাবলাম এরূপ গান লিখলে বেশ কাটতি হবে— আমার পয়সা হবে। … অতএব দেখা যাচ্ছে, অন্য স্বার্থবশে এসব শ্রেণির কবিতা সৃষ্টি হয়েছে। … এ জন্য সাধারণ মনেও তার ক্রিয়া উল্লেখযোগ্য হয়নি।

    সূত্র : courstika.com

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

    Mar 11, 2023 Home About Privacy Contact

     SSC Exam Routine 2023 

    ২০২৩ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক

    প্রাথমিক স্তরের সকল বই

    মাধ্যমিক স্তরের সকল বই

    মাদ্রাসা বোর্ডের সকল বই

    এসএসসি গাইড এইচএসসি গাইড

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

    সাধারণ জ্ঞান ইংরেজি ২য় পত্র বাংলা ২য় পত্র

    Latest:

    Article Model Test Question

    29+ Article Practice Exercises with Answers

    English 2nd Paper

    14+ Right form of Verbs Practice Exercises with Answers

    English 2nd Paper

    49+ Transformation of Sentences Practice Exercises with Answers

    English 2nd Paper

    50+ Narration Practice Exercises with Answers

    English 2nd Paper

    190+ WH Question Practice Exercises with Answers

    English 2nd Paper

    300+ Synonym And Antonym Practice Exercises with Answers

    English 2nd Paper

    155+ Suffix and Prefix Practice Exercises with Answers

    English 2nd Paper

    39+ Tag Questions Practice Exercises with Answers

    English 2nd Paper

    60+ Voice Change Practice Exercises with Answers

    English 2nd Paper

    33+ Punctuation and Capitalization Practice Exercises with Answer

     ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী 

    Thursday, December 2, 2021

    Home HSC বাংলা ১ম পত্র বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Banglar Nobbo Lekhok Bankim Chandra Chattopadhyay

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Banglar Nobbo Lekhok Bankim Chandra Chattopadhyay

    HSC বাংলা ১ম পত্র,

    লেখক-পরিচিতিঃগল্পঃবাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

    ১। যশের জন্য লিখিবেন না। তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে।

    ২। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়; লেখাও ভালো হয়। কিন্ত আমাদের এখনও সে দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে, লোকরঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে।

    ৩। যদি মনে এমন বুঝিতে পারেন যে, লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন, তীহাদিঘকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে।

    এইচএসসি (HSC) বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরসহ: বাংলা ১ম পত্র গাইড

    ৪। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ; পরনিন্দা বা পরপীড়ন বা স্থার্থসাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনও হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ।

    লেখকঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    ৫। যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না। কিছু কাল ফেলিয়া রাখিবেন। কিছু কাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন, প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য, লেখকের পক্ষে অবনতিকর।

    ৬। যে বিষয়ে যাহার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যতে এ নিয়মটি রক্ষিত হয় না।

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Banglar Nobbo Lekhok Bankim Chandra Chattopadhyay

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন ভিডিও লিংকঃ

    ৭। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে, তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধত করিবেন না।

    ৮। অলংকার-প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে; লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে, প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে- ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই।

    ৯। যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না। কিন্ত আমার পরামর্শ এই যে, সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে, তবে দুই চারি বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না-বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে। তখন উহা কাটিয়া দিবে।

    ১০। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। কেন না লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো।

    ১১। কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না।

    ১২। যে কথার প্রমাণ দিতে পারিবে না, তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই।

    ১৩। বাঙ্গালা সাহিত্য, বাঙ্গালার ভরসা। এই নিয়মগুলি বাঙ্গালার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে, বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে।

    আরো পড়তে ক্লিক করুন:বাছাইকৃত বাংলা গল্প/প্রবন্ধ/গদ্য/উপন্যাসশব্দার্থ ও টীকাঃযশ - সুখ্যাতি, সুনাম, কীর্তি।লোকরঞ্জন - জনসাধারণের মনোরপ্ন বা সন্তোষবিধান।

    সূত্র : www.exam-cares.com

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন – সুখপাঠ

    যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না। কিছু কাল ফেলিয়া রাখিবেন। কিছু কাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন, প্রবন্ধে অনেক দোষ আছে।

    ফিরে পড়া

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

    By বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    Share

    যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না। কিছু কাল ফেলিয়া রাখিবেন। কিছু কাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন, প্রবন্ধে অনেক দোষ আছে।

    বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়

    ১। যশের জন্য লিখিবেন না। তাহা হইলে যশও হইবে না, লেখাও ভাল হইবে না। লেখা ভাল হইলে যশ আপনি আসিবে।

    ২। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে, এবং টাকাও পায়; লেখাও ভাল হয়। কিন্তু আমাদের এখনও সে দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশে লিখিতে গেলে, লোক-রঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোক-রঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে।

    ৩। যদি মনে এমন বুঝিতে পারেন যে, লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন, অথবা সৌন্দর্য্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাঁহারা অন্য উদ্দেশে লেখেন, তাঁহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে।

    আপনি যদি ইতিমধ্যে সুখপাঠের গ্রাহক হয়ে থাকেন, তাহলে লগ ইন করুন।

    Log In

    আপনি যদি "সুখপাঠ"-এর গ্রাহক না হয়ে থাকেন তা হলে আপনার পছন্দ অনুযায়ী তিন মাস, ছয় মাস বা এক বছরের জন্য এখনই গ্রাহক হয়ে যান।

    3 months

    ₨ 199/- 90 days Buy Now

    6 months

    ₨ 349/- 180 days Buy Now

    12 months

    Accepts Cards (Visa, Masters, RuPay & more), Net Banking (All Indian Bank), UPI/QR Code, Wallets (Mobikwik, Freecharge, Airtel Money, JioMoney, Pay Zapp), Pay Later (ICICI Bank)

    ₨ 649/- 365 days Buy Now Popular * One-time payment. ফিরে পড়া

    বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়

    বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

    Share

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 2 Posts 0 Comments

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জুন ১৮৩৮-৮ এপ্রিল ১৮৯৪) সম্পাদক, ঔপন্যাসিক এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। জন্ম ২৪ পরগনার কাঁঠালপাড়া গ্রামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দুই স্নাতকের একজন তিনি। কর্মজীবনে প্রথমে সাব-অর্ডিনেট এক্সিকিউটিভ সার্ভিসে যোগ দেন ও পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ পান ‘রায়বাহাদুর’ ও ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ উপাধি। তাঁর প্রথম দিককার বাংলা ও ইংরেজি রচনা ‘ললিতা’, ‘মানস’, ‘Adventures of a Young Hindu’ এবং ‘Rajmohan's Wife’ তেমন পাঠক সমাদর পায়নি। পরবর্তীতে ‘দুর্গেশনন্দিনী’ ও ‘কপালকুণ্ডলা’ উপন্যাস তাঁকে প্রবল খ্যাতি দেয়। কমলাকান্ত ছদ্মনামেও লেখালিখি করেছেন। সম্পাদনা করেছেন ‘বঙ্গদর্শন’ পত্রিকা। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ : ‘মৃণালিনী’, ‘বিষবৃক্ষ’, ‘ইন্দিরা’, ‘যুগলাঙ্গুরীয়’, ‘চন্দ্রশেখর’, ‘রাধারাণী’, ‘রজনী’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘রাজসিংহ’, ‘আনন্দমঠ’, ‘দেবী চৌধুরাণী’, ‘সীতারাম’ প্রভৃতি। লিখেছেন বেশ কিছু উৎকৃষ্ট রম্যরচনা, প্রবন্ধ ও জীবনী গ্রন্থও।

    আগের লেখা নেরুদার ডাকহরকরা পরের লেখা

    দ্য ব্যাটম্যান: দুর্নীতির অন্ধকারে মৃত্যুনগরীর আখ্যান

    আপনার জন্য এই লেখকের আরও লেখা ফিরে পড়া জ্যেষ্ঠতাত ফিরে পড়া মাতৃগুপ্ত FREE

    অন্যান্য গ্রহগণ জীবের নিবাসভূমি কি না?

    FREE ভরা-সুখে PREV NEXT

    Comments are closed.

    Archives December 2022 November 2022 September 2022 August 2022 July 2022 June 2022 May 2022 April 2022 March 2022 February 2022 January 2022 December 2021 November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 Categories FREE অন্য বই অপ্রকাশিত কবিতা অপ্রকাশিত গদ্য অপ্রকাশিত গল্প

    অপ্রকাশিত সাক্ষাৎকার

    অপ্রকাশিত হস্তাক্ষরে

    অপ্রকাশিত হাতের অক্ষরে

    আজারবাইজানের গল্প আফগানিস্তানের গল্প আর্মেনিয়ার গল্প ইজরায়েলের গল্প ইরানের গল্প উপন্যাস কথামালা কবিতা কাজাখস্তানের গল্প কাম্বোডিয়ার গল্প গল্প গল্পপাঠ চলচ্চিত্র চলচ্চিত্রকথা চলচ্চিত্রের ছোট ছবি চিনের গল্প জর্জিয়ার গল্প জাপানের গল্প তুরস্কের গল্প দক্ষিণ কোরিয়ার গল্প ধারাবাহিক ধারাবাহিক আত্মকথা ধারাবাহিক উপন্যাস ধারাবাহিক কথামালা ধারাবাহিক ব্লগ

    ধারাবাহিক ভ্রমণকাহিনি

    নতুন নাটক নেপালের গল্প পড়শি দেশের গল্পকথা পরিবেশ পরিবেশকথা পরিবেশের ছোট ছবি পর্ব ১ পর্ব ১০ পর্ব ১১ পর্ব ১২ পর্ব ১৩ পর্ব ১৪ পর্ব ১৫ পর্ব ১৬ পর্ব ১৭ পর্ব ১৮ পর্ব ১৯ পর্ব ২ পর্ব ২০ পর্ব ২১ পর্ব ২২ পর্ব ২৩ পর্ব ২৪ পর্ব ২৫ পর্ব ২৬ পর্ব ২৭ পর্ব ২৮ পর্ব ২৯ পর্ব ৩ পর্ব ৩০ পর্ব ৩১ পর্ব ৩২ পর্ব ৩৩ পর্ব ৩৪ পর্ব ৩৫ পর্ব ৩৬ পর্ব ৩৭ পর্ব ৩৮ পর্ব ৩৯ পর্ব ৪ পর্ব ৪০ পর্ব ৫ পর্ব ৬ পর্ব ৭ পর্ব ৮ পর্ব ৯ পাকিস্তানের গল্প পুনর্মুদ্রণ প্রবন্ধ প্রযুক্তি প্রযুক্তি ধারাবাহিক ফিরে পড়া ফিলিপিনসের গল্প বইপত্র বাংলাদেশের হৃদয় হতে বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশি বই বিশেষ রচনা ব্লগ ভিয়েতনামের গল্প

    সূত্র : sukhopath.in

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 14 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন