if you want to remove an article from website contact us from top.

    বিড়ালের উকুন দূর করার উপায়

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে বিড়ালের উকুন দূর করার উপায় পান।

    বিড়ালের উকুনের লক্ষণ ও চিকিত্সা

    আপনার লোমশ স্ক্র্যাচ কি অনেক? বিড়ালদের মধ্যে উকুন কেমন হয় তা সন্নিবেশ করান এবং আবিষ্কার করুন যেগুলি তাদের লক্ষণগুলি তৈরি করে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ: কীভাবে তাদের নির্মূল করা যায়।

    বিড়ালের উকুনকে কীভাবে দূর করবেন?

    মনিকা সানচেজ | | curiosities

    কোন মন্তব্য নেই

    উকুন হ'ল বাহ্যিক পরজীবী যা বিড়ালদের খুব ঘন ঘন প্রভাবিত করে, বিশেষত যদি তারা বিপথগামী হয় বা বাইরের দিকে অ্যাক্সেস পায়। যদিও তারা সাঁতারের মতো সংক্রামক নয় তবুও তারা ঠিক তেমন বিরক্তিকর এবং আমাদের বন্ধুদের সুরক্ষার জন্য অবশ্যই তা অপসারণ করতে হবে।

    সুতরাং, এই নিবন্ধে আমরা সম্পর্কে কথা বলতে হবে কিভাবে বিড়ালদের উকুন থেকে মুক্তি পেতে.

    সূচক

    1 আমার বিড়ালের উকুন আছে কিনা আমি কীভাবে জানব?

    2 কীভাবে তাদের সরানো হয়?

    আমার বিড়ালের উকুন আছে কিনা আমি কীভাবে জানব?

    উকুনগুলি ডানাবিহীন পোকামাকড় তারা কয়েক মিলিমিটার পরিমাপ করে এবং ডানা বা ঝাঁপ দেওয়ার ক্ষমতা নেই। এখানে প্রায় 3000 বিভিন্ন প্রজাতি রয়েছে এবং তারা যে প্রাণীটিকে হোস্ট হিসাবে তৈরি করে সে সম্পর্কে তারা যথেষ্ট নির্বাচনী। বিড়ালকে যে প্রভাবিত করে তা হ'ল ফেলিকোলা সাবরোস্ট্র্যাটাস, যদিও এটি অন্যান্য প্রাণী বা মানুষকে আক্রমণ করে না, এটি অন্যান্য পোলিশকে ক্ষতি করে।

    তবে কীভাবে জানবেন এটি আছে কিনা? তার জন্য, আমাদের দেখতে হবে এটি এটি এই লক্ষণগুলি প্রদর্শন করে কিনা:

    তীব্র চুলকানি: ফলস্বরূপ, প্রাণীটি স্ক্র্যাচ করে এবং নিজেই আঘাত করতে পারে।ক্ষত বা ত্বকের ঘন হওয়া: স্ক্র্যাচিংয়ের কারণে।

    El চুল মলিন এবং ম্যাটেড.

    কীভাবে তাদের সরানো হয়?

    চিত্র - পেটসনিক ডটকম

    উকুন হ'ল বাহ্যিক পরজীবী অ্যান্টিপারাসিটিক পাইপেটস দিয়ে মুছে ফেলা যায় যা আমরা পশুচিকিত্সা ক্লিনিকগুলিতে এবং পোষা প্রাণীর দোকানগুলিতে বিক্রয়ের জন্য দেখতে পাব। পাইপেটগুলি খুব হালকা প্লাস্টিকের বোতলগুলির মতো যা ভিতরে অ্যান্টিপ্যারাসিটিক তরল। এগুলি খোলা হয়, এবং এটি বিড়ালের ঘাড়ে প্রয়োগ করা হয়, যে অংশটি পিছনে যোগদান করে। সাধারণত, চিকিত্সাটি মাসে একবার পুনরাবৃত্তি করতে হবে, তবে এমন পাইপেট রয়েছে যা 6 মাস অবধি স্থায়ী হয়। আরও তথ্যের জন্য আপনার ভেটের সাথে পরীক্ষা করুন।

    আরেকটি জিনিস আমরা করতে পারি একটি অ্যান্টিপ্যারাসিটিক শ্যাম্পু দিয়ে তাকে স্নান দিনতবে আমরা যদি তাকে আগে কখনও স্নান না করি এবং সর্বোপরি, যদি তিনি ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক হন তবে আমি তাকে পরামর্শ দিই না কারণ এটি তার জন্য একটি অত্যন্ত চাপজনক অভিজ্ঞতা হবে be এবং তার সাথে আমাদের সম্পর্ক শীতল হতে পারে তা উল্লেখ করার দরকার নেই। ঘটনাটি যে এটি একটি কুকুরছানা ছিল, আমরা বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করে এটি স্নান করতে পারি এই অন্যান্য নিবন্ধ.

    আমি আশা করি এটি আপনার পক্ষে কার্যকর হয়েছে 🙂

    সূত্র : www.notigatos.es

    বিড়ালের উঁকুন হলে উঁকুন নাশক শ্যাম্পু/ স্প্রে না দিয়েই ঘরোয়া ট্রিটমেন্ট করবেন কিভাবে ?

    বিড়ালের উঁকুন হলে উঁকুন নাশক শ্যাম্পু/ স্প্রে না দিয়েই ঘরোয়া ট্রিটমেন্ট করবেন কিভাবে ? বিড়ালের উকুন

    বিড়াল ও কুকুরের উকুন দূর করার উপায়

    বিড়ালের উঁকুন হলে উঁকুন নাশক শ্যাম্পু/ স্প্রে না দিয়েই ঘরোয়া ট্রিটমেন্ট করবেন কিভাবে ?

    admin December 23, 2019 ব্যবস্থাপনা (পেট এনিমেল) Leave a comment 3,733 Views

    বিড়ালের উঁকুন হলে উঁকুন নাশক শ্যাম্পু/ স্প্রে না দিয়েই ঘরোয়া ট্রিটমেন্ট করবেন কিভাবে ?

    বিড়ালের উকুন খুবই সাধারণ একটি সমস্যা। ভয়ের কোন কারণ নেই, কারণ বিড়ালের উঁকুন মানুষের মাঝে সংক্রামিত হয় না। পশু চিকিৎসকরা বিড়ালের উকুন নিয়ে খুব কড়া ক্যামিকেল(উঁকুন নাশক শ্যাম্পু/ স্প্রে) ট্রিটমেন্ট এর ব্যাপারটাকে নিরুৎসাহিত করেন।

    বিড়ালের উকুন ধরা পড়লে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করবেনঃ

    ০১। এপল সিডার বা ভিনেগার/সিরকাঃ এপল সিডার বা ভিনেগার উকুনকে মারতে পারে না। এরা উকুনের জন্য অসহনীয় পরিবেশ তৈরি করে। ফলে উকুন গা থেকে ঝড়ে পড়তে শুরু করে। একটি পাত্রে কিছু ভিনেগার/এপল সিডার ১:১ অনুপাতে কুসুম গরম পানিতে মিশিয়ে বিড়ালের গায়ে স্প্রে করুন। লোম সরিয়ে সরিয়ে গায়ের চামড়ায় যাতে স্প্রে গিয়ে পৌছায় সেটি খেয়াল রাখবেন। এরপর বিড়ালকে এক মিনিট রোদে বসিয়ে রাখুন। খেয়াল রাখুন সে যাতে গা চাটতে শুরু না করে। নানান কথাবর্তা বলে ভুলিয়ে রাখুন। এরপর একটি চিকন উকুননাশক চিরুণী দিয়ে আঁচড়িয়ে গায়ের উঁকুনগুলো তুলে নিয়ে আসুন। এবারে সুন্দরকরে গা মুছে পরিস্কার করে নিন।

    ০২। এরপরো যদি উঁকুন না যায় তবে স্প্রে এর পরিবর্তে ১:১ অনুপাতে পানি ভিনেগার মিশিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিন। ভেজা অবস্থায় এক মিনিট রেখে এরপর ধুয়ে ফেলুন। ঠান্ডা পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করুন

    ​০৩। তিন মাসের কম বয়সি ছোট বাচ্চাকে গোসল না দেয়াই সবচাইতে ভালো। এরপরও একান্ত প্রয়োজন হলে গোছল শেষেই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিবেন। হেয়ার ড্রায়ার না থাকলে গোছল না করানোই ভালো।

    ​০৪। শীতকালে প্রচুর বিড়াল সর্দি-কাশিতে মারা যায়। ছোট-বড় নির্বিশেষে শীতে গোছলে দেয়াটা উচিত নয়। এরপরও যদি একেবারেই অতিষ্ঠ হয়ে যান, তাহলে সুন্দরভাবে মুছে রোদে বসিয়ে দিবেন।

    ​০৫। উঁকুন ঝড়ে যাবার পর সেগুলোকে একটা একটা করে মেরে ফেলতে হবে।

    ​০৬। আমাদের দেশে অনেকেই ইংলিশ উঁকুন নাশক শ্যাম্পু এবং ন্যাপথলিন ব্যবহার করেন। এতে সব উঁকুন নিমেষেই দূর হবে নিসন্দেহে। পশু চিকিৎসক এই পদ্ধতি ব্যবহারে নিরুৎসাহিত করেন। বিড়ালের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এরা নিজের গা চেটে চেটে পরিস্কার করে। সুতরাং, এদের গায়ে আপনি যাই দিবেন, তাই এদের পেটে চলে যাবে। এজন্যই এত বিষাক্ত জিনিস বিড়ালের গায়ে দেয়া ঠিক না। আপনি যদি ১০০% নিশ্চিতভাবে ইংলিশ উকুন নাশক শ্যাম্পু বা ন্যাপথলিন কাজ শেষে ওদের গা থেকে ধুয়ে ফেলতে পারেন, সেই আত্মবিশ্বাস যদি আপনার থাকে, তাহলেই কেবল এই ঝুঁকি নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজটা করবেন।

    ​০৭। ক্যামিকেল যদি ব্যবহারই করতে চান, তাহলে অনলাইনে বিড়ালের উকুননাশক স্প্রে কিনে ব্যবহার করুন।

    ​০৮। তিনমাসের নীচে বিড়ালের ক্ষেত্রে কোন ক্যামিকেল, ন্যাপথলিন, শ্যাম্পু, স্প্রে, পাওডার, কলার কিছুই দেয়া যাবে না। শুধুমাত্র এক নং পদ্ধতি অনুসরণ করতে হবে।

    ​০৯। কুকুরের স্প্রে, পাউডার, শ্যাম্পু বিড়ালকে দেয়া যাবে না।

    ​১০। স্প্রে করার সময় খেয়াল রাখবেন যাতে নাকে, কানে বা চোখে না যায়।

    ​১১। লেজের গোড়ায় বেশি উকুন হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে।

    ​১২। বাসার সব বিড়ালকে একসাথে ট্রিটমেন্ট দিতে হবে।

    ​১৩। ওদের বিছানাপত্র সব ধুয়ে সাফ করে দিতে হবে। বিছানায় উকুনের ডিম থাকতে পারে যা থেকে পরে সংক্রমিত হবার সম্ভাবনা থাকে।

    Please follow and like us:

    About admin

    Previous

    বাবুই পাখি (Weaver Bird)

    Next

    এন্টিবায়োটিক কি,প্রকারভেদ,মোড অফ একশনঃএন্টিবায়োটিক এবং কৃমিনাশক,সেমিসিন্থেটিক এন্টিবায়োটিক সহ

    Related Articles

    বিড়ালের Canned food” বা “Commercial Cat Food

    September 17, 2020

    বিড়ালের পানিশূন্যতা ঃ

    September 17, 2020

    পেট এনিম্যালের পেইন ব্যবস্থাপনা

    July 9, 2020

    Leave a Reply

    সূত্র : www.poultrydoctorsbd.com

    বিড়ালের Tick এবং Flea কি? Tick এবং Flea দূর করার কিছু উপায়

    Cat Fleas & Ticks - How to Remove Ticks and Fleas from Your Cat

    BLOG, CAT, CAT CARE

    বিড়ালের Tick এবং Flea কি? Tick এবং Flea দূর করার কিছু উপায়

    13/02/2020 Posted by PetLover

    12 FEB

    Flea কি?

    Flea এক ধরনের ছোট পোকা। সাধারনত কুকুর ও বিড়াল উভয়েরই গায়ে দেখা যায় যা চামড়ার অসুখের অন্যতম কারন। এর কারনে বিড়ালের শরীর খুব চুলকায় ও জ্বালাপোড়া করে আবার অ্যালার্জির কারন হয়েও দাঁড়ায়। এরা বিড়ালের দেহে tapeworm বহন করে যা পরবর্তীতে রক্তশূন্যতার কারন হয়ে দাঁড়ায়। Flea গাড় বাদামী রঙের ছোট পোকার মত দেখতে, ১-২ মিলিমিটার লম্বা হয়ে থাকে। একটি মেয়ে Flea দিনে অসংখ্য ডিম পারে এবং খুব দ্রুত বংশবৃদ্ধি করে। এরা বিড়ালের রক্ত খেয়ে জীবনধারন করে। অনেকসময় বিড়ালের শরীরে এই পোকার উপস্থিতি বোঝা যায় না কারন এরা খুব দ্রুতগতির হয় এবং খুব ভালো লাফাতে পারে। কিন্তু একটু খেয়াল করলে বিড়ালের গায়ে দেখা যাবে কালো রঙের ছোট কনা যেগুলোকে flea dirt বলে এবং তা দেখেই Flea এর উপস্থিতি বোঝা যায়।

    Tick কি?

    Flea এর মত Tick ও বিড়ালের গায়ে বসবাস করে এমন এক ধরনের পরজীবী। এরা বিড়ালের রক্ত খেয়ে বেঁচে থাকে। অভুক্ত একটি Tick খুব ছোট থাকে কিন্তু রক্ত খেয়ে তারা একটি মটরশুঁটির দানার মতও বড় আকারের ধারন করে। এদের আটটি পা থাকে এবং লাল, বাদামি ও কালো রঙের হয়। এরাও অসুখ বহন করে এবং বিড়ালের চর্মরোগ সৃষ্টি করে। বিড়াল ও কুকুরের গায়ে বিভিন্ন ধরনের Tick হয় যেমন- sheep tick, hedgehog tick এবং dog tick । বেশিরভাগ ক্ষেত্রে এরা বেশি লোম আছে এমন জায়গায় অর্থাৎ মাথা, ঘাড় ও লেজের গোঁড়ার কাছে থাকে।

    Flea অথবা Tick হলে করণীয়বাচ্চা বিড়ালের ক্ষেত্রে-

    বিড়ালের মায়ের গায়ে Flea থাকলে বাচ্চাদের গায়েও হয়। আর এটা ওদের জন্য ক্ষতিকর। কিন্তু ২-২.৫ মাস বয়সের আগে বিড়ালের গায়ে কোন ধরনের Powder, Shampoo ইত্যাদি কেমিক্যালযুক্ত পণ্য ব্যাবহার করা একেবারেই উচিৎ নয়। সাধারনভাবে হাত দিয়ে Flea ধরে ধরে ফেলে দিতে হবে। এরা খুব দ্রুতগতির হয় তাই এদের সহজে ধরা যায় না। হাতে Vaseline Jelly অথবা petroleum jelly মাখিয়ে নিলে এদের ধরতে সুবিধা হয় এবং ধরার পর পালিয়ে যাতে না যায় সে জন্য তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। Dishwashing Powder যুক্ত পানিতে ফেললে এরা তাড়াতাড়ি মারা যায়।আবার বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে ভালভাবে মুছে Flea চিরুনি দিয়ে আঁচড়ে দিলে Flea কমে।

    বড় বিড়ালের ক্ষেত্রে-

    Flea অথবা Tick এর জন্য কিছু পণ্য কিনতে পাওয়া যায় । যা ব্যাবহারে Flea এবং Tick এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেমন-

    ১। Powder: Flea এবং Tick দূর করার জন্য বাজারে বিভিন্ন company এর Flea Powder কিনতে পাওয়া যায়। এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি । কিন্তু একটু সাবধানে Powder ব্যাবহার করতে হয় যেন বিড়ালের নাকে মুখে না ঢুকে যায়। সারা শরীরে ব্যাবহার করতে হয় এবং সারা শরীরে ঘাড়, গলা, পেট ও লেজের গোঁড়ায় একটু বেশি দিতে হয়। কতদিন ও কি পরিমান ব্যাবহার করতে হবে তা পণ্যর গায়ে লেখা থাকে।২। Spray: পোকা দুর করার জন্য Flea Spray কিনতে পাওয়া যায় এবং বড় বিড়ালের গায়ে ব্যাবহার করা হয়। বিভিন্ন পশু চিকিৎসকের কাছ থেকে Spray করার ব্যবস্থা থাকে।

    আমাদের Online Shop থেকে Flea Spray কিনতে এখানে ক্লিক করুন।

    ৩। Shampoo: কুকুর বিড়ালের জন্য আলাদা Shampoo পাওয়া যায়। তবে তা পোকা দূর করার Shampoo কিনা তা দেখে কিনতে হবে। ২-৩ দিন এই শ্যাম্পু দিয়ে গোসল করালে Flea এবং Tick দূর হয় ।৪।  Flea collar: Flea collar কিনতে পাওয়া যায় তবে এটা চুলকানি এবং চামড়ার রোগ সৃষ্টি করে বিধায় ব্যাবহার না করাই ভালো।৫। Natural Remedy: প্রকৃতিক উপায়ে সাময়িকভাবে Flea এবং Tick দূর করা যায়, তবে নির্মূল হয় না। নিচে দুইটি উপায় দেওয়া হলঃ

    1. Apple Cider Vinegar (ACV) : ১মিলি ACV ও ২মিলি কুসুম গরম পানি এবং একচিমটি লবন মিশিয়ে বোতলে ভরে কুকুর অথবা বিড়ালের গায়ে স্প্রে করতে হবে। ভালভাবে ঘষে মুছে দিতে হবে।

    2. Neem Oil(for dog) : ½ আউন্স নিমপাতার তেলের সাথে, ¼ আউন্স লিকুইড সাবান অথবা লিকুইড ডিশওয়াশার এবং ২মিলি পানি মিলিয়ে কুকুরের গায়ে স্প্রে করতে হবে। মিশ্রণটি বানানোর ৮ঘণ্টার মধ্যে ব্যাবহার করতে হবে। তেলজাতীয় দ্রব্য বিড়ালের গায়ে ব্যাবহার করা যাবে না।

    3. Liquid Dish Washer & Lemon: লিকুইড সাবান/ লিকুইড ডিশওয়াশার অথবা লেবু Flea এবং Tick দূর করে। গোসলের সময় এগুলো ব্যাবহারে Flea এবং Tick কমে যায়।

    যা যা মনে রাখা প্রয়োজন –

    ১) Flea যদি বেশি হয় তাহলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

    ২) বিড়ালের গায়ে কখনই কুকুরের Flea treatment ব্যাবহার করা যাবে না। কুকুরের Flea treatment বিড়ালের জন্য বিষাক্ত।

    ৩) অসুস্থ, ব্যথা পাওয়া অথবা পা ভাঙ্গা বিড়ালকে Flea treatment দেওয়া যাবে না।

    ৪) সপ্তাহে অন্তত একদিন বিছানা ধুতে হবে কারন Flea এর ডিম বিছানাতে পাওয়া যায়।

    ৫) বিড়ালকে নিয়মিত Grooming করতে হবে।

    ৬) বিড়ালের গায়ে তেলজাতীয় কোন কিছু ব্যাবহার করা যাবে না।

    ৭) বাড়িতে একের অধিক বিড়াল থাকলে সবাইকে একসাথে Flea treatment দিতে হবে।

    Add to wishlist

    Himalaya Erina-EP Tick & Flea Control Shampoo for Cat & Dog (200ml)

    ৳ 640 READ MORE

    সূত্র : www.pet.com.bd

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 22 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন