বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পান।
ঘর থেকে বের হওয়ার দোয়া
ঘর থেকে বের হওয়ার দোয়া
ইসলামী জীবন
ঘর থেকে বের হওয়ার দোয়া
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০
উপকারী দোয়
ঘর থেকে বের হওয়ার দোয়া
অন্যান্য
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ : আমি আল্লাহ তাআলার নামে বের হলাম। আমি আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর তাওফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়।
উপকার : হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় উল্লিখিত দোয়া পড়বে, তাকে বলা হবে—আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আর শয়তান ওই ব্যক্তি থেকে দূরে সরে যায়। এক বর্ণনায় রয়েছে, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন।
সূত্র : তিরমিজি, হাদিস : ৩৪২৬;
আবু দাউদ হাদিস : ৫০৯৫
টপিক
ঘর থেকে বের হওয়ার দোয়া সম্পর্কিত খবর
হিদায়াতপ্রাপ্ত হওয়ার দোয়া
৭ মাস আগে
হিদায়াতপ্রাপ্ত হওয়ার দোয়া
১ বছর আগে
হিদায়াতপ্রাপ্ত হওয়ার দোয়া
৯ মাস আগে
ভয়ভীতি মুক্ত হওয়ার দোয়া
১ বছর আগে ইসলামী জীবন কোরআন থেকে শিক্ষা
প্রকাশ: রবিবার, ০৫ মার্চ, ২০২৩ ০০:০০
কোরআন থেকে শিক্ষা
পর্ব—৫
আয়াতের অর্থ : ‘যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয়ই সমান; তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের হৃদয় ও কর্ণ মোহর করে দিয়েছেন, তাদের চোখের ওপর আবরণ রয়েছে এবং তাদের জন্য আছে মহাশাস্তি।’ (সুরা বাকারা, আয়াত : ৬-৭)। সুরা বাকারার উল্লিখিত আয়াতদ্বয়ে আল্লাহ কাফেরদের পরিচয়, স্বভাব, পরিণতি এবং তাদের সত্যবিমুখতার কারণ বর্ণনা করেছেন। (তাফসিরে মুনির : ১/৮০)
শিক্ষা ও বিধান১. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আয়াত দুটি অবতীর্ণ হয়েছে কাফেরদের হিদায়াতের ব্যাপারে মহানবী (সা.)-এর আকাঙ্ক্ষার জবাব হিসেবে। আল্লাহ বাস্তবতা তুলে ধরার মাধ্যমে তাঁর নবীকে সান্ত্বনা দিয়েছেন। (ইবনে কাসির : ১/৩০৩)
২. দ্বিনের আহবান বিদ্বেষী অবিশ্বাসীদের জন্য উপকারী না হলেও, আহবানকারীর জন্য তা ঠিকই উপকারী হতো। কেননা এই আয়াত অবতীর্ণ হওয়ার পরও মহানবী (সা.) দ্বিনের দাওয়াত অব্যাহত রেখেছিলেন। (মাআরেফুল কোরআন : ১/১০৮)
৩. সত্য লাভের পরও যারা সত্য গ্রহণে হঠকারিতা করে, তারা সত্য লাভের যোগ্যতা হারায়। (তাফসিরে মুয়াসসার : ১/৩)
৪. মোহর এঁটে দেওয়ার দ্বারা মূলত পাপের অবকাশ দেওয়া উদ্দেশ্য। তাদের পাপই তাদের থেকে সত্যের আলোগুলো আড়াল করে রাখে। (ইবনে কাসির : ১/৩০৫)
৫. হিদায়াত থেকে বঞ্চিত করে আল্লাহ তাদের পাপের শাস্তি দেন। (মাআরেফুল কোরআন : ১/১০৬)
সম্পর্কিত খবর
হিদায়াতপ্রাপ্ত হওয়ার দোয়া
৭ মাস আগে
হিদায়াতপ্রাপ্ত হওয়ার দোয়া
১ বছর আগে
হিদায়াতপ্রাপ্ত হওয়ার দোয়া
৯ মাস আগে
ভয়ভীতি মুক্ত হওয়ার দোয়া
১ বছর আগে ইসলামী জীবন
হজযাত্রীদের জন্য সৌদি আরবের বিশেষ উদ্যোগ
প্রকাশ: রবিবার, ০৫ মার্চ, ২০২৩ ০০:০০
হজযাত্রীদের জন্য সৌদি আরবের বিশেষ উদ্যোগ
তারেক রহমান
করোনাকালের দুই বছর পর সর্ববৃহৎ হজের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বের ২০ লাখ হজযাত্রীর জন্য প্রস্তুত হচ্ছে পবিত্র মক্কা নগরী। তাই হজযাত্রীদের দ্রুত ইমিগ্রেশন নিশ্চিত করতে পাঁচ দেশের জন্য ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ কর্মসূচিকে আরো সুদৃঢ় করা হয়। দেশগুলো হলো বাংলাদেশসহ পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মরক্কো। এসব দেশের হজযাত্রীরা নিজ দেশের বিমানবন্দরেই ভিসা ইস্যু, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিমানে উঠবেন। ফলে সৌদি আরবে পৌঁছে তাঁদের বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। তা ছাড়া বাংলাদেশসহ পাঁচ দেশের হজযাত্রীদের ভিসার আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক করা হয়। অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত ও তিউনিশিয়া। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ হজযাত্রীর দেশ হিসেবে বাংলাদেশের হজযাত্রীদের জন্য এই সেবা চালু করা হয়। এদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ইউরোপের ৫৮টি দেশের হজযাত্রীদের জন্য অনলাইনে হজ আবেদন চালু করা হয়। এবারই প্রথম ‘নুসুক হজ’ নামের ই-প্ল্যাটফরমের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। তা ছাড়া হজযাত্রীদের ভ্রমণকে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করতে মক্কা ও মদিনার দুই শতাধিক স্থাপনা সংস্কার করা হয়। ২০১৯ সালে ২৫ লাখ লোক হজ পালন করেন। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে কঠোর বিধি-নিষেধ অনুসরণ করে সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। ২০২২ সালে বিশ্বের ১০ লাখ লোক হজ পালন করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
ঘর থেকে বের হয়ে যেসব বিষয়ে আশ্রয় চাইতেন বিশ্বনবি
প্রতিদিন কোনো না কোনো কাজে ঘর থেকে বাইরে বের হতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিভিন্ন কাজে ঘর থেকে...
ধর্ম
ঘর থেকে বের হয়ে যেসব বিষয়ে আশ্রয় চাইতেন বিশ্বনবি
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
প্রতিদিন কোনো না কোনো কাজে ঘর থেকে বাইরে বের হতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিভিন্ন কাজে ঘর থেকে বের হতেন। তিনি ঘর থেকে বের হওয়ার সময় সংক্ষেপে অনেকগুলো বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যা মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হাদিসে ঘোষিত এসব আশ্রয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওঠে এসেছে। শুধু নিজের কল্যাণে নয় বরং নিজের দ্বারা যেন অন্যের ক্ষতিও না হয়; সে ব্যাপারেও রয়েছে প্রার্থনা। হাদিসে পাকে এসেছে-
১. হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘর থেকে বের হতেন, তখন আকাশের দিকে মাথা তুলে বলতেন-
اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّউচ্চারণ : ‘আল্লাহুম্মা আউজুবিকা আন আদিল্লা আও আদাল্লা আও আযিল্লা আও আযাল্লা আও আজলিমা আও আজলামা আও আঝহালা আও ইউঝহালা আলাইয়্যা।’অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে পথভ্রষ্ট করা বা পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত হওয়া থেকে, অত্যাচার করা বা অত্যাচারিত হওয়া থেকে, অজ্ঞতা প্রকাশ করা বা মুর্খতার পাত্র হওয়া থেকে।’ (আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ)বিজ্ঞাপন
এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য একটি দোয়া পড়তেন। যে দোয়া পড়ে ঘর থেকে বের হলে মানুষ ৩টি বিশেষ মর্যাদা পায়। তাহলো- হেদায়াত, নিরাপত্তা ও সুরক্ষা। হাদিসের বর্ণনাটি হলো-
২. হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِউচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’অর্থ : আল্লাহর নামে ভরসা করছি; আল্লাহ ছাড়া কোনো অবস্থা বা কোনো শক্তি নেই।’তখন তাকে বলা হয়-> তুমি হেদায়াত প্রাপ্ত হয়েছো;
> তুমি রক্ষা পেয়েছো ও
> তুমি নিরাপত্তা লাভ করেছো।
সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলতে থাকে- ‘তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে!’ (আবু দাউদ, তিরমিজি)
বিজ্ঞাপন
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে ঘর থেকে বাইরে বের হওয়ার সময় উল্লেখিত দোয়া দুইটি পড়ার মাধ্যমে হেদায়াত, নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত অন্যান্য সুবিধাগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস
ইসলাম হাদিস বিশ্বনবি দোয়া আমল উপদেশ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
আরও পড়ুন
আয়না দেখে কী দোয়া করতেন বিশ্বনবি?
ইসলাম
বিপদে মৃত্যু না চেয়ে যে দোয়া পড়বেন
দোয়া
রাতে ভয় পেলে যে দোয়া পড়বেন
দোয়া
শোক প্রকাশের দোয়া মৃত্যু
ফজরের ওয়াক্তে ঘুম থেকে ওঠার সহজ আমল ও দোয়া
নামাজ
মাথাব্যথা-জ্বরের কুরআনি আমল করণীয় ও কার্যকরী দোয়া
হাদিস
সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকার দোয়া
সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে
সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকার দোয়া
ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
AddThis Sharing Buttons
Share to Twitter Share to LinkedIn Share to WhatsApp Share to Messenger Share to Facebook Share to Copy Link
এই দোয়া পাঠকারীকে শয়তানের ধোঁকা থেকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না
সাহাবি হজরত আবু যর (রা.) থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাঁজ অবস্থায় কারও সঙ্গে কথা বলার পূর্বে দশ বার এই দোয়াটি বলবে; তার আমলনামায় দশটি নেকি লেখা হয়, দশটি গোনাহ মাফ করা হয় এবং দশগুণ মর্যাদা বৃদ্ধি করা হয়।
সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না।
দোয়াটি হলো-
لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌউচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। -সুনানে তিরমিজিযে বাড়ী থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা করা হবে
বাড়ী থেকে বের হওয়ার সময় পড়ার দোয়াহজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার বাড়ী থেকে বের হওয়ার সময় নিম্নে উল্লেখিত দোয়াটি বলবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা করা হবে। শয়তান তার থেকে দুরে চলে যাবে।
দোয়াটি হলো-
بِسْمِ اللّهِ تَوَكَّلْتُ عَلَى اللّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّهِউচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহঅর্থ: আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া অকল্যাণরোধ বা কল্যাণ হাসিল করার শক্তি কারও নেই। -তিরমিজি, আবু দাউদ ও নাসাইইমাম আবু দাউদ (রহ.) অন্য সূত্রে রেওয়ায়েত করেছেন এভাবে, শয়তান অন্য শয়তানকে বলে, তুমি এর ওপর কেমন করে নিয়ন্ত্রণ করবে যাকে হেদায়েত দান করা হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে এবং হেফাজতের ব্যবস্থা করা হয়েছে?
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন bn24.islam@gmail.comবাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এমএইউ/
ইউটিউব সাবস্ক্রাইব করুনবাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ইসলাম বিভাগের সর্বোচ্চ পঠিত
শাবান মাসের আমল
৪ মার্চ: নামাজের সময়সূচি
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?