if you want to remove an article from website contact us from top.

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম পান।

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম: তাহাজ্জুদ নামায নারী-পুরুষ উভয়েই আদায় করা যায়। আল্লাহ তায়ালা সকল নর-নারীকে তাহাজ্জুদ নামায পড়ার নির্দেশ দিয

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন

    Admin 28 Aug, 2022

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম: তাহাজ্জুদ নামায নারী-পুরুষ উভয়েই আদায় করা যায়। আল্লাহ তায়ালা সকল নর-নারীকে তাহাজ্জুদ নামায পড়ার নির্দেশ দিয়েছেন। পুরুষ ও মহিলা তাহাজ্জুদের নামাজের মধ্যে কোন পার্থক্য নেই।

    অনেক মহিলা তাহাজ্জুদ নামাজের নিয়ম জানেন না। তাই এই প্রবন্ধে আমরা মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। যদি একজন মহিলা ধর্ম প্রার্থনা করতে চান, তবে তাকে প্রথমে ধর্ম প্রার্থনা করার অভিপ্রায় করতে হবে।

    মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম 

    তাকবীরে তাহরীমা পড়তে হবে। ছানা পাঠ করার পর সূরা ফাতিহা অন্য যে কোন সূরার সাথে একত্রিত করতে হবে। তারপর রুকু করে সোজা হয়ে দাঁড়ান। তারপর বসে দুইবার সেজদা করবে।

    এভাবে একই দোয়া তাশাহহুদ, দরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজ শেষ করতে হবে। তাহাজ্জুদ নামাজের জন্য কোন নির্দিষ্ট রাকাত নেই। তাহাজ্জুদ নামাজ ৪ রাকাত, ৮ রাকাত ও ১২ রাকাত পড়া যায়।

    প্রত্যেকেই নিজ ইচ্ছানুযায়ী তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। যত বেশি নামাজ হবে, তত বেশি সওয়াব। তাহাজ্জুদ নামায দুই রাকাতে পড়তে হবে।

    হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ফরজ নামাযের পর তাহাজ্জুদের নামায, রাতের নামায সকল ফরজ সালাতের মধ্যে শ্রেষ্ঠ।” (মুসলিম, তিরমিযী, নাসাঈ)।

    আল্লাহ তায়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে রাতে তাহাজ্জুদ নামায পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বললেনঃ

    "ওহ, আপনি পোশাক পরেছেন, নির্দিষ্ট অংশ ব্যতীত, রাতের নামাযে দাঁড়ানো।" (সূরা মুজাম্মিল: আয়াত 1-2)

    নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক ইসলামে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে এই নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। প্রিয়নবীকে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়নি, বরং রাতের নির্দিষ্ট সময় ব্যতীত সারা রাত জেগে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

    এক শ্রেণীর লোক যারা বিনামূল্যে জান্নাতে প্রবেশ করতে পারে তারা তারা যারা অধ্যবসায়ের সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কোরানের বিভিন্ন আয়াতে এই দোয়া করার তাগিদ দেওয়া হয়েছে। তাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর সাহাবা, তাবেয়ী, তাবে-তাবেয়ী ও সকল যুগের আলেমগণ তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়েছেন।

    তাহাজ্জুদের নামাজের সময় ও রাকাত

    সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামায এশার নামায থেকে সকালের সাদেক পর্যন্ত পড়া যায়। তবে তাহাজ্জুদের নামায মধ্যরাতের পরে করা উত্তম। তাহাজ্জুদ নামাজ শেষ রাতে করা উত্তম। তাহাজ্জুদ নামাজ 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত।

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ৮ রাকাত তাহাজ্জুদ পড়তেন। তাই ৮ রাকাত তাহাজ্জুদ পড়া উত্তম। কিন্তু পড়ার দরকার নেই। সম্ভব হলে ১২ রাকাত তাহাজ্জুদ করুন। তবে ৮ রাকাত নামায পড়া উত্তম। সম্ভব না হলে ৪ রাকাত আদায় করুন। যদি তা সম্ভব না হয় তাহলে ২ রাকাত হলেও তাহাজ্জুদ পড়া উত্তম। তবে তাহাজ্জুদ নামাযের কোনো প্রভাব পড়েনি।

    তাহাজ্জুদ নামাজের নিয়ত

    نَوَيْتُ اَنْ اُصَلِّىَ رَكَعَتِى التَّهَجُّدِ - اَللهُ اَكْبَر

    অর্থ : দুই রাকাআত তাহাজ্জুদের নিয়ত করছি.. অতঃপর ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বেঁধে নামাজ পড়া।

    তাহাজ্জুদ নামাজের নিয়ম

    নবী, আল্লাহ তাকে শান্তি দিন, তিনি এই নামাযটি দুই রাকাতে আদায় করেছিলেন। এই দোয়াটি যে কোন সূরা সহ পড়া যায়। কিন্তু তিনি দীর্ঘ কারাতে তার প্রার্থনা বলতেন। তাই লম্বা ক্বারাতে তাহাজ্জুদ করা উত্তম।

    তাকবীরে তাহরিমা "আল্লাহু আকবার" বলার নিয়তের সাথে সম্পর্কিত।

    তারপর ছানা পড়ে.

    সূরা ফাতেহা পাঠ করুন।

    কুরআন মিলানো এবং কোরাত পড়া। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার লম্বা কেরাত পড়লেন। অতঃপর অন্য নামাজ, সেজদার মতো রুকু আদায় করুন। দ্বিতীয় রাকাআত আদায় করে সালাম ফিরানোর পর তাশাহহুদ, দুরূদ ও দুআ মাছুরা বলে নামায শেষ করার এই পদ্ধতি।এভাবে দুই রাকাতে ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম।

    পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের কর্তব্য। সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের কর্তব্য। ফরজ নামাযের পাশাপাশি বেশি বেশি নফল নামায করুন, যার মধ্যে সর্বোত্তম হল তাহাজ্জুদের নামায।

    আজকের প্রবন্ধে আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ম ও তাহাজ্জুদ নামাজের নিয়ম এবং তাহাজ্জুদ নামাজের সময় সুন্নত বা নফল এবং তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে এবং তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলায় উচ্চারণ সম্পর্কে বিস্তারিত জানব। তাহাজ্জুদ নামাজ।

    পরিশেষে কিছু কথা

    এই ছিল আজকে মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনার অনেক বেশি উপকারে আসবে। সাধারণত একজন পুরুষো উপরোক্ত নিয়মে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবে। তাহাজ্জুদ নামাজ আদায় করার ক্ষেত্রে নারী-পুরুষের কোন ভেদাভেদ নেই।

    মহান আল্লাহতালা তাহাজ্জুদ নামাজ নারী-পুরুষের একই নিয়ম বিধান করেছেন। এছাড়াও আজকে আমরা শিখলাম তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত কিভাবে করতে হয়। সবগুলো বিষয় একজন মুসলমানের জানা দরকার। মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

    আপনার আরো পছন্দ হতে পারে..

    ramadan calendar 2023 uae | 2023 ramadan calendar uae

    2023/1/14

    ramadan calendar 2023 qatar

    2023/1/13

    ramadan calendar 2023 indonesia | 2023 Ramadan calendar indonesia

    সূত্র : www.banglalearn.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 22 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন