if you want to remove an article from website contact us from top.

    মোনাস ১০

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে মোনাস ১০ পান।

    মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট

    Monas Tablet 10 mg (মোনাস ১০ মি.গ্রা.) is a product of ACME Laboratories Ltd. Its generic name is Montelukast Sodium (মন্টিলুকাস্ট সোডিয়াম).

    মোনাস ট্যাবলেট

    মন্টিলুকাস্ট সোডিয়াম

    ১০ মি.গ্রা.

    একমি ল্যাবরেটরিজ লিমিটেড

    Unit Price: ৳ 17.50 (30's pack: ৳ 525.00)

    Also available as:

    4 mg (Chew. Tablet) 5 mg (Chew. Tablet) 4 mg (Flash Tablet) 5 mg (Flash Tablet)

    Alternate Brands Innovator's Monograph

    View In English

    নির্দেশনা

    মন্টিলুকাস্ট নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত-

    এ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এ্যাজমার ক্রনিক চিকিৎসায়

    ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে

    এ্যালার্জিক রাইনাইটিস্ এর উপসর্গ নিরাময়ে: মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস্ এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস্ রোধে।

    ফার্মাকোলজি

    মুখে সেবনযোগ্য সিলেকটিভ লিউকোট্রাইন রিসেপ্টর এন্টাগনিস্ট যা সিসটেইনাইল লিউকোট্রাইন রিসেপ্টরকে (CysLT1) প্রতিহত করে। এরাকিডোনিক এসিডের বিপাকীয় দ্রব্য হলো সিসটেইনাইল লিউকোট্রাইন (এলটিসি৪, এলটিডি৪, এলটিই৪) যা মাস্ট সেল এবং ইয়োসিনোফিল্স সহ বিভিন্ন ধরনের লিউকোট্রাইনের সেল থেকে নির্গত হয়। সিসটেইনাইল লিউকোট্রাইনের উৎপাদন এবং রিসেপ্টরের সাথে বন্ধন এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্ এর প্যাথোফিজিওলজির সাথে জড়িত (যেমন শ্বাসতন্ত্রের ইডিমা, অনৈচ্ছিক পেশীর সংকোচন) এবং এটি কোষের কার্যকারিতার পরিবর্তন করে, যার ফলে এ্যাজমার লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।

    মাত্রা ও সেবনবিধি

    প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের হাঁপানি বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে:

    ১৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের জন্য ডোজ: মন্টিলুকাস্ট ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার।

    হাঁপানি বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস সহ শিশু রোগীদের:

    ৬ থেকে ১৪ বছর বয়সী শিশু রোগীদের জন্য: মন্টিলুকাস্ট ৫ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার।২ বছর থেকে ৪ বছর বয়সী শিশু রোগীদের জন্য: মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার।৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু রোগীদের জন্য: মন্টিলুকাস্ট ৪ মিলিগ্রাম ওরাল গ্রানুলস প্রতিদিন একবার। এটি সরাসরি মুখে দেওয়া যেতে পারে, বা ঘরের তাপমাত্রায় এক চামচ ঠান্ডা জল বা নরম খাবারের সাথে মিশ্রিত করা যেতে পারে।শিশু রোগীদের ক্ষেত্রে ব্যবহার: মন্টিলুকাস্ট এর নিরাপত্তা এবং কার্যকারিতা ৬ মাস থেকে ১৪ বছর বয়সী হাঁপানিতে আক্রান্ত শিশু রোগীদের মধ্যে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে। এই বয়সের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রোফাইলগুলি প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এমনই।হেপাটিক অপ্রতুলতা: হালকা থেকে মাঝারি হেপাটিক অপ্রতুলতা সহ রোগীদের ক্ষেত্রে কোনও ডোজ সামঞ্জস্যের প্রয়োজন নেই।রেনাল অপ্রতুলতা: রেনাল অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে কোন ডোজ সামঞ্জস্যের প্রয়োজন নেই।বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: ফার্মাকোকিনেটিক প্রোফাইল এবং মন্টিলুকাস্ট এর একক ১০-মিলিগ্রাম মৌখিক ডোজের oral bioavailability বয়স্ক এবং অল্প বয়স্কদের মধ্যে একই রকম। মন্টিলুকাস্ট এর প্লাজমা অর্ধ-জীবন বয়স্কদের মধ্যে কিছুটা দীর্ঘ হয়। বয়স্কদের জন্য কোন ডোজ সমন্বয় প্রয়োজন হয় না।

    '

    প্রতিনির্দেশনা

    মন্টিলুকাস্ট কিংবা এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত।

    পার্শ্ব প্রতিক্রিয়া

    সাধারণ: ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথাব্যথা, বমিবমি ভাব, বমি, ত্বকের বিরুপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ।অস্বাভাবিক: স্নায়ুবিক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশীর বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, রক্তক্ষরণ, বিরক্তিভাব, অসুস্থতাবোধ, মাংস পেশীর বেদনা, ফুলেওঠা, খিঁচুনি, অস্বাভাবিক অনুভূতি, ঘুমের সমস্যা।বিরল: এনজিওডিমা, মনোযোগহীনতা, ফ্যাকাশে ভাব, ইয়োসিনোফিলিক গ্রানুলোমেটোসিস্ এবং পলিঙ্গাইটিস্, ইরিথেমা নোডাসাম, হ্যালুসিনেশন, লিভারের সমস্যা, সৃত্মিলোপ, বুক ধড়ফড় করা, পালমোনারী ইউওসিনোফেলিয়া, আত্মহত্যার প্রবণতা, শারীরিক কম্পন।

    মাত্রাধিক্যতা

    অধিকাংশ ক্ষেত্রে মাত্রাধিক্যের নির্দিষ্ট তথ্য ও উপাত্ত পাওয়া যায়নি। প্রায়ই ঘটে, এমন বিরূপ অভিজ্ঞতাগুলি মন্টিলুকাস্টের নিরাপত্তা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এতে পেট ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং সাইকোমোটর হাইপারএকটিভিটি পরিলক্ষিত হয়। মাত্রাধিক্যের ক্ষেত্রে, প্রয়োজন হলে সাধারণ সহায়ক ব্যবস্থাসমূহ, যেমন-পরিপাকতন্ত্র থেকে অশোধিত পদার্থ অপসারণ, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং সহায়ক চিকিৎসা প্রয়োগ করা উচিত।

    থেরাপিউটিক ক্লাস

    Leukotriene receptor antagonists

    সংরক্ষণ

    ৩০° সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

    সূত্র : medex.com.bd

    মোনাস ১০ কিসের ঔষধ

    মোনাস ১০ হলো মন্টিলুকাস্ট গ্রুপের একটি এ্যাজমা বিরুধী ঔষধ, ( মোনাস অথবা প্রোভেয়ার ) প্রাপ্ত বয়স্ক এবং ৬ মাস বয়স ও তদূর্ধ বয়সের শিশুদের ক্ষেত্রে

    ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

    মোনাস ১০ কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ | Monas 10 tablet

    May 4, 20220 4,175 3 minutes read

    মোনাস ১০ হলো মন্টিলুকাস্ট গ্রুপের একটি এ্যাজমা বিরুধী ঔষধ, ( মোনাস অথবা প্রোভেয়ার ) প্রাপ্ত বয়স্ক এবং ৬ মাস বয়স ও তদূর্ধ বয়সের শিশুদের ক্ষেত্রে এ্যাজমা প্রতিরোধে ও দীর্ঘস্থায়ী চিকিৎসায় এবং সিজনাল এ্যালার্জিক রাইনেটিস্ রোগের লক্ষণ থেকে উপশমের জন্য নির্দেশিত । ইহা শ্বাসতন্ত্র ও ফুস্ফুসের জমাকৃত কফ পরিস্কারেও কাজ করে।

    এই লেখার বিষয়বস্তু সমূহ:

    মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম

    মোনাস ১০ ট্যাবলেট, এ্যাজমা এবং সিজনাল রাইনেটিস্ – এ আক্রান্ত প্রাপ্ত বয়স্ক ও কিশোরঃ প্রাপ্ত বয়স্ক এবং ১৫ বছর বয়স বা তদূর্ধ বয়সের কিশোরের ক্ষেত্রে মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ১০ মিগ্রা ( ১ টি মোনাস অথবা প্রোভেয়ার ১০ ট্যাবলেট ) দিনে একবার

    এ্যাজমা এবং সিজনাল রাইনেটিস্ – এ আক্রান্ত শিশুঃ ৬ থেকে ১৪ বছর বয়স্ক শিশুদের জন্য মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ৫ মিগ্রা ( ১ টি প্রোভেয়ার ৫ ট্যাবলেট ) দিনে একবার ।

    ২ থেকে ৫ বছর বয়স্ক শিশুদের জন্য মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ৪ মিগ্রা ( ১ টি মন্ট্রিল বা প্রোভেয়ার ৪ ট্যাবলেট ) দিনে একবার ।

    ৬ মাস থেকে ৫ বছর বয়স্ক শিশুদের জন্য মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ৪ মিগ্রা ( ১ টি প্রোভেয়ার ৪ ওরাল গ্র্যানিউলস্ স্যাশের সম্পূর্ণ পাউডার সরাসরি মুখে খাওয়া যাবে , অথবা একটি চামচ ভর্তি ঠান্ডা পানির সাথে অথবা স্বাভাবিক তাপমাত্রার নরম খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে ) দিনে একবার ।

    এম কাস্ট ১০ এর বিরুদ্ধ ব্যবহার ও সতর্কতা ইত্যাদি

    এম কাস্ট ১০ বা যেকোন নামের মন্টিলুকাস্ট ১০/৫ এর প্রতি অভিসংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে ইহার ব্যবহার নিষিদ্ধ ।

    সতর্কতাঃ তীব্র এ্যাজমা আক্রমনে পুনঃ ব্রংকোস্পাজম আছে , স্ট্যাটাস এ্যাজমাটিকাস সহ , এমন রোগীদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট – এর ব্যবহার নির্দেশিত নয় ।

    রোগীদের যথাযত পুনরুদ্ধারকারী ওষুধ সংরক্ষণ করার জন্য উপদেশ দেওয়া উচিত । এ্যাজমার তীব্র অবনতির সময় মন্টিলুকাস্ট – এর সাহায্যে চিকিৎসা চালানো যেতে পারে । যখন শ্বসনকৃত করটিকোস্টেরয়েডের মাত্রা চিকিৎসা পর্যবেক্ষনের অধীনে ক্রমান্বয়ে হ্রাস করা হচ্ছে , তখন আকস্মিকভাবে শ্বসনকৃত অথবা মুখে সেব্য করটিকোস্টেরয়েডের পরিবর্তে মন্টিলুকাস্ট ব্যবহার করা উচিত নয় । কর্মতৎপরতা হেতু ব্রংকোম্পাজম – এর চিকিৎসা এবং ব্যবস্থাপনায় মন্টিলুকাস্ট একক ব্যবহার করা উচিত নয় ।

    আরো পড়ুন : পুরুষের দ্রুত বীর্যপাত রোধে ১০০% কার্যকরী সমাধান জেনে নিন

    এ্যাসপিরিন – এর প্রতি জ্ঞাত সংবেদনশীলতা আছে এমন রোগীরা যখন মন্টিলুকাস্ট নিচ্ছেন তখন এ্যাসপিরিন অথবা নন – স্টেরয়ডাল এ্যান্টি – ইনফ্লামেটরী ওষুধ সমূহ পরিহার করা উচিত । যদিও মন্টিলুকাস্ট এ্যাসপিরিন – এর সংবেদনশীলতা হেতু এ্যাজমা রোগীদের উন্নতি ঘটায় , ইহা এ্যাসপিরিন – এর সংবেদনশীলতা হেতু রোগীদের ক্ষেত্রে এ্যাসপিরিন এবং অন্যান্য এ্যান্টি – ইনফ্লামেটরী ওষুধ – এর ব্রংকোকনস্ট্রিকটর প্রতিক্রিয়া হ্রাস করে না ।

    মোনাস ১০ ট্যাবলেট এর সাথে অন্য ঔষধ এর আন্তঃক্রিয়াঃ

    মোনাস ১০ বা মন্টিলুকাস্ট গ্রুপের ট্যাবলেট নিয়মিতভাবে এ্যাজমা রোগের প্রতিষেধক ও দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথে প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনরূপ বৃদ্ধি করে না । ওষুধ – এর আন্ত : ক্রিয়ার সমীক্ষায় , মন্টিলুকাস্ট – এর উপর ক্লিনিক্যালী গুরুত্বপূর্ণ কোন প্রতিক্রিয়া নেইঃ

    থিওফাইলিন , প্রেডনিসোন , প্রেডনিসোলন , ওরাল কন্ট্রাসেপটিভস , টারফিনাডিন , ডিজস্ক্রিন এবং ওয়ারফারিন । যদিও অতিরিক্ত সুনির্দিষ্ট আন্তঃক্রিয়া সম্পন্ন করা হয়নি , মন্টিলুকাস্ট বহুলাংশে সচরাচর ব্যবহৃত ওষুধের সাথে কোন ক্লিনিক্যালী ক্ষতিকর আন্ত : ক্রিয়ার লক্ষণ ছাড়াই একই সঙ্গে ক্লিনিক্যাল সমীক্ষায় ব্যবহৃত হয়েছে । এই ওষুধগুলোর মধ্যে আছে থাইরয়েড হরমোনস , সিডেটিভ হিপনোটিকস , নন – স্টেরয়ডাল এ্যান্টি – ইনফ্লামেটরী ওষুধ সমূহ , বেনজোডায়াজেপাইনস এবং ডিকনজেস্টেন্টস ।

    ফেনোবারবিটাল , যা কিনা যকৃত বিপাক বৃদ্ধি করে , মন্টিলুকাস্ট – এর একক ১০ মিগ্রা মাত্রা গ্রহণের পর মন্টিলুকাস্ট – এর এইউসি আনুমানিক ৪০ % হ্রাস করে । যখন শক্তিশালী সাইটোক্রোম পি ৪৫০ এনজাইম ইনডিওসার , যেমন ফেনোবারবিটাল অথবা রিফামপিসিন , মন্টিলুকাস্ট – এর সাথে একই সঙ্গে ব্যবহার করা হয় , তখন যথার্থ চিকিৎসা পর্যবেক্ষণ করা যুক্তিসঙ্গত ।

    গর্ভাবস্থায় মোনাস ১০ ট্যাবলেট

    গর্ভাবস্থায় মোনাস ১০ বা মন্টিলুকাস্ট জাতীয় ঔষধ, ইঁদুর এবং খরগোস – এ মৌখিক সেবনের পর প্লাসেন্টা অতিক্রম করে । গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সু – নিয়ন্ত্রিত কোন পরীক্ষা নেই । যেহেতু , প্রাণীর প্রজনন সমন্ধীয় সমীক্ষা সবসময় মানব দেহের উপর প্রতিক্রিয়া প্রকাশ করে না , সেহেতু গর্ভাবস্থায় কেবল জরুরী প্রয়োজন হলেই মন্টিলুকাল্ট ব্যবহার করা উচিত । যেহেতু , অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় , তাই দুগ্ধদানরত মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত ।

    মন্ট্রিল ১০ ট্যাবলেট শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ

    পর্যাপ্ত এবং সু – নিয়ন্ত্রিত পরীক্ষায় ৬ মাস থেকে ১৪ বছর বয়সের এ্যাজমাটিক শিশু রোগীদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত । এই বয়সের রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতার প্রোফাইল বয়স্কদের মতোই ।

    মোনাস ১০ ট্যাবলেট এর পার্শ্ব – প্রতিক্রিয়াঃ

    পরিপাকতন্ত্রীয় সমস্যা , ড্রাই মাউথ , তৃষ্ণা ; অতিসংবেদনশীলতা যেমন এনাফাইলেক্সিস , এনজিওডিমা , এবং স্কিন রিয়েকশন ; দূর্বলতা , ঘুম ঘুম ভাব , বিরক্তিভাব , অস্থিরতা , মাথাব্যথা , ঘুমের ব্যাঘাত ( অনিদ্রা , ঝিমুনী , অস্বাভাবিক সপ্ন , নাইটমেয়ারস ) ; আপার রেসপাইরেটরি ট্রাক্ট ইনফেকশন , জ্বর , আথ্রালজিয়া , মায়ালজিয়া ; রক্তপাত প্রবণতা বৃদ্ধি , ইডিমা এবং সিজারস ।

    বিঃদ্রঃ– আমরা একেক টাইটেল এ একেকটা নাম ব্যাবহার করেছি, তার কারন সবগুলো নাম সম্পর্কে যেন আপনারা পরিচিত হতে পারেন। নিচে আরও কিছু সেইম ঔষধের নাম লিখে দিচ্ছি।

    সূত্র : rugbalai.com

    monas 10 এর কাজ কি

    monas 10 এর কাজ এবং মোনাস ১০(monas 10mg) খাওয়ার নিয়ম জানতে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুনঃ monas 10 এর দাম কত। মোনাস ১০ এর দাম কত? মোনাস ট্যাবলেট

    শারীরিক স্বাস্থ্যস্বাস্থ্য

    monas 10 এর কাজ কি | মোনাস ১০ খাওয়ার নিয়ম।

    monas 10 এর কাজ কি | মোনাস ১০ খাওয়ার নিয়ম। monas 10 এর কাজ কি?

    November 21, 2021

    আসসালামু আলাইকুম। আজকের আর্টিকেলে মোনাস ১০ ( monas10) এর কাজ এবং মোনাস ১০ মি.গ্রা. খাওয়া নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।মোনাস একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ঔষধ বর্তমানে মোনাস ট্যাবলেট বিভিন্ন পরিমানে পাওয়া যায়।

    monas 10 এর কাজ কি

    মোনাস ১০(monas 10) এ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং এ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে এ্যালার্জিক রাইনাইটিস্ এর উপসর্গ নিরাময়ে: মৌসুমী এ্যালার্জিক রাইনাইটিস্ এবং পেরিনিয়াল এ্যালার্জিক রাইনাইটিস্ রোধের ঔষধ।

    monas 10mg (মোনাস ১০মি.গ্রাম)

    monas 10 খাওয়ার নিয়ম

    প্রাপ্ত বয়স্ক এবং কিশোর (১৫ বছর এবং এর উর্দ্ধে)-

    এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্: ১০ মিগ্রা দৈনিক ১ বার।

    ব্যায়াম জনিত শ্বাসনালীর সংকোচন: ১০ মিগ্রা দৈনিক ১ বার।

    বাণিজ্যিক নাম Monas (মোনাস)জেনেরিক নাম মন্টিলুকাস্ট সোডিয়ামধরণ ট্যাবলেটপরিমাপ 4mg, 5mg, 10mgচিকিৎসাগত শ্রেণি Leukotriene receptor antagonistsউৎপাদনকারী একমি ল্যাবরেটরিজ লিমিটেডmonas 10 এর দাম কত Unit Price: ৳ 16.00 (30’s pack: ৳ 480.00)আরো পড়ুনঃ-

    আরো পড়ুনঃ  তিসি বীজের উপকারিতা | তিসি বীজ খাওয়ার নিয়ম

    সিনামিন ট্যাবলেট এর কাজ | Sinamin tablet এর কাজ কি | খাওয়ার নিয়ম, দাম কত

    monocast এর কাজ কি | মনোকাস্ট ১০ খাওয়ার নিয়ম

    অমিডন এর কাজ কি | Omidon 10mg খাওয়ার নিয়ম

    সিনামিন ট্যাবলেট এর কাজ | Sinamin tablet এর কাজ কি | খাওয়ার নিয়ম, দাম কত

    monocast এর কাজ কি | মনোকাস্ট ১০ খাওয়ার নিয়ম

    অমিডন এর কাজ কি | Omidon 10mg খাওয়ার নিয়ম

    সূত্র : recipegor.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 20 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন