শবেবরাত ২০২৩
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে শবেবরাত ২০২৩ পান।
পবিত্র শবে বরাত ২০২৩ > ৭ মার্চ তারিখে Shab e Barat 2023 [সরকারি ছুটি কবে]
পবিত্র শবে বরাত ২০২৩ (Shab e Barat 2023) পালিত হবে ৭ মার্চ ২০২৩ তারিখে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে
ইসলাম ও নৈতিক শিক্ষা
পবিত্র শবে বরাত ২০২৩ > ৭ মার্চ তারিখে Shab e Barat 2023 [সরকারি ছুটি কবে]
Last updated: 05/03/2023 3:12 AM
এডু ডেইলি ২৪
Published 05/03/2023
10 Min Read Share
পবিত্র শবে বরাত ২০২৩ > ৭ মার্চ তারিখে - সরকারি ছুটি কবে - Shab e Barat 2023 Bangladesh
Ads 3.3/5 - (75 votes)
পবিত্র শবে বরাত ২০২৩ (Shab e Barat 2023) পালিত হবে ৭ মার্চ ২০২৩ তারিখে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শাবান মাস শুরু হবে। এই হিসেবে ৭ মার্চ ২০২৩ তারিখ (মঙ্গলবার) দিবাগত (দিনগত) রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাতের রাতের পরদিন অর্থাৎ ৮ মার্চ ২০২৩ তারিখে সরকারি ছুটি থাকবে।এক নজরে ...
পবিত্র শবে বরাত ২০২৩ এর তারিখ / শবে বরাত কবে ২০২৩
শবে বরাত অর্থ কি
শবে বরাতের নামাজের নিয়ম / শবে বরাতের নামাজ
শবে বরাতের ফজিলত / শবে বরাত সম্পর্কে হাদিস
শবে বরাতের নামাজের নিয়ত
শবে বরাতে করণীয় ও বর্জনীয়
২১ ফেব্রুয়ারি ২০২৩ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাতের ব্যাপারে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।
Ads
পবিত্র শবে বরাত ২০২৩ এর তারিখ / শবে বরাত কবে ২০২৩
সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রজব ১৪৪৪ হিজরি, ৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
এমতাবস্থায়, আগামী ৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বুধবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৪৪ হিজরি, ২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
Ads
শবে বরাত অর্থ কি
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতেই হলো ‘শবে বরাত’। ফার্সি শব্দ শবে বরাতের মানে হলো- মুক্তির রজনী। শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফারসি, উর্দু, বাংলা, হিন্দিসহ নানান ভাষায় যা ‘শবে বরাত’ নামেই অধিক পরিচিত।
শবে বরাতের নামাজের নিয়ম / শবে বরাতের নামাজ
ইসলামি তমদ্দুন তথা মুসলিম কৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত, এর মধ্যে পাঁচটি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ পাঁচটি রাত হলো- দুই ঈদের রাত্রিদ্বয়, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর। যাঁরা রাতের ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন, তাঁরা প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, ‘হা-মিম! শপথ! উজ্জ্বল কিতাবের, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী। যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমিই দূত পাঠিয়ে থাকি। এ হলো আপনার প্রভুর দয়া, নিশ্চয় তিনি সব শোনেন ও সব জানেন।
Ads
তবু তারা সংশয়ে রঙ্গ করে। তবে অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধূম্রাচ্ছন্ন হবে। [সুরা-৪৪ (৬৪) দুখান, রুকু: ১, আয়াত: ১-১০, পারা: ২৫, পৃষ্ঠা ৪৯৬-৪৯৭/১৪-১৫]। মুফাসসিরিনগণ বলেন, এখানে ‘লাইলাতুল মুবারাকা’ বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান)। হজরত ইকরিমা (রা.) প্রমুখ কয়েকজন তফসিরবিদ থেকে বর্ণিত আছে, সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত বোঝানো হয়েছে। (তাফসিরে মাআরিফুল কোরআন)।
শবে বরাতের ফজিলত / শবে বরাত সম্পর্কে হাদিস
হজরত আয়িশা সিদ্দিকা (রা.) বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো, তিনি মৃত্যুবরণ করেছেন; আমি তখন উঠে তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল; তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ করে বললেন, হে আয়িশা! তোমার কি এ আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসুলুল্লাহ (সা.)!
Ads
আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না? নবীজি (সা.) বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসুলই ভালো জানেন। তখন নবীজি (সা.) বললেন, এটা হলো অর্ধশাবানের রাত; এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন; ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। (শুআবুল ইমান, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৩৮২)।
হজরত আয়িশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) এ রাতে মদিনার কবরস্থান ‘জান্নাতুল বাকি’তে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি (সা.) তাঁকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের (সংখ্যার পরিমাণের) চেয়েও বেশিসংখ্যক গুণাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। (তিরমিজি শরিফ, হাদিস: ৭৩৯)।
Ads
শবে বরাতের নফল নামাজ ও ইবাদত : রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। (ইবনে মাজাহ)। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ; সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মোস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মোস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর।
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো; কেননা, এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন; কোনো ক্ষমাপ্রার্থী আছ কি? আমি ক্ষমা করব; কোনো রিজিকপ্রার্থী আছ কি? আমি রিজিক দেব; আছ কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৪)।
শবে বরাত ২০২৩
শবে বরাত ২০২৩ - শবে বরাত ২০২৩ কত তারিখে: শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মুসলিমদের পালিত গুরুত্বপূর্ন রাত।
শবে বরাত ২০২৩ – শবে বরাত ২০২৩ কত তারিখে
Islamic / By Juyel Ahmed Liton / 2023-03-03
শবে বরাত ২০২৩ – শবে বরাত ২০২৩ কত তারিখে: শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মুসলিমদের পালিত গুরুত্বপূর্ন রাত। উপমহাদেশে এই রাত্রটিকে শবে বরাত বলা হয়। এটা দুইটি ফার্সি শব্দ মিলে গঠিত হয়েছে। শব শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, বণ্টন, নির্ধারিত, সৌভাগ্য। অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ সৌভাগ্যের রাত।
কিছু মুসলিমদের বিশ্বাস, এই রাত্রে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের বিশেষ ক্ষমা ঘোষণা করেন। জগতের নানান প্রান্তের অগণিত মুসলমান অনেক ইবাদাতের মধ্য দিয়ে শবে বরাত পালন করে থাকে। অনেক এলাকায়, এই রাত্রে নিজেদের মৃত আত্মীয়-স্বজন ও পূর্বপুরুষদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও ইবাদতের আয়োজন অনুষ্ঠিত হয়।
তবে শিয়া সম্প্রদায়েরা একটু ভিন্ন। তাদের মধ্যে বারো ইমামে বিশ্বাসী শিয়া সম্প্রদায়ের মানুষেরা এই তারিখে মুহাম্মদ আল-মাহদি বা ইমাম মাহদীর জন্মদিন মিলাদ বা জন্মদিন পালন করে থাকে। শবে বরাতের রাত্রকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়।
আফগানিস্তান ও ইরানে এটাকে নিম শা’বান বলা হয়। এর অর্থ শা’বান মাসের অর্ধেক।
এ্যরাবিক ভাষীগণ এটাকে নিসফ্ শা’বান বলে থাকে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মালয় ভাষীগণ এটাকে নিসফু শা’বান বলে নামকরণ করেছেন।
তুরস্কের তুর্কি ভাষীগণ এটাকে বলেন বিরাত কান্দিলি।
ভারতীয় উপমহাদেশে শবে বরাত বা লাইলাতুল বরাত বলে সম্বোধন করা হয়।
কাদের কাছে গুরুত্বপূর্ণ এই শবে বরাত
শবে বরাত ফার্সি শব্দ। এছাড়া এই শব্দের ব্যবহার এ্যরাবিক ভাষায় নাই। কিন্তু শা’বান মাসের অনেক গুরুত্ব আছে। পাক-ভারত, বাংলাদেশ, , লেবানন, , আজারবাইজান, শ্রীলঙ্কা, তুরস্ক, ইরান, তাজিকিস্তান আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও কাজাকিস্তান- এই সকল দেশে শবে বরাত পালন করা হয়ে থাকে।
সাধারণ আরবগণ এই দিনটিকে গুরুত্ব দেয় না এবং পালন করে না। তাদের মত হচ্ছে, এইরাত্রে বিশেষ কোনো ইবাদাত ইসলামে নেই। তবে আরব দেশগুলোতে উপমহাদেশীয় দ্বারা প্রভাবিত আরবেরা ও শিয়াগণ এই শবে বরাত পালন করে থাকেন।
আরো পড়তে পারেন:
আজকের আরবি কত তারিখ ২০২৩ | আজ আরবি মাসের কত তারিখ
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ - আজকের ইফতারের সময়সূচি
বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম এর তালিকা
মহান আল্লাহর গুণবাচক নাম অর্থসহ (৯৯টি)
আজকের নামাজের সময়সূচী - ২১ জানুয়ারি ২০২৩
আরো পড়ুন: শবে মেরাজ কত তারিখে
ইরানে বারো ইমামে বিশ্বাসী শিয়াগণ, শিয়া মতাদর্শ মোতাবেক দ্বাদশ ইমাম মাহদির জন্মদিন হিসেবে এই দিন পালন করে। এই রাত্রে ইরানের অলিগলি আলোকসজ্জা করা হয়। মাহফিলের প্রোগ্রাম করা হয়। ইরাকেও এমনটা হয়। এই দিনে বাচ্চা হোক বা বৃদ্ধ, প্রতিবেশীর বাসায় গেলে তাদেরকে মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।
ইন্দোনেশিয়ায় কিছু স্থানে ধর্মীয় জলসার আয়োজন করা হয়। সেখানে মুসলিমগণ ধর্মীয় নেতার বয়ান শোনে ও সবাই মিলে জিকির-আজকার করে। তবে ইন্দোনেশিয়াযতে এই প্রথা খুব কমই পালন হতে দেখা যায়।
বাংলাদেশে শবে বরাত
আমাদের দেশে শবে বরাত অনেক গুরুত্ব সহকারে পালন করা হয়। ১৪ শা’বানের দিন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই শবে বরাতের কার্যক্রম শুরু হয়ে যায়। এদিন সন্ধ্যা রাত্রে মুসলিমরা গোসল করে পাক পবিত্র হয়। মুসলিম রমণীরা বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুত করে। এর মধ্যে প্রধান খাবার হচ্ছে হালুয়া ও রুটি। এই সময় বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা হয়। এছাড়া থাকে মাংস, পোলাও, সেমাই, ফিরনি, জর্দা।
প্রস্তুতকৃত খাদ্য একে অন্যের বাসায় উপহারস্বরূপ পাঠায়। এই রাত্রে বাচ্চারা খুব আনন্দ উৎসব করে। তারা বাবা, দাদা বা বন্ধুদের সাথে দলবেঁধে মসজিদে যায়। মসজিদে ইমামগণ অনেক ধর্মীয় আলোচনা করে। সারা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। সারারাত্র মুসলিমগণ নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকিরে কাটায়।
ঘরের রমনীরাও এই রাত্রে অনেক ইবাদত বন্দেগী করে। এইমাত্র এবাদতের পাশাপাশি এক আনন্দ উৎসবে পরিণত হয়। গরিব দুঃখীদের ঘরে খাদ্যের আমদানি ঘটে। তবে আজ থেকে ১০-১৫ বছর আগে এই আনন্দের মাত্রা আরেকটু বেশি ছিলো। সেই সময় বাচ্চারা আতশবাজি, পটকা ফোটাতো। তাঁরা বাতি জ্বালাতো। আগরবাতির গন্ধে ঘর মম করতো। কিন্তু ধর্মীয় নেতাদের অনুরোধে এগুলো এখন বন্ধ হয়ে গেছে। তবে এখনো ঢাকা শহরে যুবকেরা ভ্যান গাড়ি ভাড়া করে সারারাত এক মসজিদ থেকে আরেক মসজিদ ভ্রমণে বের হয়।
পবিত্র শবে বরাত মুসলিমদের নিকট অন্য একটি কারণেও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আরবি বর্ষপঞ্জি অনুযায়ী শবে বরাতের ১৫ দিন পরেই আসে রমজান মাস। রমজান মাস মুসলিমদেরকে অনেক আবেগময় একটি মাস। এই মাসে প্রভুর নিকটবর্তী হওয়া যায়। তাই মুসলিমগণ শবে বরাতকে রমজানের আগমনী বার্তা হিসেবে সাদরে গ্রহণ করে।
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Telegram Share
শবে বরাত ২০২৩ কত তারিখে জেনে নিন । শবে বরাত পালনের নিয়ম
শবে বরাত কত তারিখে 2023 ... ২০২৩ সালের শবে বরাত কত তারিখে .. শবেবরাত সম্পর্কে আলোচনা .. শবে বরাত পালনের নিয়ম .. শবে বরাত ২০২৩ কত তারিখে
ইসলাম
শবে বরাত ২০২৩ কত তারিখে জেনে নিন । শবে বরাত পালনের নিয়ম
01/03/2023 / By Shaikh Mainul Islam
1 Minute read
প্রিয় পাঠক, শবে বরাতের ঠিক ১৫ দিন পরেই শুরু হয় মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব মাহে রমজান। আর এই ২০২৩ সালে শবে বতার খুব সন্নিকটে। তাই আজকে আমরা শবে বরাত ২০২৩ কত তারিখে এবং শবে বরাত পালনের নিয়ম সম্পর্কে জানবো।
শবে বরাত অর্থ মুক্তির রাত বোঝায়। ইসলাম ধরমালম্বিদের মতে শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ ভাবে ক্ষমা করেন। বিশেষ ভাবে আল্লাহ তার বান্দাদের সব চাওয়া পূরণ করেন। তাই শবে বরাতের রাত মানেই মুসলমান সম্প্রদায় সারা রাত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রাত্থনা করেন।
আজকের পোষ্টে আমরা শবে বরাত ২০২৩ কত তারিখ, শবে বরাত পালনের নিয়ম। এছাড়াও জানবো শবে বরাতের নামাজ সম্পর্কে বিস্তারিত। শবে বরাত ২০২৩ কত তারিখে জানতে এবং শবে বরাত সম্পর্কিত সকল তথ্য পেতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
শবে বরাত কত তারিখে 2023
মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা জানতে চান কবে কখন শবে বরাত। কারণ শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার জন্য বিশেষ ভাবে ক্ষমা করতে চান। শুধু তার বান্দারা তার কাছে ক্ষমা চাবে সেই অপেক্ষা করেন মহান আল্লাহ তায়ালা।
সকল মুসলিম জাহানের জন্য বিশেষ খবর হচ্ছে যে, এবছর অর্থাৎ শবে বরাত ২০২৩ হবে ২০২৩ সালের মার্চ মাসের ৭ তারিখ দিবাগত রাতে।
অর্থাৎ ৭ মার্চ দিন শেষে রাত হলেই ৭ এবং ৮ মার্চ নিয়ে যে রাত সেই রাতে শবে বরাত ২০২৩ অনুষ্ঠিত হবে।
আরও সহজ ভাবে বললে বঝা যায় যে, ২০২৩ সালের শবে বরাত মার্চ মাসের ৭ তারিখ দিনগত বা দিবাগত রাতে অনুষ্ঠিত হবেহ।
পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)আরও সহজ ভাবে বললে, ৭ তারিখ দিন শেষ হয়ে গেলো। দিন শেষ হয়ে যে রাত শুরু হলো অর্থাৎ ধরেন ৭ তারিখ রাত ১০ টা। আবার রাত ১২ তার পড়ে ৮ তারিখ শুরু হবে।
আর এবারের শবে বরাত অনুষ্ঠিত হবে ৭ মার্চ এবং ৮ মার্চ এর মিশ্রিত রাত অর্থাৎ ৭ মার্চ ইঙ্গত রাতে।
আশা করছি বুঝতে পারছেন যে শবে বরাত ২০২৩ কত তারিখে অনুষ্ঠিত হবে।
শবে বরাত ২০২৩ মূলত ৭ মার্চ ২০২৩ দিবাগত রাতে অনুষ্ঠিত হবেহ।
এবার আমরা জানবো শবে বরাত পালনের কিছু নিয়ম। চলুন শবে বরাত পালনের নিয়ম সম্পর্কে সঠিক ধারণা নিয়ে নেওয়া যাক।
শবে বরাত পালনের নিয়ম । শবে বরাত ২০২৩
প্রিয় পাঠক, শবে বরাত সম্পর্কে আমাদের অনেকের মাঝে অনেক ভুল ধারণা আছে।
যেমন অনেকে মনে করে শবে বরাত পালন করা বেদাত।
আবার অনেকে মনে করেন যে, শবে বরাত পালন না করলে পাপ হয়।
প্রকৃত অর্থে এটাই সত্য যে, শবে বরাত একটি স্পেশাল রাত।
শবে বরাতের রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকে। বান্দা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন।
বান্দাদের সকল চাওয়া পূরণ করেন। শুধু মাত্র দুই শ্রেনির ব্যক্তি ব্যতিত (বিদ্বেষ পোষণকারী) এইদিন সবাইর দোয়া আল্লাহ কবুল করেন।
শবে বরাত পালনের আসল নিয়ম হচ্ছে, এই দিন রাতে আল্লাহ তায়ালার কাছে বেশী বেশী ক্ষমা প্রাত্থনা করতে হবে। নফল ইবাদত করতে হবে। আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করতে দোয়া করতে হবেহ।
আরও পড়ুনঃ শবে বরাতের রোজা কয়টি । শবে বরাত সম্পর্কে বিস্তারিতশবে বরাতের রাত যত বেশী ইবাদত করা হবে আল্লাহ তার বান্দাদের তত বেশী দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে রিজিকের জন্য সাহায্য চাইতে হবেহ।
জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য দুই হাট তুলে আল্লাহর কাছে কান্না করতে হবে।
এই রাতে এশার নামাজের পড়ে যত সম্ভব নফল ইবাদত করা উচিত।
তবে সারা রাত জেগে সকালে ফজর অর্থাৎ ফরজ নামাজ কাযা না হয় সেদিকে খেয়াল রাখতে হবেহ।
শবে বরাত উপলক্ষে কোনও প্রকার আতশবাজি ফুটানো যাবে না। ভালো ভালো রান্না করে খাওয়ার জন্য শবে বরাতকে উদ্দেশ্য করা যাবে না।
সহজ ভাবে বললে, শবে বরাত হচ্ছে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে কান্নাকাটি করে মাফ চাওয়ার রাত। রহমত চাওয়ার রাত।
সেই রাতে আল্লাহর ইবাদত ব্যতিত অন্য কোনকিছু করা মানেই না জায়েজ এবং পাপ।
তাই শবে বরাতের সময়ে নিজেরা সতর্ক থাকার পাশাপাশি বাচ্চাদের দেখে রাখতে হবে। তারা যেন খারাপ সঙ্গের সাথে মিশে ইসলাম পরিপন্থী কাজ না করে।
শবে বরাতের নামাজ পড়ার নিয়ম
শবে বরাত উপলক্ষে যে আপনাকে নামাজই পড়তে হবে এমনটা না। নফল ইবাদত করলেই হবেহ।
তবেহ, একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায়। তাই নামাজ ইবাদত -ই সবথেকে সেরা ইবাদত।
আরও পড়ুনঃ শবে বরাতের নামাজ সম্পর্কিত সকল তথ্য জেনে নিনএদিন দিন এশার নামাজের পড়ে সুন্নত আদায়ের পরে দুই রাকাত করে অন্তত ১২ রাকাত নফল নামাজ পড়া অতি উত্তম। তবে এটি বাধ্যতামূলক নয়।
আপনি কম বেশী পড়তে পারেন। আপনি চাইলে অন্যান্য ইবাদত ও করতে পারেন।
আরও পড়ুনঃ শবে বরাতের নামাজের নিয়ম । শবে বরাতের ফজিলত । শবে বরাতের আমলশবে বরাতের নামাজ পড়ার পূর্ণাঙ্গ লেখা আমাদের “শবে বরাতের নামাজের নিয়ম এবং নিয়ত বাংলা এবং আরবিতে” পোষ্ট থেকে জানতে পারবেন।
শবে বরাত সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS
প্রশ্নঃ শবে বরাত ২০২৩ কত তারিখে ?
= শবে বরাত ২০২৩ মার্চ মাসের ৭ তারিখ দিবাগত রাতে। বিস্তারিত উপরে উল্লেখ আছে সেখান থেকে দেখে নিন।
প্রশ্নঃ শবে বরাতের নামাজ কয় রাকাত/
= শবে বরাতের নামাজ নিয়ে কোনও ধরাবাধা নিয়ম নেই।
তবে শবে বরাতের নামাজ ২ রাকাত করে ১২ রাকাত নামাজ পড়া উত্তম।
প্রশ্নঃ শবে বরাত পালন করা কি জায়েজ?
= অবশ্যই শবে বরাত পালন করা জায়েজ। তবে শবে বরাত সম্পর্কে কিছু বিধি নিষেধ আছে। সেগুলো মেনে চলতে হবেহ।
প্রশ্নঃ শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কিহ ?
= শবে বরাতের নামাজ পড়ার নিয়ম আমাদের অন্য একটি পোষ্টে খুব বিস্তারিত ভাবে উল্লেখ করা আছে। সেখান থেকে দেখে নিন।
প্রশ্নঃ শবে বরাতে না জায়েজ কি কি?
= শবে বরাতে খাওয়াদাওয়া, আতশবাজি ফুটানো, উদযাপনের উদ্দেশ্য নিয়ে অনেক লোক এক জায়গায় জটলা করে দুনিয়াবি কথা বার্তা বলা, ইত্যাদি।
শবে বরাত ২০২৩ নিয়ে সর্বশেষ
আজকের পোস্ট থেকে আমরা শবে বরাত ২০২৩ কত তারিখে টা জেনেছি। জেনেছি শবে বরাতের নামাজের নিয়ম।
সর্বশেষ জেনেছি শবে বরাত সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর।
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?