if you want to remove an article from website contact us from top.

    সাদা সাদা কালা কালা গানটি কে গেয়েছেন

    Mohammed

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    এই সাইট থেকে সাদা সাদা কালা কালা গানটি কে গেয়েছেন পান।

    ‘সাদা সাদা কালা কালা’ গানের শিল্পী কে এই শিবলু? – চ্যানেল আই অনলাইন

    যেখানেই যাই, সবার মুখে মুখে গাইতে শুনি 'সাদা সাদা কালা কালা' গানটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ২৯ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা 'হাওয়া' ছবির এ গান যেন হয়ে উঠেছে গণ মানুষের!সকলের প্লে-লিস্টে পছন্দের গান এখন এটি। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু।

    ‘সাদা সাদা কালা কালা’ গানের শিল্পী কে এই শিবলু?

    বিনোদন

    - নাহিয়ান ইমন ২০ জুলাই, ২০২২ ২২:৩৭

    যেখানেই যাই, সবার মুখে মুখে গাইতে শুনি ‘সাদা সাদা কালা কালা’ গানটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ২৯ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘হাওয়া’ ছবির এ গান যেন হয়ে উঠেছে গণ মানুষের!

    সকলের প্লে-লিস্টে পছন্দের গান এখন এটি। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু। কিন্তু তিনি কে? যার কণ্ঠের গানটি এখন সবার মুখে মুখে?

    শিবলু পেশাদার গায়ক নন। তবে ছোটবেলা থেকে গাইতে পছন্দ করেন। বন্ধুদের আড্ডা কিংবা ঘরোয়া পরিসরে গান করেন।

    ‘সাদা সাদা কালা কালা’ মূল শিল্পী হাশিম মাহমুদ। লেখা ও সুর তারই। ৯০ দশকের শেষের দিকে শাহবাগ, টিএসসি, ছবির হাটে জড়ো হওয়া আড্ডাপ্রিয় মানুষদের কাছে প্রিয় গান ছিল ‘সাদা সাদা কালা কালা’। পরিচালক সুমন তৎকালীন ঢাবির চারুকলা অনুষদে পড়তেন। হয়তো তখন ঠিক করেন এ গানের যথাযথ মুল্যায়ন একদিন করবেন! তাই করেছেন। প্রকৃত শিল্পী হাশিম মাহমুদ বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ থাকায় চেষ্টা করেও তাকে দিয়ে গাওয়াতে পারেননি। পরে এরফান মৃধা শিবলুকে দিয়ে গাওয়ানোর সিদ্ধান্ত নেন পরিচালক সুমন। প্রকাশের ১২ দিনের মাথায় সারাদেশে ছড়িয়ে পড়ে এ গান।

    গানটির সাফল্যে প্রশংসায় ভাসছেন এরফান মৃধা শিবলু। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে সাফল্যের নেপথ্যে থাকা গানটির কারিগর হাশিম মাহমুদকে বারবার স্মরণ করছিলেন তিনি।

    বলছিলেন, মানুষ গানটি এতো পছন্দ করায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। সুমন ভাইয়ের প্রথম ছবিতে আমার প্লেব্যাক, এটা অনেক বড় পাওয়া। হাশিম ভাইয়ের এই গান আগে অনেকেই গাওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাণিজ্যিকভাবে কেউ চেষ্টা করেনি। হাশিম ভাইকে দিয়ে গানটি করানোর চেষ্টা করা হয়, কিন্তু উনি অসুস্থ থাকায় সম্ভব হয়নি। তবে আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করেছি।

    গানটিতে কণ্ঠ দেয়ার আগে মূল শিল্পী হাশিম মাহমুদকে দিয়ে গাওয়াতে না পারায় কিছুটা খারাপ লাগা কাজ করছিল বলে জানান শিবলু। তিনি যেমনটা বললেন, গানটি যে মানুষ পছন্দ করবে সেই ধারণা আগে থেকে ছিল। শুধু ‘সাদা সাদা কালা কালা’ নয়, হাশিম মাহমুদ ভাইয়ের অনেক গান আছে যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তার সেইসব গান যদি সংগীত সংশ্লিষ্টরা তাকে দিয়ে করানোর উদ্যোগ নেন তাহলে সবচেয়ে বেশি আনন্দ পাবো। তবে আমি মনে করি ‘হাওয়া’ চলচ্চিত্রের এ গানটির মধ্য দিয়ে হাশিম মাহমুদ ভাই দেশবাসীর মাধ্যমে আরও বেশি পরিচিতি পেলেন।

    নিজের কথাও শোনালেন এরফান মৃধা শিবলু। জানালেন, তিনি ঢাকার মানুষ। শৈশব, যৌবন সবকিছু কেটেছে ঢাকায়। তবে বর্তমানে যেহেতু গায়ক হিসেবে শিবলুর পরিচিতি বেড়েছে, তাই গান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি শুরুতে বলেন, ছোটবেলায় দেখেছি মা ও মামা গুণগুণ করে গাইতেন। তখনই গানে ভালা লাগা শুরু। পড়ে নজরুল শিক্ষালয় ও ছায়ানটে কিছুদিন প্রাতিষ্ঠানিক গানের তালিম নিয়েছিলাম। ঘরোয়া আড্ডা ও বন্ধুবান্ধবের সঙ্গে গান করেছি। এছাড়া আমার অফিশিয়ালি ‘হাওয়া’র আগে কোনো অডিও গান বা মিউজিক ভিডিও করা হয়নি। ‘হাওয়া’ দিয়ে আমার মূল প্ল্যাটফর্ম বা প্লেব্যাক-এ প্রথম গান করা হলো। পরিচালকের সিদ্ধান্তে আমি শুধু গানটায় আছি, ‘হাওয়া’ চলচ্চিত্রে সামনে না থাকলেও এর পিছনে কাজ করছি।

    নিয়মিত বিজ্ঞাপন সেক্টরে কাজ করেন এরফান মৃধা শিবলু। পাশাপাশি ‘সেন্টার ফর এশিয়ান থিয়েটার’ (ক্যাট) নামে একটি পেশাদার মঞ্চ নাটকের দলে ১২ বছর ধরে কাজ করছেন। দুই বছর ছিলেন সিসিমপুরে। শিবলু জানালেন, সিসিমপুরের পর অনিমেষ আইচের কয়েকটি নাটকে অভিনয় করেন। তার সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। সেখান থেকে মেজবাউর রহমান সুমনের সঙ্গে পরিচয় ২০১২ সালে। এরমধ্যে গেরিলা, অচেনা হৃদয়, না মানুষ এই তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন। আগামীতে তার আরও দুটি নতুন গানের কাজ চলছে বলে কথা প্রসঙ্গে জানান শিবলু।

    এরফান মৃধা শিবলু বলেন, আমি নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র সব মাধ্যমে কাজ করি। পাশাপাশি গানের চর্চাও আছে। সবকিছুর উপরে গান নিয়ে আমি বরাবরই ইমোশনাল। ৪০টি মতো বিজ্ঞাপন করেছি। নাটক করেছি ২৫টির মতো। কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ৩)-এ প্রথম দিকের এপিসোডে কাজ করি। পলাশ (জিয়াউল হক পলাশ)-এর সঙ্গে আমার সুসম্পর্ক থাকায় সে ব্যাচেলর পয়েন্টে ডাকে। অমি ভাইয়ের ফ্যান ছিলাম, নিজেও এ নাটক নিয়মিত দেখতাম; মারজুক ভাই, চাষী ভাইকেও ভালো লাগতো, তাই সুযোগ পাওয়ায় এই নাটকে যুক্ত হই।

    এরফান মৃধা শিবলু গেরিলা মেজবাউর রহমান সুমন লিড বিনোদন সিনেমা হাওয়া হাওয়া সিনেমা হাশেম মাহমুদ

    সূত্র : www.channelionline.com

    ‘সাদা সাদা কালা কালা’: কে এই হাশিম মাহমুদ

    সুমনের মনে হতে থাকে আরও অনেক অনেক কথা। ১৯৯৯ সাল, চারুকলার নতুন শিক্ষার্থী সুমন। ছবি আঁকেন, কাঁধে তার গিটারও থাকে। দেখলেন এক জায়গায় গান হচ্ছে, গেলেন সেখানে, দেখা হলো হাশিম মাহমুদের সঙ্গে।

    রোববার, ১২ মার্চ ২০২৩

    ২৮ ফাল্গুন ১৪২৯

    বিনোদন

    Sada Sada Kala Kala Who is Hashim Mahmood?

    AddThis Sharing Buttons

    Share to Facebook Share to Twitter Share to WhatsApp Share to LinkedIn Share to আরও...

    ‘সাদা সাদা কালা কালা’: কে এই হাশিম মাহমুদ

    প্রতীক আকবর, ঢাকা ১৩ জুলাই, ২০২২ ১৬:৪১

    সুমনের মনে হতে থাকে আরও অনেক অনেক কথা। ১৯৯৯ সাল, চারুকলার নতুন শিক্ষার্থী সুমন। ছবি আঁকেন, কাঁধে তার গিটারও থাকে। দেখলেন এক জায়গায় গান হচ্ছে, গেলেন সেখানে, দেখা হলো হাশিম মাহমুদের সঙ্গে।

    কিছুক্ষণ চুপ করে ছিলেন মেজবাউর রহমান সুমন। এই নীরবতা বিস্ময়ের। খুঁজে পাওয়া যাচ্ছিল না হাশিম মাহমুদকে। অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা কোনো কথা হতে পারে, যে মানুষটি হাজার তরুণের মননে নাড়া দিয়ে গেছে, তার খোঁজ নেই!

    এই হাশিম মাহমুদের সঙ্গে কত স্মৃতি, কত স্মৃতি সুমনের। কত বিকেল, কত গান, কত মুগ্ধতা হাশিম মাহমুদকে নিয়ে। শুধু সুমন কেন, চারুকলা অনুষদের যত শিক্ষার্থী, সবার কাছে পরিচিত হাশিম মাহমুদ।

    অথচ সেই হাশিম মাহমুদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিন থেকে চার মাস খোঁজার পর হাশিম মাহমুদকে পাওয়া গেল। যেন সব মুগ্ধতা ফিরে এলো, সুমনের মনে হতে থাকল সেইসব দিন-রাত্রির কথা।

    সুমনের সঙ্গে দেখা হলে হাশিমের মন্তব্য, ‘কী অবস্থা মেজবাউর রহমান সুমন?’ আবারও বিস্মিত সুমন। পুরো নাম মনে আছে তার!

    সুমনের মনে হতে থাকে আরও অনেক অনেক কথা। ১৯৯৯ সাল, চারুকলার নতুন শিক্ষার্থী সুমন। ছবি আঁকেন, কাঁধে তার গিটারও থাকে। দেখলেন এক জায়গায় গান হচ্ছে, গেলেন সেখানে, দেখা হলো হাশিম মাহমুদের সঙ্গে।

    ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। ছবি: সংগৃহীত

    সুমন ধীরে ধীরে আবিষ্কার করতে থাকলেন হাশিম মাহমুদকে। হাশিম গানের মানুষ। গান লেখেন, গান করেন, সুর করেন, প্রচুর আড্ডা দেন। চাকরি করতেন না। স্ত্রী-সন্তানও নেই।

    শিক্ষার্থীদের মতো হাশিম মাহমুদ প্রতিদিন সকালে চলে আসতেন চারুকলায়, সারা দিন থেকে রাতে ফিরতেন। হাশিমসহ আরও কয়েকজন মিলে একটি ব্যান্ডও করার চেষ্টা করেছিলেন। তার নাম দিয়েছিলেন ‘বৈরাগী’।

    শুধু গানের মুগ্ধতাই না, হাশিমের কথার মুগ্ধতায় পড়েছিলেন সুমনসহ অনেকে। এত মুগ্ধতা যাকে নিয়ে তার বাসা যে নারায়ণগঞ্জ, এ কথাটাই জানতেন না কেউ।

    যখন সুমনের দেখা হলো, হাশিম তখন অসুস্থ। তিনি সিজোফ্রেনিক রোগী। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এ রোগের লক্ষণ হচ্ছে– চিন্তাধারা এবং অনুভূতি প্রকাশের মধ্যে সংগতি না থাকা।

    চারুকলায় যখন হাশিম নিয়মিত ছিলেন, তখনও এই রোগটি ছিল তার। সুমনরা এর ইঙ্গিত পেয়েছেন, কিন্তু তখন বুঝতে পারেননি। রোগটি বাড়ার সঙ্গে সঙ্গে চারুকলায় অনিয়মিত হয়েছেন তিনি। পরিবারে তার ভাইসহ আরও কিছু আত্মীয়স্বজন রয়েছেন, তারাই এখন হাশিমের দেখাশোনা করেন।

    আরও পড়ুন: কলসি, ড্রাম, পাটাতন বাজিয়ে গানটি করেছি: ইমন চৌধুরী

    হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার ও সুরকার হাশিম মাহমুদের এসব তথ্য নিউজবাংলাকে দিয়েছেন হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি জানান, অনেক কিছু মনে নেই হাশিম মাহমুদের। আগের মতো শক্তিও নেই। তরুণ জীবনে প্রভাব রাখা মানুষটিকে এভাবে দেখে কষ্টই পেয়েছেন সুমন।

    সুমন নিউজবাংলাকে বলেন, ‘হাশিম ভাইয়ের সঙ্গে প্রথম দেখার কথা মনে আছে এখনও। যারা গান করত, তাদের সঙ্গে এমনিতেই মিল হয়ে যেত হাশিম ভাইয়ের।

    ‘চারুকলার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, সেটার নিচে বসতেন হাশিম ভাই। তখন মাঝে মাঝেই দেখা হতো। অনেক সময় দূর থেকে দেখতাম, তিনি কোনো ছেঁড়া কাগজে গান লিখছেন।’

    সুমন আরও বলেন, ‘তার তো ইনকাম বলতে তেমন কিছু ছিল না। তাকে খেতেও দেখতাম না। মাঝে মাঝে আমরা যারা তার কাছের বা হাশিম ভাই যাদের পছন্দ করতেন, তারা টাকা দিলে নিতেন। কিন্তু এমনিতে যদি কেউ টাকা দিতে চাইত তিনি খুবই রিঅ্যাক্ট করতেন।’

    সুমন অনেক আগে স্টুডিওতে হাশিমের কিছু গান রেকর্ড করিয়েছিলেন। হার্ডডিস্ক নষ্ট হওয়ায় সেই গানও হারিয়ে যায় বলে জানান সুমন। তিনি এও জানান যে নাটকে হাশিমের একটি গান ব্যবহার করেছিলেন।

    তিনি বলেন, “যখন আমরা হাওয়া সিনেমায় ‘সাদা সাদা কালা কালা’ গানটা ব্যবহারের জন্য হাশিম ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করলাম, কিছু টাকা দিলাম, তারা বিস্মিত হলেন। তারা ভাবতেই পারেননি এমন কিছু একটা হতে পারে।’

    ‘সাদা সাদা কালা কালা’ গানের গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। ছবি: সংগৃহীত

    গানটা হাশিম গাইতে না পারায় গেয়েছেন এরফান মৃধা শিবলু। তিনি নাকি হাশিমের সঙ্গে গান করেন ১৫ থেকে ২০ বছর ধরে। সুমন জানান, শিবলুর কাছে কাছেও ছিল না হাশিমের বিস্তারিত।

    ‘সাদা সাদা কালা কালা’ গানটি প্রকাশের পর চারুকলায় ডাকা হয়েছিল সুমনকে। সেখানে পরিচালকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে। সুমন নিউজবাংলাকে বলেন, ‘আমাকে সবাই মিলে ধন্যবাদ দিয়েছেন। তাদের সবারই কথা, হাশিম ভাইকে নিয়ে অনেকেই অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। হাওয়া সিনেমার মাধ্যমে হাশিম ভাইয়ের গানটি এখন অনেকেই শুনছে এবং তার নামটাও ছড়িয়ে যাচ্ছে।’

    হাওয়া সিনেমা-সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি ৬০০-এর বেশি কাভার করা হয়েছে। সেগুলো হাওয়ার অফিশিয়াল পেজে শেয়ার দেয়া হচ্ছে।

    সম্প্রতি হাশিমের আরেকটি গান আলোচনায় এসেছে। গানটির শিরোনাম ‘তোমায় আমি পাইতে পারি বাজি’।

    আরও পড়ুন:

    বাণিজ্যিক সিনেমায় অনুদান বন্ধের দাবির প্রতিবাদ সমিতিগুলোর

    মাহি অডিশন দিতে পারে, পূজাকে নেয়া হচ্ছে না: আজিজ

    ‘হাওয়া’ আসছে জুলাইতে

    আগের ঘোষণা পূর্ণ না করে বড় ঘোষণায় জাজ

    ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, সিলেটে ভারি

    ট্যাগ: হাওয়া সিনেমা

    মন্তব্য

    সূত্র : www.newsbangla24.com

    Shada Shada Kala Kala: 'সাদা সাদা কালা কালা'

    Shada Shada Kala Kala খোলা গলায় ভেসে আসছে গান। আর সেই গানই ‘নেশা ধরিয়েছে’ বিশ্বের মানুষকে। ওপার বাংলার সাদা সাদা কালা কালা গানটি এখন দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়। কিন্তু, এই গানটির কে গেয়েছেন? কার সৃষ্টিতে মজে গোটা দেশ? এই সাদা সাদা কালা কালা গানের নেপথ্যে রয়েছে কে? চিনে নিন সেই মানুষটিকে। এই ছবির নির্মাতারাই বা কি বললেন? রইল বিস্তারিত…

    Bengali Photogallery LOGIN

    ট্রেন্ডিং

    #PoriMoni #SheikhHasina #ShakibKhan Bengali News bangladesh news

    who compose sada sada kala kala song khow hasim mahomud

    Shada Shada Kala Kala: 'সাদা সাদা কালা কালা'-র ‘নেশায় বুঁদ’ নেটনাগরিক, গানের স্রষ্ঠাকে চেনেন?

    Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 24 Jul 2022, 9:18 am

    Subscribe

    Shada Shada Kala Kala খোলা গলায় ভেসে আসছে গান। আর সেই গানই ‘নেশা ধরিয়েছে’ বিশ্বের মানুষকে। ওপার বাংলার 'সাদা সাদা কালা কালা' গানটি এখন দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়। কিন্তু, এই গানটির কে গেয়েছেন? কার সৃষ্টিতে মজে গোটা দেশ? এই 'সাদা সাদা কালা কালা' গানের নেপথ্যে রয়েছে কে? চিনে নিন সেই মানুষটিকে। এই ছবির নির্মাতারাই বা কি বললেন? রইল বিস্তারিত…

    সাদা সাদা কালা কালা গান কার সৃষ্টি (ছবি সৌজন্যে ফেসবুক Jafar Aziz (Emon)

    হাইলাইটস

    এই মুহূর্তে নেটপাড়ার উঁকি দিলেই একটি গান ভেসে আসছে 'সাদা সাদা কালা কালা'।

    আট থেকে আশি মজে এই গানের লিরিক্স এবং সুরে।

    কিন্তু, এই 'সাদা সাদা কালা কালা' গানের সৃষ্টির নেপথ্যে থাকা মানুষটি কে?

    এই মুহূর্তে নেটপাড়ার উঁকি দিলেই একটি গান ভেসে আসছে 'সাদা সাদা কালা কালা'। আট থেকে আশি মজে এই গানের লিরিক্স এবং সুরে। কিন্তু, এই 'সাদা সাদা কালা কালা' গানের সৃষ্টির নেপথ্যে থাকা মানুষটি কে? কয়েক বছর আগের স্মৃতি উলটে দেখা যাক। "তোমাকে আমি পাইতে পারি বাজি" এই গানটি তুমুল ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছিল এক প্রবীণ কোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই এই গানটি করছেন। সেই সময় তাঁর সুর অনেকের কাছে পৌঁছে গেলেও নাম নিয়ে সকলে অবগত ছিলেন না। তিনি হাসিম মাহমুদ। আর এই 'সাদা সাদা কালা কালা' গানটি গেয়েছেন সেই হাসিমই। এই গানটি গাওয়ার ক্ষেত্রে খমক ছাড়াও কোনও বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। আর এই গানের সুরে 'মাতাল' নেটপাড়া।

    স্টাইলিশ হেয়ার ড্রায়ার ব্রাশ দিয়ে চুলে আনুন পরিবর্তন এবার আরও সহজে

    Bangladesh News: চরম বিদ্যুৎ সঙ্কট! কোথায়,কখন লোডশেডিং? জানানো হবে SMS-র মাধ্যমে

    সম্প্রতি 'হাওয়া' সিনেমায় এই গানটি ব্যবহৃত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অবশ্য হাশিম মাহমুদকে চেনেন। ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, তাঁর গানে তিনি হাশিমকেই চেয়েছিলেন। আর সেই কারণে চারমাস ধরে তাঁকে খুঁজে বার করা হয়। ‘সাদা সাদা কালা কালা’ গানটি আগেই হাসিমের গলায় শুনেছিলেন সুমন। তাঁর সঙ্গে কথা বলে গানটি ব্যবহারের অনুমতি নেন। সুমনের কথায়, "গানটি হাসিমভাইকে দিয়ে গাওয়াতে পারলে ভালো হত। কিন্তু, অসুস্থ। তাই তা সম্ভব হয়নি।"

    Bangladesh Economy Future: অর্থনীতি কি সংকটে? সরকারি অফিসেও বিদ্যুতের ব্যবহার কমানোর নির্দেশ হাসিনা সরকারের

    এদিকে, হাশিমের মা জমিলা আক্তার জানান, তাঁর ছেলে ছোট বেলা থেকেই থালা, বাটি, চামচ গানে বাদ্যযন্ত্রহিসেবে ব্যবহার করত। তবে গানের পাশাপাশি হাশিম অত্যন্ত মেধাবী। নারায়ণগঞ্জ শহরের সরকারি স্কুল থেকে পাশ করেছেন তিনি। এরপর তোলারাম কলেজ থেকে স্নাতক হন। ছায়ানটে তিনি রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতী নিয়ে পড়াশোনা করেন। তাঁর বেশিভাগ সময় কেটেছে চারুকলায়। একসময় নিজে একটি ব্যান্ডও তৈরি করেছিলেন মাহমুদ। নাম 'বৈরাগী'।

    Love of Life: প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, শাশুড়ির আপ্যায়নে আপ্লুত নববধূ

    একদিকে সুর সাধনার জন্য কোনওদিন চাকরি করেননি হাসিম। পাতা হয়নি সংসারও। গানপাগল এই মানুষটার লোভ ছিল না টাকার উপরেও। ব্যাঙ্কে চাকরি পেয়েও তা গ্রহণ করেননি তিনি। গানকেই উৎসর্গ করেছেন গোটা জীবন। ‘সাদা সাদা কালা কালা’ গানটিতে নৌকার কাঠ, হাঁড়ি, পিতল মিউজিক ইন্সস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই 'যন্ত্র'গুলি বাজিয়েছেন মিঠুন চাকরা।

    বাংলাদেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।

    এই বিষয়ে আরও জানুন

    Bangladesh News : স্বামীর বিদেশে থাকার সুযোগে একাধিক পরকীয়া! জানাজানি হতেই ৩ প্রেমিক মিলে গণধর্ষণ করে খুন

    Chattogram Fire News: চট্টগ্রামের অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

    Sultan's Dine News : কাচ্চিতে পাঁঠার বদলে কুকুর-বিড়ালের মাংস! ভাগাড় কাণ্ডে তোলপাড়

    Bangladesh Latest News : বয়স ৪৬, ঝুলিতে ২৫টি এমএ ডিগ্রি! সরকারি চাকুরের কীর্তিতে তাজ্জব দুনিয়া

    Marriage : ১ মাস বন্ধ বিয়ে, একদিনের রেকর্ড শুভ পরিণয়ে পুরোহিত খুঁজতে নাকানিচোবানি

    টিভি ও সাউন্ড সিস্টেমের উপর 35% পর্যন্ত ছাড়, আজই আসুন

    পরের খবর

    Indo Bangladesh: সীমান্তে যাবতীয় অপরাধমূলক কাজ বন্ধ করতে তৎপর ভারত-বাংলাদেশ

    Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ

    টাটকা খবরের আপডেট পেতে Eisamay ফেসবুকপেজ লাইক করুন

    আজকের তাপমাত্রা

    33 C

    H 35 / L 23 Partly Cloudy

    এক নজরে

    আরও পড়ুন

    দুনিয়া

    শোনা যাবে না আজান-মসজিদে নিষিদ্ধ ইফতারও! রমজান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সৌদির

    আরও পড়ুন

    অন্য

    'তোলাবাজরা এলে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিন...', নিদান বাঁকুড়ার বিজেপি বিধায়কের

    আরও পড়ুন

    ২৪ পরগনা

    মামার বাড়ি বেড়ানোর আনন্দ বদলে গেল বিষাদে, খালের জলে তলিয়ে মৃত্যু একরত্তির

    আরও পড়ুন

    সূত্র : eisamay.com

    আপনি উত্তর বা আরো দেখতে চান?
    Mohammed 14 day ago
    4

    বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?

    উত্তর দিতে ক্লিক করুন