সামাজিক পরিবর্তন কাকে বলে
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে সামাজিক পরিবর্তন কাকে বলে পান।
সামাজিক পরিবর্তন কাকে বলে? এর কারণ
সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়। মানব সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণ
সামাজিক পরিবর্তন কাকে বলে? এর কারণ
by Azhar Bd Academy - ডিসেম্বর ০৬, ২০২১ 1
সামাজিক পরিবর্তন মূলত একটি সমাজের সার্বিক ব্যবস্থার পরিবর্তনকে বোঝায়। এতে সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তির আচার-আচরণ বা সামাজিক সম্পর্কের পরিবর্তন হয়। এটি আর্থ-সামাজিক কাঠামোর একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনকে নির্দেশ করে। সামাজিক পরিবর্তন কিছু জায়গায় দ্রুত হতে পারে আবার কিছু জায়গায় ধীর হতে পারে।
তবে, সামাজিক পরিবর্তন একটি সার্বজনীন বিষয়। এটি যেকোন সময় যেকোন স্থানে হতে পারে। তবে, কিছু সামাজিক পরিবর্তন দীর্ঘ সময়ের নানা বিবর্তনের মধ্যদিয়ে পরিবর্তীত হয়।উদাহরণস্বরূপ, সামন্তবাদ থেকে পুঁজিবাদে রূপান্তর।
সামাজিক পরিবর্তন কাকে বলে?
সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়।
মানব সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সমাজে শুরুতে যা ছিল তা এখন নেই। আজকের পূর্ণতা অনেক পরিবর্তন ও বিবর্তনের মাধ্যমে অর্জিত হয়েছে। সব সমাজই কম বা বেশি পরিবর্তনশীল। কিছু সমাজে পরিবর্তনের গতি খুব দ্রুত এবং অন্যান্য সমাজে পরিবর্তনের গতি ধীর। সামাজিক পরিবর্তনের সংজ্ঞায় বিভিন্ন সমাজ বিজ্ঞানী তাদের মত ব্যক্ত করেছেন। যেমন,
গিন্সবার্গ এর মতে, ‘‘সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর পরিবর্তন।’’
ম্যাকাইভার বলেন, ‘‘সামাজিক পরিবর্তন হল সামাজিক সম্পর্কের পরিবর্তন।’’
লুন্ডবার্গ এর মতে, ‘‘সামাজিক পরিবর্তন বলতে বোঝায় জড়-মানুষের সম্পর্ক এবং এর আচরণের মানগুলোর প্রতিষ্ঠিত নিদর্শনগুলির কোনও পরিবর্তন।’’
সামাজিক পরিবর্তন এর কারণ
সামাজিক পরিবর্তন অনেকভাবে সংগঠিত হতে পারে। নিম্মে সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণ সম্পর্কে বিশদ আলোচনা করা হল।
১. জনসংখ্যাজনসংখ্যার আকার, গঠন এবং ঘনত্বের মতো কারণগুলো সামাজিক পরিবর্তন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যার ওঠানামা সমাজে ইতিবাচক এবং নেতিবাচক উভয় পরিবর্তনই করে। উচ্চ জনসংখ্যা বৃদ্ধি অভিবাসনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। একইভাবে, রেমিট্যান্সের ক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক সুবিধাই আনে না বরং দক্ষতা, জ্ঞান এবং ধারণার বিনিময় এবং ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও সামাজিক সুবিধা নিয়ে আসে। ফলে উদ্ভাবন এবং আবিষ্কারের দিকে সমাজ পরিচালিত হয় এবং শেষ পর্যন্ত সামাজিক পরিবর্তন ঘটে।
তবে জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি নেতিবাচক সামাজিক পরিবর্তনও নিয়ে আসে। যখন জনসংখ্যা বৃদ্ধি পায়, তখন তা দারিদ্র্য, বেকারত্ব, শিশুশ্রম, অপরাধ, ভিক্ষাবৃত্তি এবং একাধিক স্বাস্থ্য সমস্যার মতো বিভিন্ন সমস্যার জন্ম দেয় এবং এর ফলে সমাজে পরিবর্তন আসে। তবে তা ক্ষতিকর সামাজিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয়।
২. পরিবেশভৌত পরিবেশের পরিবর্তন সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ভৌত পরিবেশের পরিবর্তন দ্রুত হয় না, তবে পরিবেশের মাঝে মাঝে পরিবর্তন মানুষের সামাজিক জীবনে সামগ্রিক পরিবর্তন নিয়ে আসে। যেমন বন্যা, ভূমিকম্প, ভারী বৃষ্টিপাত, খরা, ঋতু পরিবর্তন, জলোচ্ছ্বাস, ইত্যাদি ভৌগোলিক বা প্রাকৃতিক বিপর্যয় মানুষকে নতুন নতুন এলাকায় স্থানান্তরিত করতে বাধ্য করে। এর ফলে সমাজ অনুযায়ী মানুষকে নিজেদের পরিবর্তন করতে হয়। এটি সংস্কৃতি, পোশাক, আচার-ব্যবহার, সামাজিক সম্পর্ক ইত্যাদিতে পরিবর্তন আনে।
৩. প্রযুক্তিপ্রযুক্তিগত কারণগুলিও সামাজিক পরিবর্তন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি মানে জীবনের নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের পদ্ধতিগত প্রয়োগ। প্রযুক্তি দ্রুত বর্ধনশীল। আধুনিক যুগ হল "প্রযুক্তির যুগ"। প্রযুক্তি আমাদের পরিবেশ পরিবর্তন করে সমাজকে পরিবর্তন করে। প্রযুক্তির (কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট) প্রবর্তনের সাথে সাথে আমরা আমাদের সঙ্গী নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করেছি। সাজানো বিবাহের প্রথা ধীরে ধীরে ডেটিং এবং প্রেম বিবাহ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আরেকটি যেমন পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সামাজিক দূরত্ব হ্রাস করেছে যা সাংস্কৃতিক বিস্তৃতির দিকে পরিচালিত করেছে এবং এর ফলে সামাজিক পরিবর্তন এসেছে।
৪. অর্থনীতিকার্ল মার্কস সামাজিক পরিবর্তনের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে সমগ্র সমাজ তার গঠন ও কার্যপ্রণালীতে পরিবর্তন আনে। যেমন দেশের অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্য, মৃত্যুহার, বিবাহবিচ্ছেদের হার, আত্মহত্যা, অপরাধ এবং দেশত্যাগ ইত্যাদিকে প্রভাবিত করে। এটি সামাজিক অস্থিরতা এবং বিপ্লব এবং সর্বশেষ যুদ্ধ পর্যন্ত আনতে পারে।
৫. সংস্কৃতিসমস্ত সাংস্কৃতিক পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তন জড়িত। আমাদের বিশ্বাস, সামাজিক প্রতিষ্ঠান, মূল্যবোধ এবং সামাজিক সম্পর্কের মধ্যে একটি নিবিড় সংযোগ রয়েছে। সুতরাং, এটা স্পষ্ট যে সংস্কৃতির যে কোনো পরিবর্তন (অর্থাৎ ধারণা, মূল্যবোধ, বিশ্বাস ইত্যাদি) সমগ্র সমাজ ব্যবস্থায় একটি অনুরূপ পরিবর্তন আনে।
৬. রাজনীতিবর্তমান পৃথিবীবে সমাজ পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাষ্ট্র। কারণ রাষ্ট্র হল সবচেয়ে শক্তিশালী সংস্থা যা নতুন আইন প্রণয়ন করে বাল্যবিবাহ, বিধবা পুনর্বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও উত্তরাধিকার সংক্রান্ত আইন ইত্যাদি বাস্তবায়ন করে সামাজিক কাঠামোতে অনেক পরিবর্তন আনে। রাজনৈতিক নেতৃত্বের ধরন এবং ক্ষমতায় থাকা ব্যক্তিরাও সামাজিক পরিবর্তনের হার এবং দিককে প্রভাবিত করে।
৭. সামাজিক আন্দোলন ও বিপ্লবসামাজিক আন্দোলন ও বিপ্লব বলতে বোঝায় একটি নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টা যা শেষ পর্যন্ত সেই সমাজ, রাষ্ট্র বা দেশের বিদ্যমান সামাজিক ব্যবস্থায় পরিবর্তন আনে। সামাজিক আন্দোলনের উৎপত্তি হয় অসন্তুষ্ট এবং বিদ্যমান সামাজিক ব্যবস্থার সংস্কার চেয়ে।
ইতিহাসে বেশ কিছু সামাজিক আন্দোলন ও বিপ্লব ঘটেছে। এই সকল আন্দোলন ও বিপ্লব সমাজকে বহুলাংশে পরিবর্তিত করেছিল। কয়েকটি বিখ্যাত আন্দোলনের মধ্যে ছিল ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, রাশিয়ান বিপ্লব, চীনা বিপ্লব ইত্যাদি।
৯. মতাদর্শসামাজিক পরিবর্তনের কিছু অন্যান্য কারণের মধ্যে রয়েছে নতুন মতামত, ধারণা এবং চিন্তাভাবনার উত্থান। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পাশাপাশি ধারণা এবং মতামতের পরিবর্তন আমাদের মধ্যে উদ্ভাবনী এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অবদান রেখেছে।
সূত্র : www.azharbdacademy.com
সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের কারণ কি কি?
Hey there, looking for health, bangla general knowledge and others educational content then you sould come to our site, where we are publishing informative and helpful content
সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের কারণ কি কি?
1 Commentপ্রশ্ন ও উত্তর
সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সময়ের সাথে সাথে মানুষের আচরণের ধরণ এবং সাংস্কৃতিক মূল্যবোধ ও নিয়মে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন। অর্থাৎ যখন সামাজে মানুষের আচরণ ও মূল্যবোধ, সামাজিক প্রতিষ্ঠান, কাঠামো এবং সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে তখন তাকে সামাজিক পরিবর্তন বলে। এটি একটি চলমান প্রক্রিয়া যা ইতিহাসের শুরু থেকে চলে আসছে এবং চলমান থাকবে।
পরিবর্তন কি?
পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। পরিবর্তন বলতে বোঝায় কোনো কিছুর পরিবর্তন বা পার্থক্য। এটি প্রকৃতির সর্বজনীন নিয়ম। এটি অতীত এবং বর্তমান পরিস্থিতির মধ্যে বিদ্যমান পার্থক্য বোঝায়। পরিবর্তন একটি “চলমান” প্রক্রিয়া, কোনো সমাজই সম্পূর্ণ স্থির থাকে না।
সামাজিক পরিবর্তন কাকে বলে এবং এর ব্যাখ্যা?
সমাজ হচ্ছে গতিশীল এবং পরিবর্তনশীলতা এর ধর্ম। কোনো সমাজই কখনো একই থাকেনি। পরিবর্তন সবসময় ঘটছে এবং আমরা পরিবর্তনকে অনিবার্য হিসাবে গ্রহণ করি। সমাজের কাঠামোর পরিবর্তনই (পুনর্গঠন বা রূপান্তর) হলো সামাজিক পরিবর্তন। এখানে কাঠামো হলো সমাজের প্রধান দল ও প্রতিষ্ঠান। অর্থাৎ একটি নির্দিষ্ট সামাজিক রূপ থেকে অন্য আরকটি সামাজিক রূপে ধারণ করাকেই সামাজিক পরিবর্তন বলে।
আজ থেকে ১০ বছর আগে আপনি যে জীবন যাপন করেছিলেন বর্তমান সময়ে আপনি অবশ্যই ঐরকম জীবন যাপন করছেন না। বরং ১০ বছর আগের থেকে বর্তমান জীবন যাপনে আসনে নানন পরিবর্তন। আবার বর্তমানে আপনি যে জীবন অতিবাহিত করছেন আজ থেকে ১০ বছর পর বর্তমানের মতো থাকবে না বরং সমাজের বিভিন্ন কাঠামো পরিবর্তন হবে। আর আমরা সবসমই সমাজের এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নেই।
স্বাধীনতার পর বাংলাদেশে অনেক ধরনের সামাজিক পরিবর্তন ঘটে যেমন: জনসংখ্যাগত পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন, মনস্তাত্ত্বিক পরিবর্তন, নগরায়ন ও বিশ্বায়ন পরিবর্তন ইত্যাদি। এই সময়ে আমাদের দেশে কিছু জিনিস খুব দ্রুত পরিবর্তন হয়েছে, কিছু জিনিস ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, কিছু জিনিস পরিবর্তন হচ্ছে এবং কিছু জিনিস অপরিবর্তিত রয়েছে। পরিবর্তনের এই ধারায় বাংলাদেশের সমাজও কমবেশি পরিবর্তিত হয়েছে।
সামাজিক পরিবর্তন এর ১০টি উদাহরণ:
পূর্বে আমাদের দেশের কৃষক লাঙ্গল দিয়ে হাল চাষ করতে কিন্ত বর্তমানে আমরা দেখতে পাই লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর এর ব্যবহার।
আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিটিভি দেখতেন কিন্ত সময়ের সাথে সাথে বর্তমানে আমরা অনেক দেশি ও বিদেশি চ্যানেল দেখতে পারি।
১০ বছর আগে আমাদের দেশের তরুণরা যে পোশাক ব্যবহার করত এখন তরুণদের মধ্যে পোশাকের ব্যাপক পরিবর্তন হয়েছে।
পূর্বে আমাদের দেশের বাচ্চাদের পড়াশোনার জন্য চক ও বোর্ড ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে আমরা খাতা ও পেন্সিল ব্যবহার করি এমন কি অনেকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পড়াশোনা করা হয়।
আগে আমাদের দেশে বেশিরভাগ যৌথ পরিবার ছিলো কিন্তু বর্তমানে তা ভেঙ্গে একক পরিবার হয়ে উঠেছে।
বর্তমানে আমারা বিদ্যুতের বাতি দিয়ে পড়াশোনা করি কিন্তু আজ থেকে ১০-২০ বছর পূর্বে দেশের বেশিরভাগ অঞ্চলেই কেরোসিনের আলোয় ( কুপি বাতি) দিয়ে পড়তাম।
বর্তমানে আমাদের দেশের মধ্যে ফাস্টফুড জাতীয় খাবারগুলি খুব জনপ্রিতা বাড়ছে কিন্তু পূর্বে তা ছিলো না।
এখন প্রায় সকলের হাতই স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায় কিন্তু আজ থেকে ১০-২০ পূর্বে একটি ফোন কল করার জন্য এক গ্রাম হতে অন্য গ্রামে যাওয়ার প্রয়োজন হতো।
আমরা এখন আগের তুলনায় উন্নত জীবন-যাপন করতে পারছি এবং কৃষি খাতে ব্যাপক উন্নতি সাধনের পাশাপাশি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।
বিভিন্ন পণ্ডিতদের মতে: সামাজিক পরিবর্তন কাকে বলে?
ম্যাকাইভার মতে, “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সম্পর্কের পরিবর্তন”।উইলিয়াম এফ অগবার্ন এর মতে, “সমাজে বসবাসরত মানুষের কৃষ্টিগত ও সংস্কৃতিগত পরিবর্তনের নামই সামাজিক পরিবর্তন”।স্যামুয়েল কোয়েনিগ এর মতে, “ সামাজিক পরিবর্তন দ্বারা কোনো জাতির জীবনযাপন পদ্ধতির রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়”।গার্থ ও মিল্স এর মতে, “কালের গতিতে রীতিনীতি বা প্রতিষ্ঠান এবং সামাজিক ব্যবস্থায় যে পরিবর্তন ঘটে থাকে তাকে সামাজিক পরিবর্তন বলে”।কার্ল মার্কস এর মতে “সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের মৌল কাঠামো বা অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার পরিবর্তন যার উপর ভিত্তি করে সমগ্র উপরিকাঠামোর পরিবর্তন সংঘটিত হয়”।কিংসলে ডেভিস বলেন “সামাজিক পরিবর্তন বলতে শুধুমাত্র সামাজিক সংগঠনে, অর্থাৎ সমাজের গঠন ও কার্যাবলীতে ঘটে যাওয়া পরিবর্তনকেই বোঝায়”।লুন্ডবার্গ বলেন “সামাজিক পরিবর্তন বলতে বোঝায় আন্তঃ-মানব সম্পর্ক এবং আচরণের মানদণ্ডের প্রতিষ্ঠিত প্যাটার্নে যে কোনো পরিবর্তন”।
সামাজিক পরিবর্তন এর বৈশিষ্ট্য কি কি?
সর্বজনীন ক্রমাগত অনিবার্য অস্থায়ী অনিশ্চিত
পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে ইত্যাদি।
সামাজিক পরিবর্তনের কারণ সমূহ কি কি?
প্রাকৃতিক পরিবেশের প্রভাব
রাজনৈতিক পরিবেশের প্রভাব
অর্থনৈতিক পরিবেশের প্রভাব
ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন
সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন
বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন
বুদ্ধিবৃত্তিক চিন্তার প্রভাব
ব্যক্তিত্বের প্রভাব সংস্কার ও বিপ্লব শ্রেণীসংগ্রাম আধুনিকীকরণ নগরায়ন
সামাজিক পরিবর্তনের অসংখ্য এবং বিভিন্ন কারণ রয়েছে। সামাজিক বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত চারটি সাধারণ কারণ হল প্রযুক্তি, সামাজিক প্রতিষ্ঠান, জনসংখ্যা এবং পরিবেশ। এই চারটি ক্ষেত্রই প্রভাব ফেলতে পারে কখন এবং কীভাবে সমাজ পরিবর্তন হয়। এবং এগুলি সবই আন্তঃসম্পর্কিত: একটি ক্ষেত্রের পরিবর্তন সর্বত্র পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে।
ভৌগোলিক পরিবেশও সমাজিক পরিবর্তন ঘটায়। যেমন: জলবায়ু, ঝড়, সামাজিক ক্ষয়, ভূমিকম্প, বন্যা, খরা ইত্যাদি অবশ্যই সামাজিক জীবনকে প্রভাবিত করে এবং সামাজিক পরিবর্তন ঘটায়। মানুষের জীবন পৃথিবীর ভৌগোলিক অবস্থার সাথে নিবিড়ভাবে আবদ্ধ।
সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও
সামাজিক পরিবর্তন বলতে আমরা বুঝি সমাজকাঠামাের পুনর্গঠন বা রূপান্তর। একটি বিশেষ সামাজিক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়াকে সামাজিক পরিবর্তন বলে।
সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও
এপ্রিল ০৭, ২০২২
প্রশ্নঃ সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?
অথবা, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। ভূমিকাঃ মানবসমাজ স্থিতিশীল নয়, পরিবর্তনশীল। প্রতিনিয়ত নদীর ধারার মতাে তার পরিবর্তন ঘটছে। মানবসমাজের পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী স্পেনসার বলেন, 'Social Change go round from simple to complex.' সমাজ-সভ্যতার এমন বিকাশের সাথে সাথে সমাজকাঠামাে ও সামাজিক সংগঠনের পরিবর্তন সাধিত হচ্ছে। যার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তন সূচিত হচ্ছে।সামাজিক পরিবর্তনের সংজ্ঞাঃ সহজ কথায় সামাজিক পরিবর্তন বলতে আমরা বুঝি সমাজকাঠামাের পুনর্গঠন বা রূপান্তর। একটি বিশেষ সামাজিক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়াকে সামাজিক পরিবর্তন বলে।প্রামাণ্য সংজ্ঞাঃ নিম্নে বিভিন্ন সমাজবিজ্ঞানীর সামাজিক পরিবর্তন সম্পর্কীত সংজ্ঞা প্রদান করা হলাে-সমাজবিজ্ঞানী জিনসবার্গ বলেন, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজকাঠামাের পরিবর্তন। অর্থাৎ সমাজের আকার, গড়ন ও সাংগঠনিক রূপের পরিবর্তন।
সমাজবিজ্ঞানী পার্থ ও মিলের মতে, সামাজিক পরিবর্তন কথাটির দ্বারা আমরা একটি সামাজিক কাঠামাের অন্তর্ভুক্ত ভূমিকা, আচার-ব্যবহার প্রভৃতির সময়ভেদে পরিবর্তন, উদ্ভব, বিকাশ ও অবলুপ্তির কথা বুঝে থাকি।
মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে, সমাজের গুণগত পরিবর্তন তথা শ্রেণিদ্বন্দ্বের মাধ্যমে উৎপাদনব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে সমাজে যে পরিবর্তন সূচিত হয়, তাকে সামাজিক পরিবর্তন বলে।
উইলিয়াম এফ অগর্ণের মতে, সামাজিক পরিবর্তনের অর্থ হলাে, সমাজে বসবাসকারী জনসমষ্টির কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। তার মতে, নগরী, পরিবার, কৃষিক্ষেত্র, দর্শন, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে কৃষ্টি ও সংস্কৃতি গড়ে ওঠে। সামাজিক পরিবর্তনের ফলে এসব সামাজিক সংগঠনের কাঠামােগত পরিবর্তন সাধিত হয়।
A.M. Rose বলেন, সামাজিক পরিবর্তন বলতে আমরা সমাজকর্তৃক বা সমাজের গুরুত্বপূর্ণ উপাদানগুলাে কর্তৃক পােষণ করা ধ্যান-ধারণা ও মূল্যবােধের ক্ষেত্রে সাধিত সংশােধনকেই বুঝে থাকি।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সমাজকাঠামাে তথা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলই হলাে সামাজিক পরিবর্তন। এ পরিবর্তন সমাজের বিভিন্ন আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রথা-প্রতিষ্ঠান ও আচার অনুষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়।Tags: সমাজবিজ্ঞান নবীনতর
রুশাের সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কী?
পূর্বতন
রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?