১৬ তম গ্রেডে মোট বেতন
Mohammed
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?
এই সাইট থেকে ১৬ তম গ্রেডে মোট বেতন পান।
১৬ তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা মাসিক কত টাকা পেনশন পাবেন ও এককালীন কত টাকা পাবেন?
উত্তর: ১৬তম গ্রেডের সবাই কর্মচারী। ১৬ লক্ষ টাকা এককালীন এবং ৮ হাজার টাকার মত মাসিক পেনশন।
১৬ তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা মাসিক কত টাকা পেনশন পাবেন ও এককালীন কত টাকা পাবেন?
সাজান Alamin Mia বাংলা জানেন1 বছর
১৬তম গ্রেডের সবাই কর্মচারী। ১৬ লক্ষ টাকা এককালীন এবং ৮ হাজার টাকার মত মাসিক পেনশন।
Hossain
Jessore, Bangladesh (2019–বর্তমান)2 বছর
সম্পর্কিত
একজন সরকারি অফিসার অবসরে গেলে, রিটায়ারমেন্ট গ্রাচুইটির পাশাপাশি পেনশন পেয়ে থাকেন। একজন ৯ম গ্রেড অফিসারের পেনশনের অর্থ নির্ধারণ হয় কিভাবে?
পেনশন শব্দটির নাম শুনলেই বাংলা ব্যান্ড আয়ুব বাচ্চুর পেনশন গানটির কথা মনে পড়ে।তাছাড়া আমরা বিভিন্ন নাটক,সিনেমায় পেনশন উত্তলনের ভোগান্তি দেখেছি।এত কাঠ কয়লা পুড়েও যদি অবশেষে আপনার শেষসম্বল টুকু হাতে সঠিক না পান কেমন লাগবে?তাই আজ আমরা ল্যাম্পগ্রান্ট, গ্র্যাচুইটি ও পেনশনের হিসাব নেয়ে আলোচনা করবো
কিভাবে বের করবেন ল্যাম্পগ্রান্ট, গ্র্যাচুইটি ও পেনশনের হিসাব ?
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৩/১২/২০১৩ তারিখে নং-০৭.০০.০০০০.১৭১.১০.০০৬.১৫-১৮১, স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপনে সরকারি চাকুরিজীবীদের অবসরকালীন সুবিধাদি/প্রাপ্যতা তথা পেনশনযোগ্য চাকুরিকাল ও পেনশনের পরিমান পূণঃনির্ধারণ করা হয়েছে।
পূর্বেকার পেনশন যোগ্
আপনার উত্তর ব্যক্তিগত রয়েছে
এটি কি আপনার ব্যয় করা সময় অনুযায়ী কাজে লেগেছিলো?
এটি পৃষ্ঠাতে উত্তরগুলি সাজাতে আমাদের সহায়তা করে।
একেবারেই না অবশ্যই হ্যাঁ Utsho Salekin
Medical student (2017–বর্তমান)লেখকের 135টি উত্তর রয়েছে ও 7 লা বার সেগুলি দেখা হয়েছে1 বছর
সম্পর্কিত
১ম শ্রেণীর সরকারী কর্মকতারা ও ২য়, ৩য়,৪র্থ শ্রেনীর কর্মচারীরা অবসরে যাওয়ার সময় পেনশন বাবদ কত টাকা পান?
হিসাব শিখাইয়া দেই। সবার ক্ষেত্রে এপ্লাই করতে পারবেন।
ধরুন নজরুল চাচার শেষ মাসের বেতন মানে যে মাসে চাকরি করে তিনি রিটায়ার্ড করবেন আর কি।ধরুন তিনি ২য় শ্রেণীর কর্মকর্তা। তার শেষ মাসের ব্যাসিক বেতন ৩৩৪০০ টাকা।
তাহলে তিনি পেনশন পাবেন প্রতি মাসেঃ(শেষ মাসের বেতন ×.৯০)÷২+১৫০০+{(শেষ মাসের বেতন×.৯০)÷২}×৫%
(৩৩৪০০×.৯০)÷২+১৫০০+(৩৩৪০০×.৯০)×.০৫=১৭২৮১.৫ টাকা।
প্রায় ব্যাসিক বেতনের অর্ধেক।
এবার আসুন এককালীন টাকা
{(শেষ মাসের বেতন×.৯০)÷২}×২৩০
{(৩৩৪০০×.৯০)÷২}×২৩০=৩৪৫৬৯০০ টাকা
তবে যে কারও বেতনে এরকম হিসাব করে বের করতে পারবেন।
অজ্ঞাতনামা 1 বছর সম্পর্কিত
একজন ব্যক্তির মাসিক কত টাকা উপার্জন থাকলে, সেই ব্যক্তি বিয়ের উপযুক্ত হয়?
বেকার অবস্থায় বিয়ে করছি ভাই । হাতে শুধু মাত্র ৫ হাজার টাকার ছিল । বিয়ের ১সপ্তাহ পরেই চাকরিতে নিয়োগের ইমেইল পাই, যেটা ১ সপ্তাহ আগেও অনিশ্চিত ছিল । আমি কিছু জানিনা । সব আল্লাহর ইচ্ছা ।
Anis
প্রাক্তন Engineer 6 মাস
সম্পর্কিত
১৫০০০ টাকা বেসিক হলে চাকরি ১০ বছর কত টাকা পেনশন পাব?
আপনার মূল বেতন ১৫০০০টাকা হলে এবং চাকুরী কাল ১০ বছর পূর্ণ হলে জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক আপনি মাসিক ৬৭৫০ টাকা হারে পেনশন পাবেন। তার সাথে ১৫০০টাকা চিকিৎসা ভাতা।
আপনি এককালীন আনুতোষিক ১৭৫৫০০০টাকা পাবেন।
সম্পর্কিত প্রশ্ন
পেনশন শুরুর তারিখে মাসিক পেনশন ১০০০০ টাকা হলে তার মূল বেতন কত ছিল?
সরকারি চাকরিজীবীদের গ্রেড অনুযায়ী কার বেতন কত টাকা?
১৫০০০ টাকা বেসিক হলে চাকরি ১০ বছর কত টাকা পেনশন পাব?
১ম শ্রেণীর সরকারী কর্মকতারা ও ২য়, ৩য়,৪র্থ শ্রেনীর কর্মচারীরা অবসরে যাওয়ার সময় পেনশন বাবদ কত টাকা পান?
স্বামী-স্ত্রী দুইজনই চাকরিজীবী। পেনশন কি একজন পাবে?
একজন ব্রিগেডিয়ার জেনারেলের বেতন গ্রেড কত?
একজন বাংলাদেশী আর্মির মাসিক বেতন কত টাকা?
একজন এএসপির মূলবেতন এবং ভাতাসহ মোট বেতন কত?
৩ লক্ষ টাকা দেনমোহর-এ রেজিস্ট্রি ফি কত?
ওসির বেতন কত?
১-২০ গ্রেডের চাকরির বেতন কাঠামো কত?
বাংলাদেশে এমবিবিএস চিকিৎসকের মাসিক গড় বেতন কত হয়ে থাকে?
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন ও ভাতা-সহ সর্বোচ্চ কত টাকা পান?
প্রধানমন্ত্রীর বর্তমান বেতন কত?
বাংলাদেশে একজন ৪র্থ শ্রেণির সরকারি কর্মকর্তা মাসে কত টাকা বেতন পায় (ব্যাখ্যা সহ)?
১৬ তম গ্রেডের বেতন কত
আপনারা যখন কোন সরকারি চাকরির জন্য আবেদন করে থাকেন এবং সেই চাকরি যদি ১৬ গ্রেডের হয়ে থাকে তাহলে মোট কত টাকা বেতন প্রথম দিকে পাওয়া যাবে তা অনেকেই জানতে আগ্রহ
১৬ তম গ্রেডের বেতন কত
শাহরিয়ার হোসেন3 hours ago0
আপনারা যখন কোন সরকারি চাকরির জন্য আবেদন করে থাকেন এবং সেই চাকরি যদি ১৬ গ্রেডের হয়ে থাকে তাহলে মোট কত টাকা বেতন প্রথম দিকে পাওয়া যাবে তা অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন। আর সেই জন্য আজকের এই পোষ্টের মাধ্যমে ১৬ গ্রেডের বেতন কত হবে সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সঠিক ধারণা অর্জন করে সেই অনুযায়ী বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
সাধারণত যে কোন চাকরির ক্ষেত্রে বেতন যদি আমাদের মনোমতো না হয় তাহলে আমরা হয়তো অনেক সময় আগ্রহ প্রকাশ করি না অথবা সেই ধরনের চাকরি করতে ইচ্ছা করে না। তাই আমরা আমাদের ওয়েবসাইটের বিগত পোস্টগুলোতে বিভিন্ন গ্রেডের চাকরির বেতন কত টাকা হবে সে বিষয়ে ধারণা প্রদান করার পাশাপাশি আজকের এই পোস্টটি আপনাদের জন্য বেতন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এ বিষয়ে আসলেই জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত এই পোস্ট পড়তে থাকবেন।
বর্তমান সময়ে ষোল গ্রেডের চাকরি গুলো অনেক উন্নত হয়েছে। বিশেষ করে যারা ১৬ গ্রেডের চাকরির জন্য আবেদন করেন তাদের এই আবেদন এর জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত লাগে।অর্থাৎ যে কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ১৬ গ্রেডের চাকরিগুলোতে আবেদন করতে পারবে এবং এই সুযোগ রয়েছে বলে দেখা যায় যে ১৬ গ্রেডের চাকরির আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। যেহেতু এইচএসসি পাশের শিক্ষার্থীরা এখানে আবেদন করার সুযোগ পায় সেহেতু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিয়োগ পরীক্ষায় খুব বেশি কঠিন প্রশ্ন করা হয় না।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে অনলাইন টাকা ইনকাম করার প্রক্রিয়া বা কিভাবে টাকা আয় করবেনতবে আবেদনকারের সংখ্যা অনুযায়ী পদের সংখ্যা নির্ধারিত বলে এখানে প্রচুর পরিমাণে প্রতিযোগিতার সৃষ্টি হয়ে থাকে। তবে যাই হোক আপনি যদি আপনার প্রস্তুতি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করে যাবতীয় পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন এবং ভাইভা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যদি এই নিয়োগ পরীক্ষায় নিয়োগ পেয়ে থাকেন তাহলে আপনাকে হয়তো জয়েন করতে হবে।
তাই জয়েন করার পূর্ব মুহূর্তে অথবা চাকরির আবেদন করার সময় আপনারা যখন সরকারি চাকরির বেতন সম্পর্কে ধারণা অর্জন করতে চাইবেন তখন আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের এই পোস্টের মাধ্যমে বেশ কিছু সহজ নিয়ম শিখিয়ে দেব। সেই নিয়ম যদি আপনারা জানতে পারেন তাহলে সেখানে যে বেতন স্কেল উল্লেখ থাকবে সেই বেতন স্কেলের প্রথম সংখ্যা আপনারা বিভিন্ন অংকের মাধ্যমে গুণ করলে খুব সহজে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন।
সাধারণত বিভিন্ন গ্রেডের বেতন অনুযায়ী সেখানে যে তথ্যগুলো প্রদান করা থাকে সেই বেতন স্কেল আপনাদের চাকরির প্রথমে শুরু হবে বলে আপনাদেরকে সেই ভাবে হিসাব করতে হবে। প্রত্যেকটি সরকারি চাকরিজীবীর যে বেতনের কথা উল্লেখ থাকে সেখান থেকে প্রত্যেক মাসে শতকরা ১০ ভাগ বেতন কেটে রাখা হয় ভবিষ্যৎ তহবিলের জন্য। ভবিষ্যৎ তহবিলের জন্য টাকা কেটে নেওয়া হয়ে থাকল দেখা যায় যে বাড়িভাড়া বাবদ স্থানভেদে ৪৫ থেকে ৫৫ পার্সেন্ট বেসিক অনুযায়ী টাকা প্রদান করা হয়ে থাকে। তাছাড়াও টিফিন ভাতা এবং চিকিৎসা ভাতা থেকে শুরু করে সন্তান থাকলে তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে।
তাই আমরা যখন ১৬ তম গ্রেডের চাকরির বেতন সম্পর্কে জানতে চাইবো তখন আপনাদেরকে বলব যে আপনাদের এই বেতন স্কেল শুরু হবে ৯৩০০ টাকা থেকে। আর অন্যান্য হিসাব যদি আমরা ধরি তাহলে বাড়ি ভাড়া, টিফিন বাবদ, চিকিৎসাভাতা বাবদ এবং সন্তানের লেখাপড়ার খরচ বাবদ সর্বমোট আপনাদেরকে প্রথম মাসের দিকে ১৫,৬৫০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া অন্যান্য ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে এবং যখন বোনাস পাওয়ার সময় হবে তখন আপনারা মূল বেসিকের সময় বোনাস পেয়ে যাবেন। তাছাড়া সরকারি বেতনের নিয়ম অনুসরণ করে প্রত্যেক বছর আপনার বেসিকের সমান করে ৫ পার্সেন্ট হারে সকল সুযোগ-সুবিধা দিয়ে বৃদ্ধি পাবে।
সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধাদি
১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময়...
প্রচ্ছদ শিক্ষা
সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধাদি
সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধাদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৮
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের যে বিষয়ে সবার আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি চাকরিজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো। ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। সরকারি যেকোন চাকরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগীর সম্মুখীন হয়।
|আরো খবর
উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় বিনিয়োগের আহ্বান
জানা গেলো মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১২ মার্চ
সরকারি জব এখন গ্রেডের উপর চলে আগে যেটা ৪ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল এখন ২০ গ্রেডে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন আগে যেটা প্রথম শ্রেণি ছিল বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণি হলো ১০ম গ্রেড শুধু ১০ম গ্রেডই দ্বিতীয় শ্রেণি। ১১-১৬ তম গ্রেড তৃতীয় শ্রেণির এরপর ১৭-২০ তম গ্রেড হলো সর্বশেষ চতুর্থ শ্রেণি।
১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।
পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৭ ধরণের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন-ক্যাডার জব বলা হয়।
নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয় ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা নন-ক্যাডারগণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন-ক্যাডারে বেশির ভাগ পদই ব্লক পোস্ট।
বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি) এবং টেকনিক্যাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।
জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন, এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারি ডাক্তার হয়ে চাকরি করতে পারবেন না।
এদের চেনার উপায় হল, সরকারি যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে। যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নীচে কর্মকর্তা তার নীচে কর্মচারী। এদের মাঝে ১ম, ২য় এদের গেজেটেড কর্মকর্তা বলা হয়। ৩য় শ্রেণির যারা তারাও হল কর্মকর্তা। ৪র্থ শ্রেণির যারা তারা হল কর্মচারী।
প্রথম শ্রেণি মানেই নূন্যতম ৯ম গ্রেড আর দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড। আর সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণির বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির।
পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির।
প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির।
অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিওন। চলুন জেনে নেওয়া যাক কোন গ্রেডে কত বেতন ও সরকারি ভাতা রয়েছে।
সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা আর সর্বোচ্চ ৭৮ হাজার টাকা সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে।
২০টি গ্রেডে পেশ করা পে কমিশনের সুপারিশে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা সুপারিশ করা হলেও, এই স্কেলের বেতন ভাতাসহ অর্থের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৪০ হাজার টাকা। একইভাবে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা সুপারিশ করা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।
প্রথম স্কেলে বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বা ৪০ হাজার টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা, উৎসব ভাতা ১৩ হাজার ৩৩ টাকা, আপ্যায়ন ভাতা ৩ হাজার টাকা ও শিক্ষা ভাতা ২ হাজার টাকা করা হয়েছে।
একইভাবে সর্বনিম্ন স্কেলের বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে ৫ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সন্তানের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা ও টিফিন ভাতা ৩০০ টাকা।
অন্যান্য ভাতা ও সুবিধাদিবাড়ি ভাড়া: ৪৫ হাজার টাকা ও এর উর্ধ্বে ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ২৮ হাজার টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ২৩ হাজার টাকা ও সর্বোচ্চ ৩৬ হাজার টাকা।
জেলা শহরের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ৩২ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫ শতাংশ হারে কমপক্ষে ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ২৮ হাজার টাকা। মূল বেতনের ২৫ হাজার টাকা থেকে ৪৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য ৬০ শতাংশ হারে কমপক্ষে ২০ হাজার টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ১৬ হাজার টাকা।
জেলা শহরের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ১৩ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ১১ হাজার ৫০০ টাকা। ১৩ হাজার টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ১০ হাজার টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার ৫০০ টাকা।
জেলা শহরের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ৭ হাজার ২০০ টাকা। ১২ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৭০ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার ৫০০ টাকা।
বন্ধুরা, কেউ কি উত্তর জানেন?